GK

65th Filmfare award 2020 || 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০

65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০

65th ফিল্মফেয়ার পুরস্কার 2020

 

 👉👉2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার কোন ছবিতে পেয়েছে কে পেয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইসব সাধারণ জিকে গুলো পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ।।

           বিভাগ                                      প্রাপক 

  1. সেরা ছবি। ————————————-গলি বয়  ।           
  2. সেরা পরিচালক————————- জোয়া  আখতার(গলি বয় )।
  3. সেরা অভিনেতা——————-রণবীর সিং (গলি বয়)   
  4. সেরা অভিনেত্রী —————–আলিয়া ভট্ট (গলি বয়)।  
  5. সেরা গায়ক ——————অরিজিৎ সিং (কলঙ্ক ছবি)।  
  6. সেরা গায়িকা ———-শিল্পা রাও  (ঘুঙরু ,ওয়ার )।         
  7. সেরা সংগীত  পরিচালক ——।  জোয়া আখতার, অঙ্কুর তিওয়ারি (গলি বয়)।     
  8. সেরা গীতিকার ———————-অঙ্কুর তিওয়ারি।          
  9. সমালোচকদের বিচারে সেরা ছবি——- আর্টিকেল ১৫। 
10.সমালোচকদের বিচারে সেরা অভিনেতা –আয়ুষ্মান খুরানা।

 মনে রাখার কিছু গুরুত্বপূর্ণ বিষয় :–
1. ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া শুরু হয় ———————-1954সাল থেকে।

2. প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সিনেমা —————-দো বিঘা জমিন।

3. প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত অভিনেতা———দিলীপ কুমার।

4. প্রথম ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী———- মিনা কুমারী।

5. প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক —–বিমল রায় দুই বিঘা জমিন।

 ——–****————********—————****——

2020, 92th তম অস্কার পুরস্কার

1. সেরা ছবি——- “প্যারাডাইস” অস্কার পুরস্কার প্রাপ্ত।


মনে রাখার বিষয় :

1. অস্কার পুরস্কার এর অপর নাম ———————অ্যাকাডেমি পুরস্কার।

2. অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়,————–1929 সাল থেকে।

3. প্রথম অস্কার প্রাপ্ত ছবি ——উইংস।

4. প্রথম ভারতীয় ছবি অস্কারের জন্য মনোনয়ন পায় —–মাদার ইন্ডিয়া (1957)।

5. 2020 সালে ভারতের অস্কার প্রাপ্ত ছবি—————— গলি বয়।

*স্ট্যাটিক জিকে গুলো কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button