Geography

2021 ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য স্ট্যাটিক জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আলোচনা করব।

 

স্ট্যাটিক জিকে প্রশ্ন এবং উত্তর

 

আজ আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে।


1. বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?

উত্তর:-হিন্দি।

2. কোন ভারতীয় পণ্য জিআই ট্যাগ পেয়েছে?

উত্তর:-দার্জিলিং চা।

3. শান্তিতে নোবেল পুরস্কার 2020 এর কোন সংস্থা পেয়েছে?

উত্তর:-ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম।

4. কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণে চা উৎপন্ন হয়?

উত্তর:-আসাম।

5. কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণে কফি উৎপন্ন হয়?

উত্তর:-কর্ণাটক।

6. মহত্মা গান্ধী দ্বারা ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল?

উত্তর:-1942 সালের 9 আগস্ট।

7. নিম্নের কোন খাদ্য উৎপাদন থেকে ভিটামিন ডি পাওয়া যায়?

উত্তর:-কড লিভার তেল।

8. কে কপিলাবস্তু নগরে লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর:-গৌতম বুদ্ধ।

9. কোন রাজ্যে সম্প্রতি সূর্যধর  হ্রদ উদ্বোধন হয়েছে?

উত্তর:-উত্তরাখণ্ডে।

10. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালন করা হয় কবে? 

উত্তর:-1999।

11. মোবাইলের কোন পদ্ধতির দ্বারা টাকা টান্সফার করা হয়?

উত্তর:-আই এম পি এস(I M P S)।

12. ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক?

উত্তর:-উত্তরপ্রদেশে (80 টি )।

13. কোন বিশিষ্ট ব্যক্তিকে সংবিধানের আত্মা বলা হয়?

উত্তর:-ঠাকুরদাস ভগর্ব।

14. কোন চীনা পর্যটক এর রচিত গ্রন্থ ‘রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম’?

উত্তর:-ফা হিয়েন এর।

15.ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়?

উত্তর:-শোনপুর।

16. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাকের উৎপাদন সর্বাধিক?

উত্তর:-কোচবিহার।

17. মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল?

উত্তর:-জাপান দেশে।

18.******প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবলম্বনে তৈরি চলচ্চিত্র পিএম নরেন্দ্র মোদী পরিচালনা কে করেন?

উত্তর:-উমং কুমার।

19. ভারতের রাষ্ট্রপতি রামনাথ গবিন্দ কততম প্রধানমন্ত্রী?

উত্তর:-14 তম।

20. হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?

উত্তর:-আন্না চান্দি।

21. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?

উত্তর:-ফাতেমা বিবি।

22. কোন প্রতিবেশী দেশ 19 আগস্ট স্বাধীনতা দিবস পালন করে?

উত্তর:-আফগানিস্তান।

23. গ্লোবাল হাংগার ইনডেক্স ভারতের বর্তমান রেঙ্ক কত?

উত্তর:-94।

24.রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 কোন ক্রিকেট খেলোয়ার পেয়েছেন ?

উত্তর:-রোহিত শর্মা ।

24.ভারতের প্রথম তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায়?

উত্তর:-উত্তরাখণ্ড।

25. কে ছিল একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন?

উত্তর:-রাজিয়া সুলতানা।

26.1947 সালের 17 আগস্ট আত্মপ্রকাশ হয়েছিল রেডক্লিপ লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেন?

উত্তর:-ভারত ও পাকিস্তান।

27. প্রতিবছর হিরোশিমা দিবস কবে পালিত হয়?

উত্তর:-6 আগস্ট।

28.ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার সর্বপ্রথম কে পেয়েছিলেন?

উত্তর:-দেবিকা রানি।

29. গারাদি  কোথাকার একটি জনপ্রিয় লোক নিত্য?

উত্তর:-পুদুচেরি।

30. বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর এর খেতাব কে পেয়েছে?

উত্তর:-নীলকন্ঠ ভানু প্রকাশ।

31. টপ 50  জন সেলিব্রিটি তালিকার শীর্ষে কোন ভারতীয় অভিনেতা?

উত্তর:-সোনু সুদ।

32. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?

উত্তর:-আর্য ভট্ট।

33. বায়ুমন্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মির ক্ষতিকরে?

উত্তর:-ওজোন গ্যাস।

34. পশ্চিমবঙ্গ কে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বত শ্রেণী?

উত্তর:-সিঙ্গালিলা ।

35. ভারতের মহাকাশ গবেষণার জনক কে?

উত্তর:-বিক্রম সারাভাই।

36. ম্যান বুকার পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় মহিলা?

উত্তর:-অরুন্ধতী রায়।

37. সরীসৃপ বিদ্যাকে কি বলা হয়?

উত্তর:-হারপেট্লজি।

38. ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক কে?

উত্তর:-হোমি জাহাঙ্গীর ভাবা।

39. কোন রাজ্য কর্মসাথী পুরস্কার চালু করেছেন?

উত্তর:-পশ্চিমবঙ্গ।

40. হাফ ম্যারাথন আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?

উত্তর:-21 কিমি।

Coming soon static GK part 2.


প্রশ্ন গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button