Freelance Tech

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩ । ১০ হাজার টাকা উপবৃত্তি – প্রস্তুতি ও যোগ্যতা

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩ । ১০ হাজার টাকা উপবৃত্তি – প্রস্তুতি ও যোগ্যতা কি লাগবে উপবৃত্তি পাওয়ার জন্য, সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো

স্বাগতম প্রিয় দর্শক,  সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে সরকারী ফ্রিল্যান্সিং কোর্স করবেন। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
অনেকেই বিভিন্ন কোম্পানি অথবা বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করছেন । কিন্তু অনেকেই জানেন না, সরকারি ফ্রিল্যান্সিং কোর্স কি । সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করার অনেক সুবিধা রয়েছে। সে বিষয়গুলো সম্পর্কে আপনাদের একান্ত সহযোগিতায়, এই পোষ্টের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে আলোচনা করবো । তাহলে চলুন শুরু করা যাক
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩ । ১০ হাজার টাকা উপবৃত্তি - প্রস্তুতি ও যোগ্যতা
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩ । ১০ হাজার টাকা উপবৃত্তি – প্রস্তুতি ও যোগ্যতা

Table of Contents

👉👉 Question: সরকারী ফ্রিল্যান্সিং কোর্স করতে কি কোন খরচ আছে?

✅ Answer: আপনি জানলে অবাক হবেন যে, সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে আপনাদের কোনো রকম টাকার প্রয়োজন হবে না। কারণ সরকার বেকারত্ব দূর করার জন্যই সরকারি ফ্রিল্যান্সিং কোর্স গুলো চালু করেছে। তাই সম্পূর্ণ কোর্স শেষ করার পর সরকারের পক্ষ থেকে উপহার ১০,০০০ টাকা উপবৃত্তি দেওয়া হবে। তাই আরো জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন

ফ্রিল্যান্সিং মানেই মুক্ত পেশা। যেখানে নিজ ইচ্ছে মত কাজ করা যায়, পার্ট টাইম বা ফুল টাইম। এখানে ধরা বাধা কোন কাজ থাকে না এবং পড়াশোনা ও চাকরির পাশাপাশিও করা যায়। যা একজন ছাত্রকে স্বাবলম্বী ও ক্যারিয়ার গড়তে সাহায্য করে। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

সরকার মূলত বেকারত্ব নিরসনে সরকারি ফ্রিল্যান্সিং র্কোস চালু করেছেন। একজন ছাত্রকে স্বাবলম্বী ও বেকারত্বের অভিশাপ থেকে বাচতে অবশ্যই সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের দরকার আছে। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

👉👉 Question: সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে কী কী যোগ্যতা লাগে?

 Answer: প্রত্যেকের মনে প্রশ্ন আসতে পারে, সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে মনে হয় অনেক বেশি শিক্ষিত হতে হয়। এই ধারনা টা ঠিক না । ফ্রিল্যান্সিং শিখতে তেমন কোন যোগ্যতা লাগে না, তবে ব্যাসিক যোগ্যতা অবশ্যই থাকতে হবে । যেমন এস. এস. সি (SSC) অথবা এইস. এস. সি (HSC) পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট (সনদপত্র) এবং ইংরেজি ভাষার প্রাথমিক (Basic) জ্ঞান। তাই আরো জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)


কারন অনলাইনে কাজ করতে হলে আপনার অবশ্যই ইংরেজি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে। তবে ব্যাসিক ইংরেজি জ্ঞান না থাকলে তো এই কোর্স করতে পারবেন। কোর্স করার সাথে সাথে ইংরেজি টাও আপনাকে শিখতে হবে তাহলে ফ্রিল্যাসিং করতে পারবেন । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স কি বা কাকে বলে

আপনি জানলে অবাক হবেন যে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ফিল্যান্সিং বিনামূল্যে কোর্স করার সুযোগ প্রদান করেছেন। বাংলাদেশ সরকার বেকারত্ব সমাধান ফ্রিল্যান্সিং এই বিনামূল্যে র্কোস চালু করেছে। যেখানে বিনামূল্যে যে কেউ র্শতাবলী মেনে আবেদন করতে পারবে এবং ফ্রিল্যান্সিং শিখতে পারবে। মূলত এই র্কোসকে সরকারি ফ্রিল্যান্সিং র্কোস বলে।
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স হল সরকারি ভাবে বাংলাদেশের বেকার তরুন তরুণীদের ফ্রিল্যান্সিং শেখানোর প্রজেক্ট । বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়েই দেখছি ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী হচ্ছে । আসলে ফ্রিল্যান্সিং এর মত এমন মুক্ত পেশা আপনি কোথাও পাবেন না । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
পৃথিবীর ৬৪% টপ রেটেড ফ্রিল্যান্সার হল বাংলাদেশী । তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশে ফ্রিল্যান্সিং কোন পর্যায় এ পৌঁছে গেছে । বাংলাদেশ সরকার ও ফ্রিল্যান্সিং এর প্রতি ভাল নজর দিয়েছে । বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার থেকে সরকারি ভাবে ফ্রিল্যান্সিং কোর্স চালু করা হয়েছে ।
আপনি ও চাইলে সরাকারি ফ্রিল্যান্সিং কোর্স এ ভর্তি হতে পারেন । আপনি কীভাবে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করবেন এর সকল প্রক্রিয়া নিচে হবে । (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন 

👉 ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

👉 ফ্রিল্যান্সিং কোথায় শিখবো

কিভাবে এবং কোথায় করবো সরকারি ফ্রিল্যান্সিং কোর্স

কিভাবে করবো সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২, ২০২৩: বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পেশা হল ফ্রিল্যান্সিং । বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১০০ বিলিয়ন ডলার আয় করছে । বাংলাদেশের অনেকেই এখন ফ্রিল্যান্সিং শেখার প্রতি আগ্রহী কিন্তু জানেন না কোথায় এবং কীভাবে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করবেন । 
বিভিন্ন সরকারি প্রজেক্টে ফ্রিল্যান্সিং কোর্স করানো হয় । নিচে বেশ কয়েকটি সরকারি প্রজেক্ট দেওয়া হল যেগুলো থেকে আপনিও ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
যেহেতু এটি সরকার কর্তৃক ফ্রিল্যান্সিং কোর্স এবং এর প্রজেক্ট বাংলাদেশ সরকারের পক্ষ হতে। তাই এই প্রজেক্ট গুলো কেন্দ্র করে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকে। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
প্রথমত আপনাকে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে ভালো ভাবে জেনে নিয়ে, নির্দিষ্ট একটি ফ্রিল্যান্সিং সেক্টর নির্বাচন করতে হবে। সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আবেদন সম্পূর্ণ করে রাখতে হবে। আবেদন গ্রহণ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের এত চাহিদা কেন?

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স এর এতো চাহিদা হওয়ার কারন হল এই কোর্স টি বিনামূল্যে করা যায় এবং কোর্স শেষে ইনকাম না হওয়া পর্যন্ত মেন্টর রা সাপোর্ট করে । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
এছাড়াও আপনি যদি কোর্স করে ভাল দক্ষতা অর্জন করেন তাহলে সরকার থেকে আপনাকে উপবৃত্তি প্রদান করবে ।
ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর সেই সাথে বেড়ে উঠছে ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত থাকা মানুষের সংখ্যাটাও। কারণ এখন প্রায় সবাই জানে, বর্তমান সময়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব। আর সে কারণেই মূলত বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং শিখার আগ্রহ বেড়ে চলছে। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
কিন্তু অনেকে আর্থিক সম্যার কারণে শিখতে পারছে না। যেহেতু সরকার ফ্রি তে এই র্কোসকরার সুযোগ দিয়েছে। যার ফলে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের চাহিদা দিন দিন বেড়েই চলছে

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স গুলো কি কি ২০২২-২০২৩

সরকার এখন পর্যন্ত অসংখ অনেক সরকারি ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছে। যথা:-

  1. লার্নিং এন্ড আর্নিং ডিভোল্পমেন্ট প্রোগ্রাম (LEDP)
  2. শেখ কামাল আইটি কোর্স
  3. শেখ রাসেল আইটি কোর্স
  4. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সিং কোর্স
  5. জন সংস্থান, কর্ম সংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো এর সরকারি কোর্স
  6. SEIP এর সরকারি ফ্রিল্যান্সিং কোর্স
  7. যুব উন্নয়ন এর ফ্রিল্যান্সিং কোর্স
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই কোর্স গুলো চলছে । আপনি চাইলে যেকোনো একটি কোর্স এ বিনামূল্যে ভর্তি হতে পারবেন এবং কোর্স শেষে ১০,০০০ টাকা উপবৃত্তি পাবেন ।

লার্নিং এন্ড আর্নিং সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩

লার্নিং এন্ড আর্নিং এটি একটি জেলা কেন্দ্রিক সরকারি ফ্রিল্যান্সিং কোর্স। যেখানে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখানো হয়। সরকারি অর্থায়নে লার্নিং এন্ড আর্নিং প্রোগ্রাম এর মাধ্যমে দেশের যেকোনো জেলা থেকে অনলাইনে এই কোর্স টি করা যাচ্ছে। লার্নিং এন্ড আর্নিং বাংলাদেশ সরকারের ফ্রিল্যান্সিং কোর্স এর একটি বড় প্রজেক্ট এর একটি অংশ। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে সম্পূর্ণ সরকারি অনুদানে বাংলাদেশ সবচেয়ে বড় আইটি স্কিল ট্রেনিং পদ্ধতি হচ্ছে “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। এই আওতায় কর্মসংস্থানের সুযোগসহ ৫০ দিনব্যাপি (২০০ ঘণ্টা) প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং সুযোগ। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

লার্নিং এন্ড আর্নিং (LEDP) কোর্স করার নিয়ম বা শিখার নিয়ম ২০২২-২০২৩

লার্নিং এন্ড আর্নিং (LEDP) কোর্স মূলত একটি সরকারি ফ্রিল্যান্সিং কোর্স । লার্নিং এন্ড আর্নিং কোর্স করার জন্য আপনাকে প্রথমে একটা ফরম পূরণ করতে হবে অনলাইনে । LEDP এর সাইটে গিয়ে ফরম পূরণ করা। পরের ধাপ হলো, আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে কেমন ধারণা আছে বা ফ্রিল্যান্সিং কাজ গুলোর প্রাথমিক (বেসিক) কিছু জানেন কিনা। এই জন্য কিছু সময়ের জন্য পরীক্ষা টেস্ট দিতে হয়। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
পরীক্ষা টেস্ট যদি পাস করেন তাহলে কোর্স টি করতে পারবেন । এই কোর্স টি আপনি বাংলাদেশের যেকোনো জেলায় থেকে অনলাইন এর মাধ্যমে ঘরে বসে করতে পারবেন। আবার উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েও এই কোর্স টি করতে পারবেন । এই কোর্স এ আপনি যা যা শিখতে পারবেন
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন এবং ডিভলমেন্ট

লার্নিং এন্ড আর্নিং (LEDP) কোর্স এ ভর্তি হতে কি কি লাগে ২০২২-২০২৩

এই কোর্স এ ভর্তি হতে লাগবে ভোটার আই ডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি । পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার হাতে লেখা সিগনেচার । অবশ্যই ইন্টারনেট যুক্ত নিজের কম্পিউটার অথবা মোবাইল ফোন থাকতে হবে । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন 

👉 শিলা কাকে বলে 

👉 মেঘ কাকে বলে

SEIP সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩

SEIP এর সম্পূর্ন অর্থ Skill for Employment Investment Program. যা সরকারি ফ্রিল্যান্সিং শেখার জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান। এখানে ভর্তি হয়ে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার গড়া অন্যতম সুযোগ রয়েছে। তাই, ঘরে বসে অনলাইনে নিজের দক্ষতার মাধ্যমে হাজার থেকে লাখ টাকা আয় করতে এখনই শুরু করুন সরকারি ফ্রিল্যান্সিং কোর্স। (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

SEIP সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করার নিয়ম বা শেখার নিয়ম ২০২২-২০২৩

বাংলাদেশের তরুণদের ফ্রিল্যান্সিং বিষয়ে স্কিল ডিভোল্পমেন্ট করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এই কোর্স টি চালু করে । SEIP সরকারি ফ্রিল্যান্সিং কোর্স এ আপনি বিনামূল্যে ভর্তি হতে পারবেন এবং কোর্স শেষে ১০,০০০ টাকা পাবেন । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
এই কোর্স টি করার জন্য SEIP এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে ।
এছাড়াও আপনি নিকস্থ সরকারি পলিটেকনিক এ গিয়ে SEIP এর প্রশিক্ষণ বিষয়ে খোঁজ নিতে পারেন । কখন এবং কবে এই কোর্স শুরু হয় ইত্যাদি বিষয়ে জানতে পারবেন । (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

SEIP সরকারি ফ্রিল্যান্সিং ভর্তি কোর্স করতে কি প্রয়োজন ২০২২-২০২৩

এই কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষা গত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং মোটামুটি কম্পিউটার সর্ম্পকে ধারণা থাকতে হবে। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
Skill for Employment Investment Program (SEIP) কোর্স এ ভর্তি হতে আপনার বেশ কিছু কাগজ পত্র প্রয়োজন হবে । এইচ এস সি এবং এস এস সি এর সার্টিফিকেট এর ফটো কপি, ন্যাশনাল আই ডি কার্ড, ইনকাম ট্যাক্স এর রশিদ, পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার । এছাড়া অবশ্যই ইন্টানেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস থাকতে হবে ।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

সরকারি ফ্রিল্যান্সিং কোর্সে কি কি শেখানো হয় ২০২২-২০২৩

সরকারি ফ্রিল্যান্সিং কোর্সে ফ্রিল্যান্সিং করতে যে দক্ষতা গুলো প্রয়োজন সব কিছুই সেখানো হয় । অনেক গুলো বিষয়ের উপর কোর্স করানো হয় । এখন আপনার যে বিষয়ে আগ্রহ আছে সেই বিষয় টি বেছে নিতে হবে । কারন আপনার আগ্রহ না থাকলে আপনি ফ্রিল্যান্সিং এর জগতে টিকে থাকতে পারবেন না । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

  1. গ্রাফিক্স ডিজাইন
  2. ওয়েব ডিজাইন এবং ডিভোলম্পেন্ট
  3. পোগ্রামিং
  4. মাক্রোসফট অফিস এপ্লিকেশন
  5. বেসিক স্পোকেন ইংলিশ
  6. অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স
  7. সাইবার সিকিউরিটি

সরকারী ফ্রিল্যান্সিং কোর্স করতে কি কোন খরচ আছে?

আপনি জানলে অবাক হবেন যে, সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে আপনাদের কোনো রকম টাকার প্রয়োজন হবে না। কারণ সরকার বেকারত্ব দূর করার জন্যই সরকারি ফ্রিল্যান্সিং কোর্স গুলো চালু করেছে।
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে কোন প্রকার টাকা পয়সা লাগে না । আপনি যদি সরকারি ফ্রিল্যান্সিং কোন কোর্স এ ভর্তি হন তাহলে কোর্স শেষে ১০,০০০ টাকা উপবৃত্তি পাবেন।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় 

ফ্রিল্যান্সিং র্কোস করার আগে, আপনি কোন বিষয়টি নিয়ে দক্ষতা অর্জন করতে চান? সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে হবে। বর্তমানে ২০২২ এ সরকারি ফ্রিল্যান্সিং কোসে রয়েছে এসইও মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ড প্রেস সহ আরো বেশ কিছু কোর্স।
আপনি যে কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করতে পারলে শুধু তা দিয়েই গড়ে তুলতে পারবেন ক্যারিয়ার। তাই সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করার র্পূবে ঠিক করুন আপনার আগ্রহটা কোথায় এবং কোন বিষয়ে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সেটি করতে চাচ্ছেন? (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
সরাকারি ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য প্রস্তুতি নেওয়ার তেমন কিছু নাই । উপরে দেওয়া ঐ সমস্ত প্রজেক্ট এ যখন কোর্স শুরু হবে তখন আপনাকে আবেদন করতে হবে । বেশির ভাগ কোর্স ১ মাসের হয়ে থাকে তাই ১ মাস যাতে আপনার বাড়িতে ইন্টারনেট ব্যবস্থা ভালো থাকে এবং কম্পিউটার অথবা মোবাইল ঠিক থাকে । তাহলেই আপনি অনলাইনে খুব ভাল ভাবে কোর্স টি শেষ করতে পারবেন ।

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন 

👉 ভিটামিন কে নামকরণ করেন?

👉 ক্লাস নাইন লাইফ সাইন্স

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে কী কী যোগ্যতা লাগে?

প্রত্যেকের মনেই প্রশ্ন আসতে পারে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করতে মনে হয় অনেক বেশি শিক্ষিত হতে হয় । তবে এই ধারনা টা ঠিক না । ফ্রিল্যান্সিং শিখতে তেমন কোন যোগ্যতা লাগে না তবে ব্যাসিক যোগ্যতা অবশ্যই থাকতে হবে । যেমন
যেমন এস. এস. সি অথবা এইস এস সি পাশ সার্টিফিকেট (সনদপত্র) এবং ইংরেজি ভাষার ব্যাসিক জ্ঞান। কারন অনলাইনে কাজ করতে হলে আপনার অবশ্যই ইংরেজি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে। তবে ব্যাসিক ইংরেজি জ্ঞান না থাকলে তো এই কোর্স করতে পারবেন। কোর্স করার সাথে সাথে ইংরেজি টাও আপনাকে শিখতে হবে তাহলে ফ্রিল্যাসিং করতে পারবেন । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

বর্তমান সময়ে আপনার জন্য কোন সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ভালো হবে

বর্তমানে দেখছি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন । এই দুইটা কোর্স জনপ্রিয় হওয়ার কারন হল আপনি অনলাইনের যে প্রান্তেই যান না কেন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন এর কাজ দেখতে পাবেন ।
যেমন ধরুন, আপনি যদি এখন অনলাইনে একটা বিজনেস করতে যান তাহলে অবশ্যই একটা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া এর সঠিক ব্যবহার জানতে হবে । আর এখানেই রয়েছে এই দুইটা বিষয়ের কাজ । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
এই সমস্ত ওয়েব সাইটে প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই ডিজিটাল মারকেটার দরকার । আর আপনি নিজেও জানেন বাংলাদেশে অনলাইন বিজনেস কীভাবে আগাচ্ছে । সামনের দিন গুলো তে আরো বাড়বে ।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
এই প্রতিটা প্রোডাক্ট এর অবশ্যই ইমেজ দরকার । আর প্রোডাক্ট ইমেজ এর ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে কাস্টমার প্রোডাক্ট এর ইমেজ দেখেই চলে যাবে কিনবেই না তাই অনলাইন জগতে গ্রাফিক্স ডিজাইন ও খুব প্রয়োজন ।
এছাড়াও গ্রাফিক্স ডিজাইন এর আরো অনেক বড় বড় সেক্টর রয়েছে যেমনঃ বিভিন্ন ধরনের গাড়ি এর থ্রি ডি ডিজাইন, বাড়ি ডিজাইন, বিভিন্ন কোম্পানি এর লোগো ডিজাইন ইত্যাদি । গ্রাফিক্স ডিজাইন একটি বহুমুখি ইন্ড্রাস্টি । এই সেক্টরে কাজের বর্ণনা বলে শেষ করা যাবে না । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স কেন এত জরুরি ?

বর্তমানে সার্টিফিকেট এর চেয়ে দক্ষতা এর মূল্য বেশি । বাংলাদেশের চাকরি এর যে বাজার তাতে আপনার ভালো একটা চাকরি কবে হবে তা জানেন না ।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)


আপনার যদি ফ্রিল্যান্সিং এর উপর দক্ষতা থাকে তাহলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । সাধারণত একটা কোর্স বেসরকারি ভাবে করতে গেলে সর্বনিম্ন ৫-১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয় । এইজন্য বিনামূল্যে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স জরুরি । 

ফ্রিল্যান্সিং মানেই মুক্ত পেশা। যেখানে নিজ ইচ্ছে মত কাজ করা যায়, পার্ট টাইম বা ফুল টাইম। এখানে ধরা বাধা কোন কাজ থাকে না এবং পড়াশোনা ও চাকরির পাশাপাশিও করা যায়। যা একজন ছাত্রকে স্বাবলম্বী ও ক্যারিয়ার গড়তে সাহায্য করে। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

সরকার মূলত বেকারত্ব নিরসনে সরকারি ফ্রিল্যান্সিং র্কোস চালু করেছেন। একজন ছাত্রকে স্বাবলম্বী ও বেকারত্বের অভিশাপ থেকে বাচতে অবশ্যই সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের দরকার আছে।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন 

👉 নবম শ্রেণীর জিবন বিজ্ঞান প্রথম অধ্যায়

👉 মৃত্তিকা সৃষ্টিতে খনিজ এর ভুমিকা ব্যাখা করো

কোর্স শেষে কীভাবে টাকা ইনকাম করবেন ২০২২-২০২৩

সরকারি ফ্রিল্যান্সিং কোর্স শেষে আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে বিভিন্ন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সিং বাজার গুলোতে কাজ করতে পারবেন । আপনি চাইলে ফাইবার দিয়ে শুরু করতে পারবেন । এছাড়াও আরো অনেক মার্কেট প্লেজ রয়েছে যেমনঃ

  1. Upwork
  2. People per hour
  3. Guru
  4. Freelancer
  5. Delancer
  6. Toptal
  7. 99designs
  8. Simply Hired
  9. Flex Jobs
  10. Aquent

ইনকাম মুলত নির্ভর করে আপনি কেমন দক্ষতা অর্জন করেছেন। অনুগ্রহ করে, তাই আগে সঠিক ভাবে দক্ষতা অর্জন করুন তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবেন ফ্রিল্যান্সিং করে ।

শেষ কিছু কথা (সরকারি ফ্রিল্যান্সিং কোর্স)

সবশেষে একটা কথাই বলতে চাই এই কোর্স টি বাংলাদেশের শিক্ষিত বেকার দের জন্য অনেক বড় একটা সুযোগ । কারন অনেকেরই টাকা দিয়ে কোর্স করার মত সামর্থ্য নাই । আবার ভাল মত কোর্স শেষ করে যদি দক্ষ হতে পারেন তাহলে ভালো অর্থ উপার্জন করতে পারবেন । (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২২-২০২৩ আর্টিকেল টি পরে যদি আপনার সামান্য উপকার ও হয় তাহলে কমেন্ট এ জানাবেন । সবাই ভাল থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত ।  (সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২২)
শেষ কথা:- আপনি যদি ব্যক্তিগতভাবে এই পোস্টটি পছন্দ করেন, তবে অনুগ্রহ করে পোস্টের নীচে মন্তব্য বক্সে আপনার মতামত জানাবেন।
প্রিয় পাঠক” আজকের এই আর্টিকেলে আমরা সরকারি ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে যাবতীয় ইত্যাদি সব বিষয়ে বিস্তারিত ভাবে সহজ ও সাবলীল ভাষায় আলোচনা করার চেষ্টা করেছি। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)
আশা করছি, এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের মনের সকল প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন এবং আপনার মনের সকল প্রশ্নের সঠিক ও সহজ ভাষার উত্তর গুলো জেনে নিন, ধন্যবাদ। (সরকারি ফ্রি অনলাইন কোর্স ২০২২)

NEXT POST

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button