GK

সমস্ত চাকরির পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে নিয়ে আজ আলোচনা করব।

 সমস্ত চাকরির পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে নিয়ে আজ আলোচনা করব।

সমস্ত চাকরির পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে নিয়ে আজ আলোচনা করব।
সমস্ত চাকরির পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে নিয়ে আজ আলোচনা করব।

হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই,

আজ আমরা কিছুই স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক।
1. কোন সংস্থা বা সংগঠন তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে?
উত্তর:-আন্তর্জাতিক রেডক্রস কমিটি।

**মনে রাখার বিষয়:-বিভিন্ন সংগঠন বা সংস্থা গুলির মধ্যে তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়ে শীর্ষে আছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। 1917,1944,1963, সালে নোবেল শান্তি পুরস্কার পায়।


*****সদর দপ্তর:-জেনেভা, সুইজারল্যান্ড।
2. ভারতের সবুজ বিপ্লব কিসের সঙ্গে তুলনা করা হয়?
উত্তর:-গম ও চাল উৎপাদনে ।
3. ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর:-এম এস স্বামীনাথান ।
4.কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
উত্তর:-61 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
5. কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?
উত্তর:-পুলিনবিহারী দাস।
6.1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করে কোথা থেকে?
উত্তর:-সবরমতী আশ্রম থেকে। (এই আন্দোলনকে দান্ডি মার্চ নামে পরিচিত করা হয়)
7. 1928 সালে বরদৈলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর:-সরদার বল্লভ ভাই প্যাটেল। (এ কে ভারতের লৌহ মানব বলা হয়)

8. কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী?
উত্তর:-ভিটামিন সি। (এই ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়)।


9. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি?
উত্তর:-আরাবল্লী পর্বত।
10. ওপেক(OPEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-ভিয়েনা।
**OPEC FULL FROM:-ORGANIZATION OF THE  PETROLEUM EXPORTING COUNTRIES.
11. কোন পদার্থ জলে দিলে তাপ উৎপন্ন করে?
উত্তর:-কলিচুন। (কলিচুন কে মিল্ক অফ লাইম এবং লাইম ওয়াটার বলা হয়)। 


12.2021 সালের G-7 হোস্ট করবে কোন দেশ?
উত্তর:-UK
13. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু  দেশ ত্যাগ করেছিলেন?
উত্তর:-1941।
14. অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?
উত্তর:-গুপ্ত বংশ।
15. 2021 সালের জানুয়ারি অনুযায়ী ISRO চেয়ারম্যান কে?
উত্তর:-কে সিভান।
16.ভারতের কোথায় সর্বোচ্চ উচ্চতায় আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে?
উত্তর:-লেহ তে।
17. সম্প্রতি player of the century অ্যাওয়ার্ড পেলেন কে?
উত্তর:-ক্রিস্টিয়ানো রোলান্ডো।
18. DRDO কবে 63 তম প্রতিষ্ঠা দিবস পালন করে?
উত্তর:-1st জানুয়ারি।
19. এইচআইভি সংক্রমণ নিচের কোনটি তারা শুধুমাত্র ছড়াতে পারে?
উত্তর:-অন্যের রেজার ব্যবহার করলে।
20. জনপ্রিয় হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে?
উত্তর:-নারায়ন দেবনাথ।
এই প্রশ্ন এবং উত্তর গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সঙ্গে এই প্রশ্নের উত্তর গুলো শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়।

Thank you so much for you watching content.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button