সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-৬ এবং অধ্যায়-৭ এর নমুনা প্রশ্নোত্তর | Class-7 Pathon Setu Histoey Addyoy-6, 7 Numuna Proshno Uttor Solve
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-৬ প্রাচীন ভারতে সমাজ, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পের বিকাশ বিষয়ের প্রশ্ন উত্তর গুলো এই আর্টিকেলের মধ্যে আমি সলভ করে দেখিয়েছি । আমি আশা করব এই আর্টিকেলটি তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো আমরা নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নিয়।
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-৬ প্রাচীন ভারতে সমাজ, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পের বিকাশ
অধ্যায়ের নমুনা প্রশ্নোত্তর গুলো এই আর্টিকেলের মাধ্যমে শেয়ার করে দিয়েছি আমি আশা করবো তোমরা এই আর্টিকেলটি পড়ে তোমাদের বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুব সহজে সলভ করে নিতে পারবে তো চলুন নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নিয় ।
১. নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো :
(ক) বৈদিক শিক্ষা ছিল ___________________ ।
উত্তরঃ- ব্যক্তিগত ।
(খ) মেঘদূতম কাব্যটি লিখেছেন __________________ ।
উত্তরঃ- কালিদাস ।
(গ) চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত একটি গ্রন্থ হল _________________ ।
উত্তরঃ- কালিদাস ।
(ঘ) গুহাচিত্রের জন্য বিখ্যাত হল ______________________ ।
উত্তরঃ- ভীমবেটকা ।
২. অতি সংক্ষেপে লেখো একটি-দুটি বাক্যে) :
(ক) কাদের শাসনকালে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়?
উত্তরঃ- গুপ্ত সম্রাটদের শাসনকালে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয় ।
(খ) কোন চীনা পরিব্রাজক নালন্দাতে পড়াশোনা করেছিলেন ।
উত্তরঃ- ইউয়েন সাং ।
(গ) তক্ষশিলা কোথাকার রাজধানী ছিল?
উত্তরঃ- গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশীলা ।
(ঘ) ‘পঞতন্ত্রের’ লেখক কে?
উত্তরঃ- পঞতন্ত্রের’ লেখক বিশুশর্মা ।
(ঙ) ‘বুদ্ধচরিত’ কে লিখেছেন?
উত্তরঃ- ‘বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ ।
(চ) কৌটিল্যের লেখা বইটির নাম কী?
উত্তরঃ- কৌটিল্যের লেখা বইটি হলো অর্থশাস্ত্র ।
(ছ) ‘মুদ্রারাক্ষস’ নাটকটির লেখক কে?
উত্তরঃ- মুদ্রারাক্ষস নাটকটির লেখক হলো বিশাখ দত্ত ।
(জ) ‘সূর্যসিদ্ধান্ত’ বইটির লেখক কে?
উত্তরঃ- সূর্যসিদ্ধান্ত বইটি লেখক বরাহমিহির ।
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-৭ এর নমুনা প্রশ্নোত্তর এক নজরে প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতা
১. অতি সংক্ষেপে লেখো (একটি – দুটি বাক্যে) :
(ক) মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন নদীর মাঝে গড়ে উঠেছে?
উত্তরঃ- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা নদীর তীরে গড়ে ওঠে ।
(খ) মিশরীয় লিপিকে কী বলা হয়?
উত্তরঃ- মিশরীয় লিপিকে হায়রোগ্লিফের লিপি বলা হয় ।
(গ) পাহাড়ে ঘেরা গ্রীসের ছোট ছোট রাজ্যগুলিকে কী বলা হতো?
উত্তরঃ- পাহাড়ে ঘেরা গ্রিসের ছোট ছোট রাজ্যগুলিকে বলা হয় নগররাষ্ট্র বা পলিস
(ঘ) মিশরের শাসকদের কী বলা হতো?
উত্তরঃ-মিশরের শাসকদের বলা হত ফ্যারাও ।
ঙ) ইন্দো-গ্রীক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন কে?