Geography
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো? Mrittika Srishtite Khonijer Bhumika Kii
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো?
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো..Mrittika Srishtite Khonijer Bhumika Kii…
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো? Mrittika Srishtite Khonijer Bhumika Kii |
1. মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো?
উত্তরঃ-মৃত্তিকা সৃষ্টিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট ৷লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপর স্তর বেশ শক্ত ও লাল হয় । আবার জিপসাম যুক্ত ভূমি নরম হালকা হলুদ রং এর হয় |
নরম ক্যালসাইট থাকলে চুনাপাথরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবন হয় । খনিজ তেল প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই স্থান যথেষ্ট নরম ও প্রবেশ্য পাললিক শিলা দ্বারা তৈরি হতে থাকে অতিরিক্ত খনির যুক্ত মাটির উর্বরতা কম, ফলে চাষবাস ভালো হয় না । এই হল মৃত্তিকা সৃষ্টিতে খনজের ভূমিকা ।