Geography
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো? Mrittika Srishtite Khonijer Bhumika Kii
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো?
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো..Mrittika Srishtite Khonijer Bhumika Kii…
![]() |
মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো? Mrittika Srishtite Khonijer Bhumika Kii |
1. মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো?
উত্তরঃ-মৃত্তিকা সৃষ্টিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট ৷লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপর স্তর বেশ শক্ত ও লাল হয় । আবার জিপসাম যুক্ত ভূমি নরম হালকা হলুদ রং এর হয় |
নরম ক্যালসাইট থাকলে চুনাপাথরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবন হয় । খনিজ তেল প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই স্থান যথেষ্ট নরম ও প্রবেশ্য পাললিক শিলা দ্বারা তৈরি হতে থাকে অতিরিক্ত খনির যুক্ত মাটির উর্বরতা কম, ফলে চাষবাস ভালো হয় না । এই হল মৃত্তিকা সৃষ্টিতে খনজের ভূমিকা ।