History
ভারতের সংবিধান কি এবং কাকে বলে তা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব । What is constitution .
ভারতের সংবিধান কি এবং কাকে বলে তা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব
‣:-সংবিধান :-সংবিধান হল রাষ্ট্রপরিচালনার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধি-বিধান বা নিয়ম কানুন থাকে তাকে সংবিধান বা শ্বসনতন্ত্র বলা হয়।
*সংবিধানের প্রকারভেদ :- সংবিধান সাধারণত দুই ধরনের
1. লিখিত সংবিধান (written constitution ) I
2. অলিখিত সংবিধান (unwritten constitution) I
👉 লিখিত সংবিধান কাকে বলে :- দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলো অধিকাংশ বা সবগুলো একটি বা কয়েকটি দলিলের লিপিবদ্ধ করা থাকে তাকে লিখিত সংবিধান বলা হয়।
উদাহরণ:-ভারত ,মার্কিন যুক্তরাষ্ট্র ,সুইজারল্যান্ড এই সব দেশের সংবিধান লিখিত সংবিধান।
👉 অলিখিত সংবিধান কাকে বলে:- শাসন সংক্রান্ত মৌলিক নীতি গুলি যখন প্রথা আচার-ব্যবহার রীতিনীতি ও বিচারালয়়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে অলিখিত সংবিধান বলে।
উদাহরণ:-ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব। এই সব দেশের লীগ সংবিধান অলিখিত।
👉:- 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে মূলনীতির ভিত্তিতে গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়।
👍👍
🏃🏃🏃🏃🏃
ভারতীয় সংবিধানের প্রথম কোথায় থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন-উত্তর সলভ করব।
MCQ.
1. গণপরিষদ কবে গঠিত হয়?
উত্তর:-1946 খ্রিস্টাব্দে।
2. কোন কমিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়?
উত্তর:-ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ভিত্তিতে।
3. দেশে গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তুলেছিল?
উত্তর:-মানবিন্দ্র রায়।(M.N.Roy)
4. গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে ছিল?
উত্তর:-1946 সালের 9th December।
5. গণপরিষদের মোট কতবার অধিবেশন হয়েছিল?
উত্তর:-11 বার।
6. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল?
উত্তর:-1950 সালের 24 th January।
7. গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল?
উত্তর: -শচীনন্দ সিনহা ।
8. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:-ডঃ রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11th December.।
9.****কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিল না?
উত্তর:-মহাত্মা গান্ধী।
10. গণপরিষদের প্রতীক চিহ্ন কি?
উত্তর:-হস্তী বা হাতি।
https://saifuddin1998.blogspot.com
Coming soon part -2
saifuddin1998.blogpost.com এই সাইটে ক্লিক করলে সমস্ত ধরনের কম্পিউটার এক্সামের জন্য জেনারেল নলেজ থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
https://saifuddin1998.blogspot.com