ভারতের ভূগোল পার্ট 2
হ্যালো বন্ধুরা ,
আজ আমরা আলোচনা করব ভারতের ভূগোলের পর্বত শৃঙ্গ পর্বতমালা এবং কিছু অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক।
1. ভারতের হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত?
উত্তর:-ভঙ্গিল পর্বত।
2. হিমালয় পর্বতমালা থেকে উৎস নদী গুলির নাম কি?
উত্তর:-সিন্ধু ,গঙ্গা ,ব্রহ্মপুত্র।
3. ইউরোপের আল্পস ও জুড়া কোন শ্রেণীর পর্বত?
উত্তর:-ভঙ্গিল পর্বত।
4. গ্রস্ত উপত্যকা কোন শ্রেণীর পর্বতে দেখা যায়?
উত্তর:-স্তুপ পর্বত।
5. জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত এর উদাহরণ?
উত্তর:-স্তুপ পর্বত।
6. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও?
উত্তর:-পোপো।
7. ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কি?
উত্তর:-ব্যারেন দ্বীপ।
8. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি?
উত্তর:-মৌনালৌয়া।
9. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও?
উত্তর:-আরাবল্লী।
10. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর:-দাফাবুম।