Geography

ভারতের ভূগোল পার্ট ২

 

ভারতের ভূগোল পার্ট ২

1. পৃথিবীর আবর্তন বেগ কোন অঞ্চলে সবচেয়ে বেশি?

উত্তর:-নিরক্ষীয় অঞ্চলে।

2. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?

উত্তর:-পশ্চিম থেকে পূর্ব দিকে।

3. অপসূর অবস্থান এ পৃথিবীর পরিক্রমণ বেগ কম না বেশি?

উত্তর:-কম হয়।

4. পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে?

উত্তর:-21 শে মার্চ ও 23 সেপ্টেম্বর।

5. 21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর কে কি বলা হয়?

উত্তর:-21 শে মার্চ কে বলা হয় মহাবিষুব ও 23 শে সেপ্টেম্বর কে বলা হয় জলবিষুব।

6. বিষুব কথার অর্থ কি?

উত্তর:-সমান।

7. সূর্য কবে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

উত্তর:-21 জুন।

8. সূর্য কবে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

উত্তর:-22 ডিসেম্বর।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button