Geography

ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম ,উচ্চতম ,দীর্ঘতম, ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা

ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম ,উচ্চতম ,দীর্ঘতম, ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা

ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম ,উচ্চতম ,দীর্ঘতম, ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা । 

1. ভারতের বৃহত্তম রাজ্য———– রাজস্থান 

2.ভারতের ক্ষুদ্রতম রাজ্য ———-গোয়া ।

3.ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য —–উত্তর প্রদেশ।

4.ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য ——সিকিম। 

5.ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য—— বিহার ।

6.ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ————————_অরুণাচল প্রদেশ|

7. ভারতের শিক্ষার হার সর্বোচ্চ যে রাজ্যে ———কেরল।

8.ভারতের মহিলা শিক্ষার হার সর্বোচ্চ যে রাজ্যে ——–_—-কেরল।

9. ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত  অঞ্চল ————–দিল্লি। 

10. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল >>>>লাদাখ|

11.ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল> >>>>>>>লাক্ষাদ্বীপ|

12. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল->লাক্ষাদ্বীপ।

13. ভারতের উচ্চতম বিমানবন্দর>>>>>> লেহ|

14.ভারতের বৃহত্তম জেলা >>>>>>>কচ্ছ (গুজরাত)|

15.ভারতের ক্ষুদ্রতম জেলা>>>>>>মাহে (পুদুচেরি)|

16.ভারতের বৃহত্তম কারাগার >>>তিহার জেল (দিল্লি)|

17.ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু >>>>>>>>>>>রবীন্দ্র সেতু /হাওড়া ব্রিজ|

18.ভারতের বৃহত্তম জাদুঘর >>>>>>>>>>>>ভারতীয় জাদুঘর কলকাতা|

19.ভারতের বৃহত্তম ব-দ্বীপ >>>>>>>সুন্দরবন|

20.ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান >>>>>>>>>আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিকাল গার্ডেন ,শিবপুর|

ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা প্রস্তুতির জন্য জেনারেল স্টাডিজ থেকে 50 নম্বরের প্রশ্ন এসে থাকে |আমার এই চ্যানেলটিতে প্রত্যেকদিনরাত 8:00pm সময় জেনারেল স্টাডিজ প্রশ্নের উত্তর দিয়ে থাকি যা 100% পারসেন্ট কমন যোগ্য|এবং আমি নিজেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি|এবং সব থেকে বেশি ইম্পরটেন্ট প্রশ্ন গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি ।

এই প্রশ্নের উত্তর গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে । এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ  ওয়েব সাইট ভিসিট করবেন।


Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button