History

বিভিন্ন পরীক্ষায় খেলাধুলা থেকে বিগত কয়েক বছরে আসা প্রশ্ন এবং উত্তর

বিভিন্ন পরীক্ষায় খেলাধুলা থেকে বিগত কয়েক বছরে আসা প্রশ্ন এবং উত্তর

1. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর :-  রাঁচি ৷

২.আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি,  2013 – এর ‘ম্যান অব্ দ্য সিরিজ ‘কে নির্বাচিত হন ?

উত্তর: – শিখর ধবন ৷

3.বাস্কেটবল খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় ?

উত্তর :- 5 জন ৷

4. লন্ডন অলিম্পিক , 2012 -এ কোন্‌ ভারতীয় শুটিং প্রতিযোগিতায় রুপো পেয়েছেন ?

 উত্তর :- বিজয় কুমার ৷

5. প্রথম কোন্‌ ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছিলেন ?

উত্তর :- অভিনব বিন্দ্রা ।

6. মহেশ ভূপতি কোন্‌ খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর :- লন টেনিস ৷

7. কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপটেন ছিল ?

উত্তর :- সি কে নাইডু ৷

৪. টাইগার উডস হলেন ?

উত্তর :- গলফ চ্যাম্পিয়ন ।

9.  ‘গ্রিন পার্ক’ স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর :- কানপুর ।

10. ‘ব্রেস্টস্ট্রোক ‘শব্দটি কোন্‌ খেলার সঙ্গে জড়িত ?

উত্তর :- সাঁতার ৷

11. কোন্ ব্যাক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নয় ?

উত্তর :- মিহির সেন ৷ 

12 . বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন্‌ খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর :- ফুটবল ৷

13. ‘অ্যাসেজ ‘শব্দটি কোন্‌ খেলার সঙ্গে জড়িত ?

উত্তর :- ক্রিকেট ৷

14.কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?

উত্তর :-নিউ দিল্লি ৷

15 .2011 ফিফা ব্যালন ডি’অর পুরস্কার পান কোন খেলোয়ার?

উত্তর :-লিওনেল মেসি৷

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button