বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য|| Features of different planets.
মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করে এদের গ্রহ বলা হয় ৷ প্রতিটি গ্রহের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে | বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য |
সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য
আজকের আলোচনার বিষয় হলো সৌরজগতের আটটি গ্রহ নিয়ে ৷
প্রথম সৌরজগতের আটটি গ্রহ সম্পর্কে জানার আগে গ্রহ কাকে বলে, গ্রহ কি ,সে সম্পর্কে একটু ডিটেইলস জেনে নিয়৷
গ্রহ কি(what is planets):
মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করে এদের গ্রহ বলা হয় ৷
গ্রহের বৈশিষ্ট্য :-
1.গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই ৷
2.গ্রহ-নক্ষত্রের আলোয় আলোকিত হয় ৷
3.গ্রহগুলির নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে ৷
4.গ্রহ-নক্ষত্রের থেকে অনেক ছোট হয় ৷
এছাড়া গ্রহ গুলো কে দুটি ভাগে ভাগ করা হয়েছে অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহ ৷
* অন্তস্ত গ্রহ কাকে বলে :-
সৌর পরিবারের ভিতরের দিকে যেসব গ্রহ গুলি থাকে তাদের অন্তঃস্থ গ্রহ বলা হয় | যেমন :- বুধ শুক্র পৃথিবী মঙ্গল ৷
———————————————————————————————————————————————————————————————————————————————————-
* বহিঃস্থ গ্রহ কাকে বলে(What is an outer planet): –
সৌর পরিবারের বাইরের দিকে যেসব গ্রহ গুলি থাকে তাদের বহিঃস্থ গ্রহ বলা হয় যেমন বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ৷
———————————————————————————————————————————————————————————————————————————————————-
*সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারদিকে এবং সেইসঙ্গে সূর্যের চারদিকে ঘুরছে ৷কেবলমাত্র শুক্রগ্রহ বাদে প্রত্যেকটি গ্রহণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে ৷
সৌরজগতের গ্রহদের মজার কথা জানব ৷
বর্তমানে সৌরজগতের আটটি গ্রহ আছে যথা :-বুধ ,শুক্র, পৃথিবী ,মঙ্গল, বৃহস্পতি, শনি ,ইউরেনাস ও নেপচুন ৷
বুধ (Mercury):-
বুধ গ্রহের বৈশিষ্ট্য (Mercury features):-
- সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ ৷
- সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিমি ৷
- এই গ্রহের রং হচ্ছে ধূসর ৷
- এই গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে ৷
- ত্রই বুধ গ্রহ টি সূর্যের যেদিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেট ৷
- বুধের আবর্তনের সময় হল 58 দিন 17 ঘণ্টা ৷
- প্রতি এক বছর হতে সময় লাগে 88 দিন ৷
- বুধের কোন উপগ্রহ নেই ৷
শুক্র গ্রহ(venus planets):-
শুক্র গ্রহের বৈশিষ্ট্য(Features of venus planets)?
- পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল শুক্র ৷
- এই শুক্র গ্রহ টি প্রায় পৃথিবীর সমান মাপের ৷
- সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.7কোটি কিমি ৷
- শুক্র কে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ৷
- সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলা হয় ৷
- গ্রহের কোন উপগ্রহ নেই ৷
- সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র 465 ডিগ্রী সেলসিয়াস ৷
- এই গ্রহে প্রচুর কার্বন-ডাই-অক্সাইড থাকায় এই গ্রহের উষ্ণতা বেশি ৷
______________________________________________________________________________________________________________________________________________________________________
পৃথিবী গ্রহ ( Earth planets) :-
পৃথিবী গ্রহের বৈশিষ্ট্য (Features of Earth planets):-
- সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিমি ৷
- পৃথিবী গ্রহের গড় তাপমাত্রা 15 ডিগ্রী সেলসিয়াস ৷
- পৃথিবী হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে ৷
- পৃথিবীর আবর্তন বেগ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড ৷
- পৃথিবীর পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ৷
- পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ মহাকাশ থেকে নীল রঙের দেখায় ৷
- পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ৷
মঙ্গল গ্রহ ( mars):-
মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য (Features of Mars)?
- সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিমি ৷
- মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড (লোহা)দেখতে পাওয়া যায় তাই মঙ্গলকে লাল গ্রহ বলা হয় ৷
- মঙ্গল গ্রহের তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতন এই গ্রহে প্রানের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল ৷
- মঙ্গলের আবর্তন বেগ 24 ঘন্টা 37 মিনিট ৷
- মঙ্গলের পরিক্রমণ 387 দিন অর্থাৎ মঙ্গল গ্রহে এক বছর হতে 387 দিন সময় লাগে ৷
- মঙ্গলের উপগ্রহের সংখ্যা 2 টি ৷
- মঙ্গল গ্রহের যে পাতলা বায়ুস্তর আছে তার প্রায়95.32% হল CO২ |
বৃহস্পতি ( Jupiter):-
বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্য? (Features of jupiter planets):-
- সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
- বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি ৷
- সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77.8 কোটি কিমি।
- বৃহস্পতি তাপমাত্রা:-( -150 ডিগ্রি সেন্টিগ্রেড) ৷
- বৃহস্পতির আবর্তন বেগ .9 ঘণ্টা 50 মিনিট ৷পরিক্রমণ বেগ 12 বছর ৷
- বৃহস্পতির উপগ্রহ সংখ্যা পদ্ধতি 69 টি ৷
- শুক্র হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে ৷
______________________________________________________________________________________________________________________________________________________________________
শনি (Saturn): –
শনি গ্রহের বৈশিষ্ট্য?(Features of Saturn planets)?
- সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিমি ৷
- শনির ঘনত্ব জলের থেকেও কম 0.7 গ্রাম / সেমি কিউব।
- শনির তাপমাত্রা -184 ডিগ্রী সেলসিয়াস ৷
- শনি আবর্তনের সময় 10 ঘন্টা 14 মিনিট ৷ (কোন বইয়ে 10 ঘন্টা দেওয়া আছে )
- সূর্যকে পরিক্রমণ করে 29 বছর 6 মাস ৷ ( 29.45 বছর)
- শনি গ্রহে ধূলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটি বলয় আছে ৷
- শনির উপগ্রহের সংখ্যা 62 টি ৷
______________________________________________________________________________________________________________________________________________________________________
ইউরেনাস (uranus ) :-
ইউরেনাস গ্রহের বৈশিষ্ট্য? (Features of Uranus planets?:-
- সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব 287 কোটি কিমি।
- ইউনেস গ্রহে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে আছে এবং এই কারণে ইউরেনাস গ্রহ সবুজ দেখায় ৷
- ইউনেস গ্রহের তাপমাত্রা মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ৷
- আবর্তন 17 ঘণ্টা 14 মিনিট 24 সেকেন্ড ৷
- সূর্যকে পরিক্রমণ করে 84.3 বছর ৷
- ইউরেনাসের 9 টি অস্পষ্ট বলয় যুক্ত ৷
নেপচুন (Neptune):-
নেপচুন গ্রহের বৈশিষ্ট্য? (Features of Neptune planets?
- নেপচুন গ্রহের প্রচুর পরিমাণে কোন হিলিয়াম গ্যাস থাকায় নীল দেখায় ৷
- এই গ্রহকে নীল গ্রহ বলা হয় ৷
- সূর্য থেকে দূরত্ব 449. 7 কোটি কিমি ৷
- নেপচুনের তাপমাত্রা -234 ডিগ্রি সেলসিয়াস ৷
- নেপচুনের আবর্তন 16 ঘন্টা 6 মিনিট 36 সেকেন্ড |
- মূত্রের পরিক্রমণ করে 165 বছর ৷ বা (164.79)বছর।
- সৌরজগতের শীতলতম গ্রহ |
- এবং সূর্য থেকে এর দূরত্ব সবচেয়ে বেশি |