Geography
প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য
প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য ঃ-
প্রচলিত শক্তি | অপ্রচলিত শক্তি |
১) প্রচলিত শক্তির উৎসগুলি ব্যবহারের প্রযুক্তি সহজলভ্য। | ১) অপ্রচলিত শক্তির উৎসগুলি ব্যবহারের প্রয়োজনীয় প্রযুক্তি সহজলভ্য হয় না। |
২) প্রচলিত শক্তির উৎসগুলি থেকে স্যাকারিন, বেঞ্জল ইত্যাদি উপজাত দ্রব্য পাওয়া যায়। | ২) অপ্রচলিত শক্তির উৎসগুলি থেকে এই ধরনের দ্রব্য পাওয়া যায় না। |
৩) প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয়। | ৩) অপ্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। |
৪) প্রচলিত শক্তি সঞ্চিত বা অপুনর্ভব সম্পদ, যা ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হতে পারে । | ৪) অপ্রচলিত শক্তি প্রবহমান সম্পদ, যা ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হয় না। |
৫) প্রচলিত শক্তির উৎস কয়লা, খনিজ তেল প্রভৃতি। | ৫) অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। |