History

পরাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা ও পরাধীন ভারতের সংবাদপত্র আজকের আলোচনার বিষয়

পরাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা ও পরাধীন ভারতের সংবাদপত্র আজকের আলোচনার বিষয় ৷

পরাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা ও পরাধীন ভারতের সংবাদপত

1.কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তর :-ওয়ারেন হেস্টিং, 1781 সালে ৷

2. 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :-লর্ড ওয়েলেসলি ৷

3.Liberator of press কাকে বলা হয় ?

উত্তর :-চার্লস মেটাকফ কে ৷

4.সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছে ?

উত্তর :-রাজা রামমোহন রায় ৷

5 .রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখ?

উত্তর :-সংবাদ কৌমুদী, বঙ্গদূত ,মিরাতুল আকবর ৷

6.বালগঙ্গাধর তিলক এর লেখা দুটি পত্রিকার নাম ?

উত্তর :-মারাঠা ও কেশরী ৷

7.অ্যানি বেসান্ত এর লেখা দুটি পত্রিকার নাম ?

উত্তর :-নিউ ইন্ডিয়া , কমন উইল ৷

8.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ?

উত্তর :-হরিশচন্দ্র মুখার্জী ৷

9.কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষা ক্ষেত্রে ব্যায় এর নির্দেশ দেওয়া হয় ?

উত্তর :- 1813 চাটার আইন এর দ্বারা ৷

10.কত সালে সরকারি ভাষা হিসেবে ফারসির পরিবর্তে ইংরেজি প্রচলন করা হয় ?

উত্তর :- 1835 সালে ৷

11.গান্ধীজীর লেখা বিখ্যাত পত্রিকা গুলির নাম কি ?

উত্তর :-হরিজন ,নবজীবন ,ইয়ং ইন্ডিয়া ৷

12 .আবুল কালাম এর রচিত দুটি পত্রিকার নাম কি ?

উত্তর :- আল হিলাল, আল বিলাগ ৷

13.অমৃতবাজার পত্রিকা কে প্রকাশ  করেন?

উত্তর :- মোতিলাল ঘোষ ও শিশির কুমার ঘোষ ৷

14.ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি?

উত্তর :- রুরকি (1847) ৷

15 .শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1880 সালে ৷

16.1854 সালে চার্লস উডের নির্দেশ গুলো কি কি ?

উত্তর :-উচ্চশিক্ষা ইংরেজি ভাষায় বিস্তার ও তিনটি প্রেসিডেন্সিতে বিদ্যালয় প্রতিষ্ঠা ৷

17.1882 সালে হান্টার কমিশন কেন নিয়োগ করা হয়েছিল?

উত্তর :-উডের নির্দেশ মানার প্রগতি পর্যবেক্ষণের জন্য ৷

18. 1902 সালে নিযুক্ত র‍্যালে কমিশনের সদস্য কে বা কারা ছিল ?

উত্তর :-টমাস র‍্যালে,গুরুদাস বন্দ্যোপাধ্যায়,হোসেন বিলগ্রামী ৷

19. Indian university act 1904 কার আমলে চালু হয় ?

উত্তর :-লর্ড কার্জন ৷

20.কোন কমিশনের সুপারিশে Indian university act 1904 চালু হয়?

উত্তর :- র‍্যালে কমিশন ৷

21.1917 স্যাডলার কমিশনের সদস্য কে ছিলেন ?

উত্তর :-আশুতোষ মুখোপাধ্যায় ৷

22.বাংলার বাঘ কাকে বলা হয় ?

উত্তর :-আশুতোষ মুখোপাধ্যায় কে ৷

23.1916 সালে মুম্বাইয়ে ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- ধন্দ কেশব কার্ভে ও থ্যাকারসে ৷

24.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1921 সালে ৷

25.রাষ্ট্র গোফতার পত্রিকাটি কার?

উত্তর :-দাদাভাই নওরোজি ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button