Life Science

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর জীবন ও তার বৈচিত্র্য

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর জীবন ও তার বৈচিত্র্য

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

১. জড় ও জীব এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?

উত্তরঃ- জড় ও জীব এর মধ্যে পার্থক্য সৃষ্টি কারি বৈশিষ্ট্যসমূহ:-

  • নির্দিষ্ট আকার ও আয়তন ।
  • সুনির্দিষ্ট ও সুসংহত দেহ সংগঠন ।
  • প্রোটোপ্লাজমীয় সংগঠন ।
  • পুষ্টি ও বিপাক ।
  • ক্ষয়পূরণ ।
  • শ্বাসকার্য ও শোষণ ।
  • চলন ও গমন ।
  • রেচন ।
  • উত্তেজিতা ।
  • দেহের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ন্ত্রণ বা হোমিওস্ট্যাসিস ।
  • অভিযোজন পরিব্যক্তি ও অভিব্যক্তি ।



২.উত্তেজিতা কাকে বলে উদাহরণ দাও ?

উত্তরঃ– উত্তেজিত(Irritability):- কোন জীবের অভ্যান্তরীণ পরিবেশে কোন পরিবর্তন ঘটলে সেই পরিবর্তনের সাপেক্ষে জীবের মধ্যে সাড়া দেওয়ার ক্ষমতা গেলে তাকে উত্তেজিতা বলে। যে সকল কারণে জীবদেহে উত্তেজনার সৃষ্টি হয় তাদের উদ্দীপক বলে ।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর জীবন ও তার বৈচিত্র্য



 উদাহরণ স্বরূপঃ-

(i) লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পাতাগুলি মুদে যায় ।

(ii) চলমান কোন শামুককে স্পর্শ করলে শামুক তার দেহ খোলসের মধ্যে ঢুকিয়ে নেয় ।




৩.ছন্দোবদ্ধতা কাকে বলে উদাহরণ দাও?


উত্তর:- জীব দেহের সমস্ত শারীরবৃত্তীয় কার্যাবলী নির্দিষ্ট ছন্দে পরিচালিত হয় । জীবের সব শারীরবৃত্তীয় কাজ কিছুক্ষণ সক্রিয় ও কিছুক্ষণ নিষ্ক্রিয় থাকে । এইভাবে সক্রিয়  নিষ্ক্রিয় সক্রিয় একটি নির্দিষ্ট ব্যবধানে পর্যায়ক্রমে সংঘটিত হয়  । এই অবস্থাকে ছন্দবদ্ধ তা বলে । 


নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর জীবন ও তার বৈচিত্র্য


উদাহরণ:-  সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম, শালুক ফুলের প্রস্ফুটি্‌ হৃদস্পন্দন ফুসফুসের সংকোচন-প্রসারণ প্রভৃতি ।


৪.জরা ও মৃত্যু বলতে কী বোঝো ?


উত্তরঃ- জরাঃ- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবদেহের শারীরিক গঠনের উৎপাদনের গুণগত বৈশিষ্ট্যসমূহের পরিবর্তন ঘটে এবং শারীরবৃত্তীয় ক্ষমতা ক্রমশ হ্রাস পায় জীবদেহের এই অবস্থাকে জরা  বলে ।


মৃত্যুঃ- জরা কবলিত জীবদেহে দীর্ঘ সময়ে সারণিতে চলতে থাকলে এরকম একসময় জীব দেহ থেকে জীবনের সমস্ত লক্ষণগুলো বিলুপ্ত হয় এই অবস্থাকে মৃত্যু বলে ।



৫. আদি পৃথিবীর আবহাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।


উত্তরঃ-আদি পৃথিবীর আবহাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :

(i) হাইড্রোজেনের প্রাচুর্যতাঃ- আদি পৃথিবীতে হাইড্রোজেনের (H,) প্রাচুর্যতা ছিল। এটি নাইট্রোজনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া (NH), অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প (HO) এবং কার্বনের সঙ্গে বিক্রিয়া করে মিথেন (CH2) সৃষ্টি করে।


(ii) মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি : আদি পৃথিবীর পরিবেশে অক্সিজেন (O) মুক্ত অবস্থায় ছিল না। অক্সিজেন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধাতব অক্সাইড রূপে উপস্থিত ছিল।

(ii) ওজোন (O) স্তরের অনুপস্থিতিঃ- পৃথিবীর বায়ুমণ্ডলের বহিঃপ্রান্তে ছাতার মতো ওজোন (O) স্তর অনুপস্থিত ছিল। ফলে সূর্য থেকে UV রশ্মি, মহাজাগতিক রশ্মি সহজেই পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ত।

 ৬. কেমোজেনি কাকে বলে? কোমোজেনির ঘটনাগুলি পর্যায়ক্রমে ছকের মাধ্যমে উল্লেখ করো।

উত্তরঃ- আদিম পৃথিবীতে সামুদ্রিক পরিবেশে যে ধারাবাহিক রাসায়নিকবিক্রিয়ার মাধ্যমে সরল মৌল উপাদান থেকে ক্রমান্বয়ে জটিল জৈব যৌগ সংশ্লেষিত হয় এবং প্রাণ সৃষ্টির প্রাথমিক অবস্থার উৎপত্তি ঘটে, তাকে কেমোজেনি (Chemogeny) বলে।

ক্রোমোজোমের ধারাবাহিক পর্যন সমূহ:- (i) মুক্ত আণবিক অবস্থা (ii) মুক্ত অণুসমূহ থেকে সরল অজৈব যৌগ গঠন (বিজারণধর্মী বায়ুমণ্ডল) (iii) সরল জৈব যৌগের উৎপত্তি (মনোমার) → (iv) জটিল জৈব যৌগের উৎপত্তি (পলিমার) (v)কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ারের উৎপত্তি (আদিকোশের প্রাথমিক অবস্থা)


7. জীবনের উৎপত্তি সংক্রান্ত হ্যালডেন ওপারিনের মতবাদের মূল বক্তব্যগুলি লেখো।


উত্তর:- জীবনের উৎপত্তি সংক্রান্ত হ্যালডেন ওপারিনের মতবাদের মূল বক্তব্যগুলি হল

(i) পৃথিবীর আদিম পরিবেশ আজকের পৃথিবীর

পরিবেশ সম্পূর্ণ আলাদা। আদিম পৃথিবীর পরিবেশে মুক্ত অক্সিজেন অনুপস্থিত ছিল এবং পরিবেশ বিজারণধর্মী ছিল কিন্তু আজকের পৃথিবীর পরিবেশে মুক্ত অক্সিজেন বর্তমান এবং পরিবেশ জারণধর্মী। আজকের এই পৃথিবীতে স্বতঃস্ফূর্তভাবে

জীবন সৃষ্টি হওয়া সম্ভব নয়।

(ii) প্রায় 370 কোটি বা 3.7 বিলিয়ন বছর আগে আদিম পৃথিবীতে সামুদ্রিক পরিবেশে প্রাথমিক জীবনসদৃশ পদার্থের উৎপত্তি ঘটে।


(iii) বিভিন্ন রাসায়নিক পদার্থের ঘনীভবন পলিমারাইজেশনের মাধ্যমে

পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি ঘটে।


8. জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে ধারণা দাও।


উত্তরঃ- জীববৈচিত্র্যের স্তরঃ- জীববৈচিত্র্যকে তিনটি স্তরে বিন্যস্ত করা হয়। যথা


(i) জিনগত বৈচিত্র্যঃ- একই প্রজাতিভুক্ত জীবের জিনের বৈচিত্র্য বা ভিন্নতাকে জিনগত বৈচিত্র্য বলে।

                   জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সাহায্য করে জিন। ক্রোমোজোমের গঠনগত ও সংখ্যাগত এবং জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়।

(ii) প্রজাতি বৈচিত্র্যঃ- কোনো একটি নির্দিষ্ট অলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবের বৈচিত্র্যকে একত্রে প্রজাতি বৈচিত্র্য বলে। প্রজাতি হল জীববৈচিত্র্যের একক।


(iii) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যঃ- একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির বা একাধিক বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যকে একত্রে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।

                            বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার তিনভাগে ভাগ করা যায়। যথা- (i) আলফা বৈচিত্র্য, (ii) বিটা বৈচিত্র্য ও (ii) গামা বৈচিত্র্য।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button