Life Science

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর


1.আখে প্রধানত কোন কার্বোহাইড্রেট থাকে ? 

উত্তর :-সুক্রোজ ৷


2.ল্যাক্টোজ কোথায় থাকে ?

উত্তর :- দুধে ৷ (এর জন্য দুধ মিষ্টি লাগে)৷


3.উদ্ভিদের কোষ প্রাচীর এর কোন কার্বোহাইড্রেট থাকে ?

উত্তর :-সেলুলোজ ৷


4.কোন কার্বোহাইড্রেট কে “ডেক্সট্রোস ” বলা হয় ?

উত্তর :-গ্লুকোজ ৷


5. “ফ্রুট সুগার ” কোন শর্করা কে বলা হয় ?

উত্তর :-ফ্রুক্টোজ বেশি পরিমাণে পাওয়া যায় ৷


6.খাদ্যশস্য / দানাশস্য মূলত কোন শর্করা থাকে ?

উত্তর :-স্টার্চ ৷


7.প্রোটিন নামটি কে দেন ?

উত্তর :- মুল্ডার।


8.প্রোটিন এর সরলতম অংশের নাম কি ?

উত্তর :-আলফা অ্যামাইনো এসিড ৷


9.প্রোটিন জাতীয় খাদ্যের তাপন মূল্য কত Kcal?

উত্তর :- 4.1 Kcal .


10.কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি ?

উত্তর :- ফ্যাট (9. 3 Kcal) ৷


11.মেরাসমাস রোগ হয় কিসের অভাবে ?

উত্তর :-প্রোটিনের অভাবে ৷





আমাদের এই প্রশ্নগুলো কেমন লাগেলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ৷যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button