Life Science

ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছ তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আলো চ্যাপ্টারের প্রশ্ন উত্তর গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো আর্টিকেলটি শুরু করা যাক । 

ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter

ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter


গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন

👉 মেঘ কাকে বলে | বিভিন্ন প্রকার মেঘের বৈশিষ্ট্য ও ছবি

👉 অষ্টম শ্রেণীর ভূগোল মেঘ বৃষ্টি থেকে প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্র ছাত্রী, তুমি কি একজন ক্লাস সেভেনের ছাত্র বা ছাত্রী তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ তোমার জন্য কারন আমি এই আর্টিকেলের মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণির পাঠ সেতু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের  আলো চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করা হবে। আমি এই আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরেছি তোমরা চাইলে এই আর্টিকেলটি পড়ে তোমাদের প্রশ্ন উত্তর গুলো সমাধান করে নিতে পারো নিচে প্রশ্ন উত্তর গুলো সমাধান করে দেখানো হয়েছে 

ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার নমুনা প্রশ্নের উত্তরঃ-

১.  ঠিক উত্তর নির্বাচন কর : 

১.১ নিচের যেটি স্বপ্রভ বস্তু সেটি হলােঃ-   

(ক) পেনসিল (খ) চাঁদ  (গ) জ্বলন্ত বাল্ব  (ঘ) কাগজ।

উত্তরঃ–  ( গ) জ্বলন্ত বাল্ব । 

১.2 যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলাে 

ক) ঘষা কাচ (খ) কাচ (গ) জল  (ঘ) রঙিন কাচ।

উত্তরঃ– (ক) ঘষা কাচ । 

২.  শূন্যস্থান পূরণ করো :

২.১  ঘষা কাচ_____________মাধ্যমের উদাহরণ।

উত্তরঃ-   ঈষৎ স্বচ্ছ । 

২.২ অপ্রভ বস্তুর একটি উদাহরণ হলাে______________।

উত্তরঃ–    কাঠ  ।  

 ২.৩ প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলাের পরিমাণ তুলনামূলকভাবে______________।

উত্তরঃ–  কম । 

২.৪ সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো____________গঠিত হয়। 

উত্তরঃ–  প্রতিবিম্ব । 

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন

👉 শিলা কাকে বলে | বিভিন্ন শিলার বৈশিষ্ট্য | শিলা ছবি

👉 অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন ,

 👉অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি কি ?

৩.  ঠিক বাক্যের পাশে (সত্য) ‘/ আর ভুল বাক্যের পাশে ( মিথ্যা)  লেখো  : 

৩.১ আলাে চলাচলে কোনাে মাধ্যমের উপস্থিতি অত্যাবশক শর্ত নয়।

উত্তরঃ-  সত্য । 


 ৩.২ সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয়।

উত্তরঃ-  সত্য । 

 

 ৩.৩ জ্বলন্ত টর্চ আলাের একটি বিন্দু উৎসের উদাহরণ।

উত্তরঃ-  সত্য । 


৪.  একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৪.১ আলােকরশ্মি বলতে কী বােঝায়? 

উত্তরঃ–  উৎস থেকে নির্গত হয়ে আলো যে সরলরৈখিক পথের  মাধ্যমে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যায় ,তখন  সেই সরলরৈখিক পথকে আলোক রশ্মী বলে ।

৪.২ সূর্য থেকে পৃথিবীর মধ্যে বিরাট অংশে কোনাে মাধ্যম নেই। তবুও রােজ সূর্যের আলাে পৃথিবীতে এসে পৌঁছােয়। এই তথ্য থেকে কী বােঝা যায়?

উত্তরঃ–  সূর্য ও পৃথিবীর মধ্যে বিরাট অংশ কোন মাধ্যম নাই তবুও রোজ প্রতিনিয়ত  সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয় এর দ্বারা বোঝা যায় যে আলো  মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে ।

৪.৩ আলাের উৎস বড়াে না ছােটো কেমন হলে বস্তুর উপচ্ছায়া প্রায় বােঝাই যায় না?
উত্তরঃ–  সূর্য ও পৃথিবীর মধ্যে বিরাট অংশ কোন মাধ্যম নাই তবুও রোজ প্রতিনিয়ত  সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয় এর দ্বারা বোঝা যায় যে আলো  মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে।
৫. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৫.১ প্রতিফলনের প্রথম সূত্রটিতে যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখাে।
উত্তরঃ–  প্রতিফলনঃ-  এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোক রশ্মী যাবার সময় যদি কোনো কারণে প্রতিফলক পৃষ্টে  আলোক রস্মি বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসে তখন এই ঘটনাকে বলা হয় প্রতিফলন, অর্থাৎ,
প্রথম সূত্রে যা বলা হয়েছেঃ-  আপতিত রশ্মি এবং আপতিত রশ্মির আপতন বিন্দু তে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে ।
৫.২ একটি মােমবাতি জ্বালিয়ে সূচিছিদ্র ক্যামেরার কাছে রাখা হলাে। নীচের কোন ক্ষেত্রে প্রতিকৃতির কী পরিবর্তন হবে লেখাে ক) ক্যামেরার দৈর্ঘ্য ছােটো করা হলাে। খ) ছিদ্রকে বড়াে করা হলাে গ) মােমবাতিকে ছিদ্র থেকে দূরে সরানাে হলাে। 
উত্তরঃ–  ক) ক্যামেরার দৈর্ঘ্য ছােটো ঃ- যদি কোন শিখা ও ছিদ্রকে দূরত্বের অপরিবর্তিত রেখে ছিদ্রটি পদার্থের দুরত্ব বাড়ানো হয় তাহলে এর প্রকৃতি বড়ো হবে , আবার একইভাবে যদি ছিদ্র বা পদার্থের দূরত্ব কম হয় তাহলে এর প্রকৃতি হবে । যথা ঃ-    
ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter
 
খ) ছিদ্রকে যদি বড়াে ঃ-  আবার যদি শিখা ও ছিদ্রকে কাছে আনা হয় তাহলে এর প্রকৃতি হয় বড়ো।
যথা ঃ- 
ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter
  গ)  মােমবাতিকে যদি  ছিদ্র থেকে দূরে সরানাে হয়ঃ- আবার যদি কোন ক্রমে শিখাটিকে ছিদ্র  থেকে দূরে সরানো হয় তাহলে প্রকৃতি ক্রমশ ছোট হতে থাকবে অর্থাৎ ছবিটি হবে, যথা ঃ-
 
ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter

প্রিয় বন্ধুরা তোমাদের ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্নের উত্তর গুলো আমি সুন্দরভাবে সলভ করালাম এছাড়া বন্ধুরা তোমরা যদি তোমাদের আরও অন্যান্য চ্যাপ্টারগুলো প্রশ্ন সলভ করতে চাও তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে নিতে পারো এছাড়াও এই পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ ।

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন

👉 ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

NEXT POST

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button