ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter
ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্ন উত্তর | ক্লাস সেভেন পটন সেতু পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 2 | Class-7 Pathon Setu Poribesh Biggan Alo Chapter
👉 মেঘ কাকে বলে | বিভিন্ন প্রকার মেঘের বৈশিষ্ট্য ও ছবি
👉 অষ্টম শ্রেণীর ভূগোল মেঘ বৃষ্টি থেকে প্রশ্ন উত্তর
প্রিয় ছাত্র ছাত্রী, তুমি কি একজন ক্লাস সেভেনের ছাত্র বা ছাত্রী তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ তোমার জন্য। কারন আমি এই আর্টিকেলের মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণির পাঠ সেতু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আলো চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করা হবে। আমি এই আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা চাইলে এই আর্টিকেলটি পড়ে তোমাদের প্রশ্ন উত্তর গুলো সমাধান করে নিতে পারো। নিচে প্রশ্ন উত্তর গুলো সমাধান করে দেখানো হয়েছে
ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার নমুনা প্রশ্নের উত্তরঃ-
১. ঠিক উত্তর নির্বাচন কর :
১.১ নিচের যেটি স্বপ্রভ বস্তু সেটি হলােঃ-
(ক) পেনসিল (খ) চাঁদ (গ) জ্বলন্ত বাল্ব (ঘ) কাগজ।
উত্তরঃ– ( গ) জ্বলন্ত বাল্ব । ✅✅
১.2 যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলাে
ক) ঘষা কাচ (খ) কাচ (গ) জল (ঘ) রঙিন কাচ।
উত্তরঃ– (ক) ঘষা কাচ । ✅✅
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ ঘষা কাচ_____________মাধ্যমের উদাহরণ।
উত্তরঃ- ঈষৎ স্বচ্ছ । ✅✅
২.২ অপ্রভ বস্তুর একটি উদাহরণ হলাে______________।
উত্তরঃ– কাঠ । ✅✅
২.৩ প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলাের পরিমাণ তুলনামূলকভাবে______________।
উত্তরঃ– কম । ✅✅
২.৪ সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো____________গঠিত হয়।
উত্তরঃ– প্রতিবিম্ব । ✅✅
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
👉 শিলা কাকে বলে | বিভিন্ন শিলার বৈশিষ্ট্য | শিলা ছবি
👉 অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন ,
👉অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি কি ?
৩. ঠিক বাক্যের পাশে (সত্য) ‘/ আর ভুল বাক্যের পাশে ( মিথ্যা) লেখো :
৩.১ আলাে চলাচলে কোনাে মাধ্যমের উপস্থিতি অত্যাবশক শর্ত নয়।
উত্তরঃ- সত্য । ✅✅
৩.২ সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয়।
উত্তরঃ- সত্য । ✅✅
৩.৩ জ্বলন্ত টর্চ আলাের একটি বিন্দু উৎসের উদাহরণ।
উত্তরঃ- সত্য । ✅✅
৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৪.১ আলােকরশ্মি বলতে কী বােঝায়?
উত্তরঃ– উৎস থেকে নির্গত হয়ে আলো যে সরলরৈখিক পথের মাধ্যমে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যায় ,তখন সেই সরলরৈখিক পথকে আলোক রশ্মী বলে ।
৪.২ সূর্য থেকে পৃথিবীর মধ্যে বিরাট অংশে কোনাে মাধ্যম নেই। তবুও রােজ সূর্যের আলাে পৃথিবীতে এসে পৌঁছােয়। এই তথ্য থেকে কী বােঝা যায়?
উত্তরঃ– সূর্য ও পৃথিবীর মধ্যে বিরাট অংশ কোন মাধ্যম নাই তবুও রোজ প্রতিনিয়ত সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয় এর দ্বারা বোঝা যায় যে আলো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে ।
প্রিয় বন্ধুরা তোমাদের ক্লাস সেভেন পটন সেতু আলো চ্যাপ্টার প্রশ্নের উত্তর গুলো আমি সুন্দরভাবে সলভ করালাম এছাড়া বন্ধুরা তোমরা যদি তোমাদের আরও অন্যান্য চ্যাপ্টারগুলো প্রশ্ন সলভ করতে চাও তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে নিতে পারো এছাড়াও এই পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
👉 ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর
👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য