ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য জীবন বিজ্ঞান থেকে আসার মত সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর
- কোশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:-রবার্ট হুক।
2. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কি?
উত্তর:-স্নায়ু কোষ।
3. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?
উত্তর:-রেমি উদ্ভিদের তন্তুকোষ।
4. কোষ প্রাচীর থাকে কোথায়?
উত্তর:-উদ্ভিদ কোষে।
5. কোষের শক্তিঘর কাকে বলা হয়?
উত্তর:-মাইটোকনড্রিয়া ।
6. আত্মঘাতী থলি কাকে বলা হয়?
উত্তর:-লাইসোজোম।
7. সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিক কে কি বলা হয়?
উত্তর:-ক্লোরোপ্লাস্ট।
8. কোন অঙ্গানুটি সমস্ত কোষে উপস্থিত থাকে?
উত্তর:-রাইবোজোম।
9. কোষের সমবিভাজন কে কি বিভাজন বলা হয?
উত্তর:-মাইটোসিস।
10. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়?
উত্তর:-জাইলেম কলার মাধ্যমে।
11.কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান এর সংবহন করে।
উত্তর:-ফ্লোয়েম কলার মাধ্যমে।
12. লোহিত কণিকার রঞ্জক পদার্থ কি?
উত্তর:-হিমোগ্লোবিন।
13. বাষ্পমোচন এর জন্য কোনটি প্রধানত দায়ী?
উত্তর:-স্টোমাটা।
14. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক কি?
উত্তর:-ক্লোরোফিল।
15. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা কত?
উত্তর:-6 লিটার।
16. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে?
উত্তর:-হিমোগ্লোবিন।
17. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ কি?
উত্তর:-লাইকেন।
18. বাষ্পমোচন বেশি কখন হয়?
উত্তর:-গ্রীষ্মকালে।
19. প্রধান শ্বসনবস্তু কি?
উত্তর:-গ্লুকোজ।
20. কমলালেবুতে প্রচুর পরিমানে কি থাকে?
উত্তর:-ভিটামিন সি।
21. একটি সুস্থ মানব দেহে রক্তের পরিমাণ কত?
উত্তর:-5 থেকে 6 লিটার।
22. জীব বিদ্যার জনক কে?
উত্তর:-অ্যারিস্টোটল।
23. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়?
উত্তর:-টায়ালিন।
24. কিসের অভাব এর জন্য অ্যানিমিয়া রোগ হয়?
উত্তর:-আয়রন।
25. পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে?
উত্তর:-ক্লোরোফিল ।
পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার এই সাইটে প্রত্যেকদিন প্রত্যেকটি সাবজেক্টে কোয়ালিটি সম্পন্ন বিষয়ক প্রশ্ন উত্তর আলোচনা করা হয় যা 2021 এ পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য খুবই গ্রহণযোগ্য।
life scince aro questions din
Nice