Life Science

ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য জীবন বিজ্ঞান থেকে আসার মত সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর

ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য জীবন বিজ্ঞান থেকে আসার মত সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর

  1.  কোশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর:-রবার্ট হুক।

2. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কি?

উত্তর:-স্নায়ু কোষ।

3. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?

উত্তর:-রেমি উদ্ভিদের তন্তুকোষ।

4. কোষ প্রাচীর থাকে কোথায়?

উত্তর:-উদ্ভিদ কোষে।

5. কোষের শক্তিঘর কাকে বলা হয়?

উত্তর:-মাইটোকনড্রিয়া ।

6. আত্মঘাতী থলি কাকে বলা হয়?

উত্তর:-লাইসোজোম।

7. সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিক কে কি বলা হয়?

উত্তর:-ক্লোরোপ্লাস্ট।

8. কোন অঙ্গানুটি সমস্ত কোষে উপস্থিত থাকে?

উত্তর:-রাইবোজোম।

9. কোষের সমবিভাজন কে কি বিভাজন বলা হয?

উত্তর:-মাইটোসিস।

10. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়?

উত্তর:-জাইলেম কলার মাধ্যমে।

11.কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান এর সংবহন করে।

উত্তর:-ফ্লোয়েম কলার মাধ্যমে।

12. লোহিত কণিকার রঞ্জক পদার্থ কি?

উত্তর:-হিমোগ্লোবিন।

13. বাষ্পমোচন এর জন্য কোনটি প্রধানত দায়ী?

উত্তর:-স্টোমাটা।

14. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক কি?

উত্তর:-ক্লোরোফিল।

15. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা কত?

উত্তর:-6 লিটার।

16. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে?

উত্তর:-হিমোগ্লোবিন।

17. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ কি?

উত্তর:-লাইকেন।

18.  বাষ্পমোচন বেশি কখন হয়?

উত্তর:-গ্রীষ্মকালে।

19. প্রধান শ্বসনবস্তু কি?

উত্তর:-গ্লুকোজ।

20. কমলালেবুতে প্রচুর পরিমানে কি থাকে?

উত্তর:-ভিটামিন সি।

21. একটি সুস্থ মানব দেহে রক্তের পরিমাণ কত?

উত্তর:-5 থেকে 6 লিটার।

22. জীব বিদ্যার জনক কে?

উত্তর:-অ্যারিস্টোটল।

23. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়?

উত্তর:-টায়ালিন।

24. কিসের অভাব এর জন্য অ্যানিমিয়া রোগ হয়?

উত্তর:-আয়রন।

25. পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে?

উত্তর:-ক্লোরোফিল ।

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার এই সাইটে প্রত্যেকদিন প্রত্যেকটি সাবজেক্টে কোয়ালিটি সম্পন্ন বিষয়ক প্রশ্ন উত্তর আলোচনা করা হয় যা 2021 এ পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য খুবই গ্রহণযোগ্য।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button