আজ আমরা ইতিহাস থেকে বিগত কয়েক বছরে আশা প্রশ্ন-উত্তর নিয়ে আজ আলোচনা করব
1.পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উওর:-রহমত আলী।
2.কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?
উওর:- 1948 সালে ৷
3.গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন ?
উওর:-সারনাথ ৷
4.প্রথম কোন ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেছিলেন?
উওর:-ফিরোজ শাহ তুঘলক ৷
5.অমৃতসরের জালিওনাবাগ এর হত্যাকান্ড কত সালে ঘটে?
উওর:- 1919 খ্রি. |
6.কে ভারতের জাতীয় গান রচনা করেন?
উওর:-বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী৷
7.বাবর তার জীবনের অভিজ্ঞতা গুলির যে গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন তার নাম কি ?
উওর:-তুজুক – ই -বাবরি ৷
৪.দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত ছিলেন ?
উওর:-বিক্রমাদিত্য |
9.সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন ?
উওর:- 1897 খ্রি. |
10.ভারতের প্রথম ভাইসরয় এর নাম কি ?
উওর:-লর্ড ক্যানিং ৷
11. ভারতের শেষ ভাইসরয় এর নাম কি ?
উওর:-লর্ড মাউন্টব্যাটেন ৷
12 .পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা কে ?
উওর:-উদয়ন |
13.গদর পার্টি কোথায় কবে প্রতিষ্ঠিত হয় ?
উওর:-আমেরিকান , 1913 সালে ৷
14.মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক কে ?
উওর:-বিশাখদত্ত ৷
15 .অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল?
উওর:- ব্রাহ্মী ৷
16. কে দিল্লিতে আশোকস্তম্ভ এনেছিলেন ?
উওর:-ফিরোজ শাহ তুঘলক ৷
17.জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোন বস্ত্র পরিধান করতো না ?
উওর:-দিগম্বর |
18.ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উওর:-লর্ড মাউন্টব্যাটেন ৷
19.মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ?
উওর:- 1915 খ্রি. |
20.কে বলল ভাই প্যাটেল কে ” সর্দার ” আখ্যা দিয়েছিলেন ?
উওর:-মহাত্মা গান্ধী ৷