অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 24 solve
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 24 solve
১ • শূন্যস্থান পূরণ করো :
(ক) পারসিকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন ______________ ।
✅ উত্তরঃ- প্রথম দরায়ুস।
(খ) ইন্দো-গ্রিক শ্রেষ্ঠ রাজা ছিলেন _________________ ।
✅ উত্তরঃ- মিনান্দার ।
(গ) সেলুকাস ________________ কে দূত করে মৌর্য দরবারে পাঠিয়েছিলেন।
✅ উত্তরঃ- মেগাস্থিনিস ডায়ামাকাস ।
(ঘ) গ্রীক ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ দেখা যায় _________________ শিল্পে।
✅ উত্তরঃ- গন্ধার ।
(ঙ) সম্রাট অশোক বিভিন্ন দেশে দূত পাঠিয়ে ______________ ধর্ম প্রচার করেছিলেন ।
✅ উত্তরঃ- বৌদ্ধ ।
২. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :
(ক) একজন ইন্দো-গ্রীক রাজার নাম লেখো।
✅ উত্তরঃ- একজন ইন্দো-গ্রিক রাজা মিনান্দার ।
(খ) কুষাণরা কোন জাতির শাখা ছিলেন?
✅ উত্তরঃ- কুয়েই শুং জাতির শাখা ।
(গ) ভারতের পশ্চিম উপকূলে সেরা বন্দর কোনটি?
✅ উত্তরঃ- মুম্বাই বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ।
(ঘ) কোন ভাষার অনুকরণে খরোষ্ঠী লিপি তৈরি হয়?
✅ উত্তরঃ- গান্ধার ভাষার অনুকরণে খরোষ্ঠী লিপি তৈরি হয় ।
ঙ) ভারতে আক্রমণকারী ‘শক’রা কী নামে পরিচিত?
✅ উত্তরঃ- ভারতে আক্রমণকারী ‘শক’রা যবন নামে পরিচিত ।
আরো পড়ুনঃ-
৩. ঠিক-ভুল নির্ণয় করো :
(ক) কাবেরী নদীর তীরে ভৃগুচ্ছ বন্দরটি অবস্থিত।
✅ উত্তরঃ- ভুল ।
(খ) গ্রীকদের কিছু রাজা ব্যাকট্রিয় ছিলেন।
✅ উত্তরঃ- ঠিক ।
(গ) প্রথম দরায়ুস দূত বিনিময়ের মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন।
✅ উত্তরঃ- ভুল ।
(ঘ) চীনের সম্রাট ছিলেন আলেকজান্ডার।
✅ উত্তরঃ- ভুল ।
(ঙ) ভারতের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যম ছিল খেলাধুলা।
✅ উত্তরঃ- ভুল ।
৪. সংক্ষেপে উত্তর দাও (তিন-চারটি বাক্যে) :
(ক) কোন কোন মাধ্যমে ভারত ও বহির্বিশ্বের যোগাযোগ গড়ে উঠেছিল?
✅ উত্তরঃ- ভারত ও বহির্বিশ্বের যোগাযোগ গড়ে ওঠা মাধ্যম গুলি হল –
(ক) বিদেশি জাতির আগমন
(খ) রাজ্যজয় ও দুত বিনিময়
(গ) ব্যবসা-বাণিজ্য
(ঘ) সংস্কৃতির যোগাযোগ
(ঙ) ধর্মপ্রচার ও তীর্থযাত্রা
(খ) ভারত ও বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগে ‘রেশম পণ্যের’ ভূমিকা কী?
উত্তরঃ- রোম সাম্রাজ্যের চীন ও ভারতের নানা জিনিস এর চাহিদা ছিল ।এদের মধ্যে সবচেয়ে বেশি কদর ছিল চীনা রেশমের তাকালামকান মরুভূমি এগিয়ে নিয়ে যাওয়া হতো সেখান থেকে বিভিন্ন দেশ ভ্রমণ সাগরের পূর্বদিকে পৌঁছাত । আর এই পথকে রেশম পথ বলা হয় ।
আরো পড়ুনঃ-
👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর
👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য