History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 25 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 25 solve   প্রিয় শিক্ষার্থী তুমি কি তোমাদের পঠন সেতু বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুজে পাচ্ছো না তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এই ওয়েবসাইটে আমি তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর সলভ করে দিয়েছি এছাড়াও এই আর্টিকেলের মধ্যে ক্লাস এইট অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ-2৫   নমুনা প্রশ্ন উত্তর সমস্ত সলভ করে দিয়েছি তোমরা নিচে আর্টিকেলটি পড়ে দেখে নাও ।

আরো পড়ুনঃ-

 



ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 25 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 6 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগ/ class 7 pothon setu poribesh and biggan addhoy -6 page, 25 solve 

১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : 

(ক) রামচরিতের বিষয়বস্তু কী?

উত্তরঃ- রামচরিতম সংস্কৃতি ভাষায় রচিত বরেন্দ্র বা উত্তর বাংলার একমাত্র গ্রন্থ যেখানে প্রশাসনের ঐতিহাসিক ঘটনাবলী স্থান পেয়েছে এবং এই কাব্যে হিন্দুধর্ম সহ গৌড় রাজ্য ও রামপালের বর্ণনা দেওয়া হয়েছে ।

(খ) বল্লালসেনের লেখা দুটি বইয়ের নাম লেখো?

উত্তরঃ- বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম হল দানসাগর ও অদ্ভুতসাগর ।

(গ) প্রত্নবস্তু কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?

উত্তরঃ-  পুরনো দিনের হারিয়ে যাওয়া জিনিস প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বের করেন এই ভাবেই ইতিহাস নির্মাণের সাহায্য করে ।

(ঘ) প্রশস্তি কী?

উত্তরঃ- অনেক শাসক তাদের গুণকীর্তি নিজেরা খোদাই করে করে রাখতেন সেগুলিকে প্রশস্তি বলা হয়।

(ঙ) মুদ্রা কেন ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ।

উত্তরঃ-  মুদ্রা ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কারণ –

(ক)  সাহিত্য-শিল্প লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলি যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে ।

 (খ) মুদ্রা গুলিতে সাধারণত রাজার নাম, সন তারিখ  ,রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি কোথায় করা থাকে ।

(চ) শিল্পবস্তু কতরকমের ও কী কী?

উত্তরঃ- শিল্পবস্তু দুই রকমের –  (ক) জৈব শিল্পবস্তু ও  (খ)  অজৈব শিল্পবস্তু ।

(ছ) হর্ষচরিত কেমন ধরণে লেখা? এটি কে লেখেন?

উত্তরঃ- হর্ষচরিত আটটি উচ্ছ্বাসে বিভক্ত ঐতিহাসিক গদ্য কাব্য রচনা ।

 এটি লেখেন — হর্ষচরিত বানভট্ট রচনা করেন।

(জ) ‘শকারি’ কাকে বলা হয় এবং কেন?

উত্তরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে  ‘শকারি’ বলা হয় এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শক্ত উপাধি গ্রহণ করেন আর তিনি শকদের  পরাজিত করেছিলেন বলে এই উপাধি ধারণ করেন ।

(ঝ) মৌর্যদের সেনাবাহিনী কেমন ছিলো?

উত্তরঃ- মৌর্য সেনাবাহিনীতে সম্রাটের ক্ষমতায় ছিল সবচেয়ে বেশি আর ঘোড়া  ,রথ , হাতি ,ও নৌকা প্রভৃতি নিয়ে এই সেনাবাহিনী গঠিত হয়েছিল পদাতিক সৈন্যরাও এই বাহিনীতে ছিল ।

(ঞ) মিলিন্দ পঞ্চহো গ্রন্থের বিষয়বস্তু কী?

উত্তরঃ- মিলিন্দ পঞ্চহো গ্রন্থের বিষয়বস্তু হলো পূর্বজন্ম কথা বৈশিষ্ট্যগুলোর পার্থক্যকরণ সংক্রান্ত প্রশ্নাবলী ।

আরো পড়ুনঃ- 

২. ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক।

উত্তরঃ- ঠিক ।

(খ) কণিষ্কের সময় থেকে ‘হর্ষাব্দ’ গণনা শুরু হয়।

উত্তরঃ- ভুল ।

(গ) নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে।

উত্তরঃ- ঠিক ।

(ঘ) বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি।

উত্তরঃ- ঠিক ।

(ঙ) ফিরোজ তুঘলকের আমলে চার ধরণের কর আদায় হত।

উত্তরঃ- ঠিক ।

(চ) কৃষির ওপর নির্ভর করে মানুষ স্থায়ী জীবনযাপন শুরু করে।

উত্তরঃ- ঠিক ।

(ছ) বর্ষবর্ধনের সিংহাসনে বসার পর থেকে ‘শকাব্দ’ গোনা শুরু হয়।

উত্তরঃ- ভুল ।

(জ) চন্দ্রগুপ্ত মৌর্য ‘প্রিয়দর্শী’ নামে পরিচিত।

উত্তরঃ- ভুল ।

(ঝ) মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে মগধ।

উত্তরঃ- ঠিক ।

আরো পড়ুনঃ-

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button