History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 7 দিল্লি সুলতানি নমুনা প্রশ্ন উত্তর | class 8 pathon setu poribesh and itihas addhoy-7 namuna prosnouttor, page-30 solve

 অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 7 দিল্লি সুলতানি নমুনা প্রশ্ন উত্তর | class 8 pathon setu poribesh and itihas addhoy-7 namuna prosnouttor, page-30 solve—- প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই ভাল আছো আর আমি ক্লাস এইট এর যে পঠন সেতু পরিবেশ ও ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের নমুনা প্রশ্ন উত্তর গুলি সমস্ত নিখুঁতভাবে সলভ করে দিয়েছি তোমরা নিচের প্রশ্ন উত্তর গুলি দেখে নাওআর কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাও 

আরো পড়ুনঃ-


 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস

 নাইন লাইফ সাইন্স | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র্য | জীবের পাঁচটি রাজ্য ও উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের শ্রেণিবিভাগ

ক্লাস এইট পরিবেশ ও ইতিহাস অধ্যায় 7 দিল্লি সুলতানি নমুনা প্রশ্ন উত্তর/ class 8 poribesh and itihas addhoy-7 namuna prosnouttor, page-30 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 7 দিল্লি সুলতানি নমুনা প্রশ্ন উত্তর | class 8 pathon setu poribesh and itihas addhoy-7 namuna prosnouttor, page-30 solve

১.অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

(ক) কবে, কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল?

উত্তরঃ- মোহাম্মদ ঘুড়ির নেতৃত্বাধীন ঘুড়ি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহান এর নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই  যুদ্ধগুলি সংঘটিত হয় ।

(খ) কে, কবে ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল?

উত্তরঃ- কুতুবউদ্দিন আইবক, (১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২১০ খ্রিস্টাব্দসুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল)।

(গ) দিল্লি সুলতানির প্রথম ও শেষ নারী শাসক কে?

উত্তরঃ- দিল্লি সুলতানির প্রথম ও শেষ নারী শাসক ছিলেন রাজিয়া সুলতানা।

(ঘ) কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন?

উত্তরঃ- আলাউদ্দিন খলজী রেশন ব্যবস্থা চালু করেছিলেন।

২. ডানদিকের সাথে বামদিক মিলিয়ে লেখ :

আরো পড়ুনঃ-

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর

৩. নিম্নলিখিত বছরগুলো গুরুত্বপূর্ণ কেন একটি করে বাক্যে লেখো :
(ক) ১১৯২ খ্রিস্টাব্দ-
উত্তরঃ- ১১৯২ খ্রিস্টাব্দ তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল।
(খ) ১২০৬ খ্রিস্টাব্দ-
উত্তরঃ- ১২০৬ খ্রিস্টাব্দ কুতুবউদ্দিন আইবক  দিল্লির সিংহাসনে যোগদান দেয়।
(গ) ১৫২৬ খ্রিস্টাব্দ-
উত্তরঃ- ১৫২৬ খ্রিস্টাব্দ পানিপথের প্রথম যুদ্ধ হয় যেটি ছিল বাবর ও ইব্রাহিম লোদীর  এবং এই যুদ্ধে পরাজিত হন ইব্রাহিম লোদী ।
৪. সংক্ষেপে উত্তর দাও (তিন-চারটি বাক্যে) :
(ক) সিজদা ও পাইবস কী?
উত্তরঃ- সিজদাঃ-  সুলতান কে প্রণাম করা বা সামনের দিকে মাটির উপরে ছড়িয়ে পড়া সুলতানের শক্তি স্বীকার করার জন্য কারো কপালে মাটিতে স্পর্শ করা।
 পাইবসঃ- সুলতানের পায়ে চুম্বন করা বা সুলতানের পায়ে চুম্বন করার শক্তি কে বোঝায়। 



(খ) আলাউদ্দিন খলজীর অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জান লেখো।
উত্তরঃ-সুষ্ঠুভাবে শাসনব্যবস্থা পরিচালনা , রাজ্যজয় ও মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য আলাদ্দিন এক বিশাল সেনা গঠন করেছিলেন এবং এই সেনাদলের ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল তাই অর্থ জমানোর জন্য তিনি একাধিক অর্থনীতিক সূচি গ্রহণ করেন ।
(গ) মহম্মদ বিন তুঘলকের যেকোনো দুটি শাসন সংস্কারের পরিচয় দাও।
উত্তরঃ-  (ক) মহম্মদ বিন  তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে ও তার  নামকরণ করেন দৌলতাবাদ এক্ষেত্রে বাধ্য করেন দিল্লি  বাসীদের স্থান পরিবর্তন করতে কিন্তু পথে দুর্ঘটনায় নাগরিকদের মৃত্যু হলে তাদের আবার স্বরাজ্য ফেরত পাঠান।
(খ) সোনা ,রূপোর  ঘাটতি মেটাতে তামা নোটের প্রচলন করেন তিনি এবং সেই নোটে প্রতীক চিহ্ন ব্যবহৃত না হলে সকলে নোটগুলি জাল হিসেবে চালু করে যার ফলে দেশের জাল নোট ছেয়ে গেল এবং তিনি পুনরায় আবার পুরাতন নোটের চালু করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button