GK . প্রশ্ন এবং উত্তর |GK Question and Answer in bengali
GK . প্রশ্ন এবং উত্তর |
GK Question and Answer in Bengali
1.পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে তা পৃথিবীর সঙ্গে আটকে রয়েছে কোন বলের মাধ্যমে ?
উত্তর :-অভিকর্ষ বলের জন্য ৷
2.পাহাড়ের চূড়ায় এবং ভূপৃষ্ঠে দুটি একই ভরের বস্তু রাখলে কোন স্থানে ওজন বেশি হবে ?
উত্তর :-ভূপৃষ্ঠে ৷ (কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে ততো ওজন কমতে থাকবে.) |
3.ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক ?
উত্তর :-উত্তর প্রদেশ ৮০টি৷
4.দুধের রং সাদা হয় কেন ?
উত্তর :- ক্যাসেন এর জন্য ৷
5.সাহারা মরুভূমি অঞ্চলের উষ্ণ ও শুষ্ক ধুলা পূর্ণ ও কষ্টদায়ক বায়ু কি নামে পরিচিত?
উত্তর :- খামসিন বায়ু ৷
6.কোন বিশিষ্ট ব্যক্তিকে সংবিধানের আত্মা বলা হয় ?
উত্তর :-ঠাকুরদাস ভগর্ব ৷
7.মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল?
উত্তর :- জাপান ৷
৪.কোন চীনা পর্যটক এর রচিত গ্রন্থ ‘রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম ‘ ?
উত্তর :-ফা-হিয়েন ৷
9. “দেবে ফিরে যাও” উক্তিটি কে বলেছিলেন ?
উত্তর :-দয়ানন্দ সরস্বতী ৷
10.কোন শতবর্ষের শেষ দিন কোন বার হতে পারে না?
উত্তর :-শনিবার ৷