GKপ্রশ্ন এবং উত্তর
1. দীন-ই-ইলাহী ধর্মের ধর্মান্তরিত হতে কে অস্বীকার করেছিল?
উত্তর :- মানসিংহ ৷
2.কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1913,আমেরিকা ৷
3.সাতবাহনরা সবচেয়ে বেশি কোন মুদ্রা ব্যবহার করত ?
উত্তর :- সীসা ৷
4.পাচিত খাদ্য শোষণ কোথায় হয় ?
উত্তর :-ক্ষুদ্রান্তে ৷
5.এল নিনো কি ?
উত্তর :-এল নিনো হল সামুদ্রিক ঘটনাবলী ৷
6.মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি v , J, L, I আকৃতির হয় ?
উত্তর :-অ্যানাফেজ ।
7.ভিটামিন E এর অভাবে কোন রোগ হয় ?
উত্তর :- বন্ধ্যত্ব ৷
8.রাজ্যের আকস্মিক তহবিল কোন তত্ত্বাবধানে থাকে ?
উত্তর :-মুখ্যসচিবের।
9.কে স্বত্ববিলোপ নীতি কে প্রচলন করেন ?
উত্তর :-লর্ড ডালহৌসি ৷
10.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে?
উত্তর :-পুরুলিয়া ৷
11.প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন ?
উত্তর :- মনু ৷
12 .কাচের পাত্রে কোন পদার্থকে রাখা যায় না?
উত্তর :- HF .
13.হিরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
উত্তর :-মহানদী ৷
14.পেশী অবসন্ন বা ক্লান্ত হয় কিসের সঞ্চয় এর ফলে ?
উত্তর :-ল্যাকটিক অ্যাসিড ৷
15 .অলিভার স্টোন কে ?
উত্তর :-অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা I
16.ঋকবেদে উল্লেখিত শস্যের নাম কি ?
উত্তর :-বার্লি ৷
17.ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :-দেরাদুন ৷
18.মেন্ডেলের দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত কি ?
উত্তর :- 9:3:3:1
19.ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে ?
উত্তর :-বর্গাদার ৷
20.হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর :-আসাম ৷