Geography

30+GK Questions & Answers on Indian Geography with PDF downloade ..

30+GK Questions & Answers on Indian Geography

হ্যালো বন্ধুরা,

                   আজ আমরা আলোচনা করবো ভূগোলের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে ৷ পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির পরীক্ষা গুলিতে ভূগোল বিষয় থেকে প্রশ্ন এসেই থাকে তাই আমরা আজকে নিয়ে হাজির হলাম সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর যা আমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য খুব হেল্প ফুল হবে ,তো চলুন আর দেরি না করে প্রশ্ন উত্তর গুলো আলোচনা করা যাক ।
 
                                                                PART :- 1 

 1.ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?

উত্তর :- সুয়েজ খাল ৷

2. আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত ?

উত্তর :- কর্ণাটক ৷

3. হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- তুঙ্গভদ্রা ৷ 

4. খারিফ শস্য নয় এমন একটা জিনিসের নাম ?

উত্তর :- যব ৷

5. নাগার্জুনসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর :- কৃষ্ণা ৷

6. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল – ?

উত্তর :- সুপিরিয়র হ্রদ ৷

7. পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

উত্তর :- নিরক্ষীয় অঞ্চল ৷

8. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তর : – তামিলনাড়ু ৷

9. কোন নদীর তীরে নিউইয়ক অবস্থিত ?

উত্তর :- হাডসন ৷

10. এন্নোর বন্দর কোথায় অবস্থিত ?

উত্তর :- তামিলনাড়ু ৷

11. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ?

উত্তর :- আমাজন ৷

12 . নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?

উত্তর :- আমেরিকায় ৷

13. ভারতের স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হল ?

উত্তর :- তারাপুর ( মহারাষ্ট্র  ) ।

14. ভারতের জলবায়ুর প্রকৃতি হল ?

উত্তর :- ক্রান্তীয় মৌসুমী ৷

15 . কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর :- অসম ৷

16. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত বা ঢাকা ?

উত্তর :- 70 % ৷

17. উজ্জ্বলতম গ্রহ কোনটি ?

উত্তর : – শুক্র গ্রহ ।

18. ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান ?

উত্তর :-  সপ্তম ৷

19. পৃথিবী ,সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে (অপসুর)?

উত্তর :- 4 জুলাই ৷

20. নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হল ?

উত্তর :-  6, 400 কিমি ৷

21. কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে ?

উত্তর :- ভেনেজুয়েলা ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button