30+GK Questions & Answers on Indian Geography with PDF downloade ..
30+GK Questions & Answers on Indian Geography
হ্যালো বন্ধুরা,
1.ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?
উত্তর :- সুয়েজ খাল ৷
2. আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত ?
উত্তর :- কর্ণাটক ৷
3. হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- তুঙ্গভদ্রা ৷
4. খারিফ শস্য নয় এমন একটা জিনিসের নাম ?
উত্তর :- যব ৷
5. নাগার্জুনসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর :- কৃষ্ণা ৷
6. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল – ?
উত্তর :- সুপিরিয়র হ্রদ ৷
7. পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উত্তর :- নিরক্ষীয় অঞ্চল ৷
8. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর : – তামিলনাড়ু ৷
9. কোন নদীর তীরে নিউইয়ক অবস্থিত ?
উত্তর :- হাডসন ৷
10. এন্নোর বন্দর কোথায় অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু ৷
11. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ?
উত্তর :- আমাজন ৷
12 . নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর :- আমেরিকায় ৷
13. ভারতের স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হল ?
উত্তর :- তারাপুর ( মহারাষ্ট্র ) ।
14. ভারতের জলবায়ুর প্রকৃতি হল ?
উত্তর :- ক্রান্তীয় মৌসুমী ৷
15 . কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর :- অসম ৷
16. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত বা ঢাকা ?
উত্তর :- 70 % ৷
17. উজ্জ্বলতম গ্রহ কোনটি ?
উত্তর : – শুক্র গ্রহ ।
18. ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান ?
উত্তর :- সপ্তম ৷
19. পৃথিবী ,সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে (অপসুর)?
উত্তর :- 4 জুলাই ৷
20. নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হল ?
উত্তর :- 6, 400 কিমি ৷
21. কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে ?
উত্তর :- ভেনেজুয়েলা ৷