১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর
১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর
1.ভারত সরকারের কোন স্বরাষ্ট্রসচিব প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব দেন ?
উত্তর :-হার্বার্ট রিজলি ৷
2.কোন দিনটিতে বঙ্গভঙ্গ কার্যকর করা হবে বলে ঠিক করা হয় ?
উত্তর :-16 ই অক্টোবর।
3.স্বদেশী ও বয়কট কথা দুটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?
উত্তর :-বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ৷
4.কে বলেছিলেন বঙ্গভঙ্গ একটি স্থানীয় ঘটনা ?
উত্তর :-লর্ড কার্জন ৷
5.”আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো ” কথাটি কে বলেছিলেন ?
উত্তর :-সুরেন্দ্রনাথ ব্যানার্জি ৷
6.বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম কোন পত্রিকা প্রতিবাদ শুরু করলো?
উত্তর :-সঞ্জীবনী পত্রিকা৷
7.কে বাংলার ” মুকুটহীন ” রাজা নামে পরিচিত?
উত্তর :-সুরেন্দ্রনাথ ব্যানার্জি ৷
8.কে তার পত্রিকায় বঙ্গভঙ্গ কে “ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব “বলে অভিহিত করেন ?
উত্তর :-সুরেন্দ্রনাথ ব্যানার্জি ৷
9.সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রত্রিকার নাম কি ?
উত্তর :-বেঙ্গলি পত্রিকা ৷
10.কার সভাপতিত্বে 16 ই অক্টোবর মিলন মন্দির এর ভিত্তি স্থাপিত হয় ?
উত্তর :-আনন্দমোহন বসু ৷
11. “বেঙ্গল কেমিক্যাল ” কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :-আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ৷
12 .কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উত্তর :-সতীশচন্দ্র মুখোপাধ্যায় ৷
13.কার নেতৃত্বে অ্যান্টি- সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-শচীন্দ্র প্রসাদ বসু ৷
14.কার সভাপতিত্বে বঙ্গভঙ্গের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ?
উত্তর :-সত্যেন্দ্রনাথ ঠাকুর ৷
15 .রবীন্দ্রনাথ কাকে স্বদেশী আন্দোলনের সময় দেশনায়ক বলে অভিহিত করেছেন ?
উত্তর :-সুরেন্দ্রনাথ ব্যানার্জি ৷
16.বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের সময় কোন পত্রিকা সর্বপ্রথম বয়কট এ প্রস্তাব দেন ?
উত্তর :-সঞ্জীবনী পত্রিকা ।
17.বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল?
উত্তর :- 1905 সালে ৷
Dada aro valo valo topic post koro
nice
Geography thke questions dao
Nice
Nice
Nice