History

সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর

সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর ৷Sepoy Rebellion or Great Rebellion 1857 Answers to all questions.


সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর ৷

হ্যালো বন্ধুরা,

আজ আমরা আলোচনা করব 1857খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্বন্ধে ৷ মহাবিদ্র সম্বন্ধে যেসব প্রশ্নের উত্তর আজকের আলোচনার বিষয় সেগুলোর মোটামুটি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের এসে থাকে ৷এছাড়াও আরো ভালো ভালো প্রশ্নের উত্তর পেতে আমাদের সাইটে ভিজিট করতে পারো

সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর
সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর 

1.মহাবিদ্রোহ কত সালে হয়েছিল?

উত্তর :- 1857 সালে ৷

2 .1857 সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন ?

উত্তর :-বিডি সাভারকার ৷

3 .কে ইনাম কমিশন নিয়োগ করেন ?

উত্তর :-লর্ড ডালহৌসি ৷

4 .মহাবিদ্রোহের সময় কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর :- পামস্টারড(pamsternd) ৷

5 .মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর :-লর্ড ক্যানিং ৷

6 .সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?

উত্তর :-ব্যারাকপুরে ৷

7 . লাক্ষোনেতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল?

উত্তর :-বেগম হযরত মহল ৷

8 .মিরাটে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল?

উত্তর :-কদম সিং ৷

9 . ঝাঁসিতে মহাবিদ্রোহ দমনের ভার কার উপর ছিল ?

উত্তর :- হাগ রোজ (Huge Rose) ৷

10 .কে মহাবিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন ?

উত্তর :-ডিসরেলি ও  কার্ল মার্কস ৷

12  .মহাবিদ্রোহ থেকে বিরত কারা ছিল ?

উত্তর :-বণিক শ্রেণী ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ৷

13 .কাকে মহাবিদ্রোহের যোগদানের অপরাধে রেঙ্গুনে নির্বাসিত করা হয় ?

উত্তর :-দ্বিতীয় বাহাদুর শাহ ৷

14 .1857সালের মহাবিদ্রোহের শেষে কে বা কারা নেপালে পালিয়ে যায়?

উত্তর :-নানাসাহেব ও বেগম হযরত মহল ৷

15 .শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মহাবিদ্রোহ থেকে বিরত ছিল কেন?

উত্তর :-বিদ্রোহে কোন জাতীয়তাবাদী লক্ষ্য ছিল না ৷

16 .মহাবিদ্রোহের সময় কে দেশীয় রাজাদের “ঝড়-তুফানের বিরুদ্ধে পোতাশ্রয়ের সম্মুখস্থ বাঁধ “বলে অভিহিত করেছেন ?

উত্তর :-লর্ড ক্যানিং ৷

17 .  1857 সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ স্থাপন করেন কে?

উত্তর :-স্যার সৈয়দ আহমেদ খান ৷

18 .মহাবিদ্রোহের কত বছর পর ভারত স্বাধীনতা লাভ করে ?

উত্তর :- 90 বছর পর ৷

19 .স্যার সৈয়দ আহমেদ খান কি জাতীয়তাবাদ বিরোধিতা ছিলেন ?

উত্তর :-জাতীয় কংগ্রেসের ৷

20 . “শের-ই- বঙ্গাল স ” নামে খ্যাত কে ছিলেন ?

উত্তর :-ফজলুল হক ৷

আরো ভালো ভালো প্রশ্নের উত্তর পেতে আমাদের এই চ্যানেলে লগইন করুন

Please share with your friends. Thank you so much for watching.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button