সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর
সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর ৷Sepoy Rebellion or Great Rebellion 1857 Answers to all questions.
সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর ৷
হ্যালো বন্ধুরা,
আজ আমরা আলোচনা করব 1857খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্বন্ধে ৷ মহাবিদ্র সম্বন্ধে যেসব প্রশ্নের উত্তর আজকের আলোচনার বিষয় সেগুলোর মোটামুটি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের এসে থাকে ৷এছাড়াও আরো ভালো ভালো প্রশ্নের উত্তর পেতে আমাদের সাইটে ভিজিট করতে পারো
সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ১৮৫৭ সমস্ত প্রশ্ন এবং উত্তর |
1.মহাবিদ্রোহ কত সালে হয়েছিল?
উত্তর :- 1857 সালে ৷
2 .1857 সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন ?
উত্তর :-বিডি সাভারকার ৷
3 .কে ইনাম কমিশন নিয়োগ করেন ?
উত্তর :-লর্ড ডালহৌসি ৷
4 .মহাবিদ্রোহের সময় কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তর :- পামস্টারড(pamsternd) ৷
5 .মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :-লর্ড ক্যানিং ৷
6 .সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর :-ব্যারাকপুরে ৷
7 . লাক্ষোনেতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল?
উত্তর :-বেগম হযরত মহল ৷
8 .মিরাটে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল?
উত্তর :-কদম সিং ৷
9 . ঝাঁসিতে মহাবিদ্রোহ দমনের ভার কার উপর ছিল ?
উত্তর :- হাগ রোজ (Huge Rose) ৷
10 .কে মহাবিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন ?
উত্তর :-ডিসরেলি ও কার্ল মার্কস ৷
12 .মহাবিদ্রোহ থেকে বিরত কারা ছিল ?
উত্তর :-বণিক শ্রেণী ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ৷
13 .কাকে মহাবিদ্রোহের যোগদানের অপরাধে রেঙ্গুনে নির্বাসিত করা হয় ?
উত্তর :-দ্বিতীয় বাহাদুর শাহ ৷
14 .1857সালের মহাবিদ্রোহের শেষে কে বা কারা নেপালে পালিয়ে যায়?
উত্তর :-নানাসাহেব ও বেগম হযরত মহল ৷
15 .শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মহাবিদ্রোহ থেকে বিরত ছিল কেন?
উত্তর :-বিদ্রোহে কোন জাতীয়তাবাদী লক্ষ্য ছিল না ৷
16 .মহাবিদ্রোহের সময় কে দেশীয় রাজাদের “ঝড়-তুফানের বিরুদ্ধে পোতাশ্রয়ের সম্মুখস্থ বাঁধ “বলে অভিহিত করেছেন ?
উত্তর :-লর্ড ক্যানিং ৷
17 . 1857 সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ স্থাপন করেন কে?
উত্তর :-স্যার সৈয়দ আহমেদ খান ৷
18 .মহাবিদ্রোহের কত বছর পর ভারত স্বাধীনতা লাভ করে ?
উত্তর :- 90 বছর পর ৷
19 .স্যার সৈয়দ আহমেদ খান কি জাতীয়তাবাদ বিরোধিতা ছিলেন ?
উত্তর :-জাতীয় কংগ্রেসের ৷
20 . “শের-ই- বঙ্গাল স ” নামে খ্যাত কে ছিলেন ?
উত্তর :-ফজলুল হক ৷
আরো ভালো ভালো প্রশ্নের উত্তর পেতে আমাদের এই চ্যানেলে লগইন করুন