সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)
আশা করি তোমরা ভালোই আছো তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর পঠন সেতু বিষয়ের নমুনা প্রশ্নোত্তর তোমাদের যে সপ্তম শ্রেণীর অধ্যায়- প্রথম তাপ এই চ্যাপ্টারের প্রশ্ন গুলো এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব ।
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)
১. সংক্ষিপ্ত উত্তর দাও:
💦 ১.১ যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় তার নাম থেকে গৃহীত হয়েছে তার চিহ্ন হল —-
ক) Po খ) Pu গ) U ঘ) Hg ।
✅ উত্তরঃ- (ঘ) Hg ।
💦১.২একটি কার্বন পরমাণুতে 6 প্রোটিন , 6 নিউট্রন ও 6 টি ইলেকট্রন আছে । এর মোটভর মোটামুটিভাবে ধরলে —-
ক) 6 টা প্রোটনের ভর
খ) 6 টা প্রোটনের ভর + 6 টা নিউট্রনের ভর
গ) 6 টা প্রোটনের ভর + 6 টা ইলেকট্রনের ভর
ঘ) 6 টা ইলেকট্রনের ভর + 6 টা নিউট্রনের ভর ।
✅ উত্তরঃ- খ) 6 টা প্রোটনের ভর + 6 টা নিউট্রনের ভর ।
💦 ১. ৩ সোডিয়াম ব্রোমাইডের এর সংকেত হলো——
ক)Na2 Br2 খ)Na2 Br গ)) NaBr2 ঘ) NaBr ।
✅ উত্তরঃ- ঘ) NaBr ।
💦 ১. ৪ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো ——
ক) Alo খ) Al2O গ) Al2O2 ঘ) Al2O3 ।
✅ উত্তরঃ- ঘ) Al2O3 ।
💦 ১. ৫ একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণের উদাহরণ হলো ——–
ক) CaO+2HCI → CaCl2+H2O
খ) Mgco3 → Mgo + Co2
গ) KCl+AgNo3 → KNo3 +AgCl
ঘ) Mgo +2HCl → MgCl2 +H2o
✅ উত্তরঃ- খ) Mgco3 → Mgo + Co2 ।
আরো পড়ুনঃ-
২. ঠিক বাক্যের পাশে ‘✓’আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :
💦 ২.১ কঠিন এবং গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na+ ও CI আয়ন উপস্থিত।
উত্তরঃ- ‘✓’ । ✅
💦 ২.২ ফেরাস যৌগের চেয়ে ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা কম।
উত্তরঃ- ‘×’ । ✅
💦 ২.৩ সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো নমুনায় বহু লক্ষ কোটি Na+` ও Cl- আয়ন থাকে ।
উত্তরঃ- ‘✓’ । ✅
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
💦 ৩.১ একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার সমীকরণ লেখো।
✅ উত্তরঃ- প্রত্যক্ষ সংযোগ : যে ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দুটি মৌলের মধ্যে বিক্রিয়ার ফলে যৌগ গঠিত হয় তাকে প্রত্যক্ষ সংযোগ বলা হয়।
বিক্রিয়ার সমীকরণঃ- 2Mg+O2—–> 2Mgo ।
💦 ৩.২ একটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ লেখো।