Life Science

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর  নমুনা প্রশ্নোত্তর। Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat) 

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat) 


সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর  নমুনা প্রশ্নোত্তর || Class-7 Paton Seto/path setu Poribesh Biggan  Tap(heat)  Numuna Proshno uttor-— প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো 

আশা করি তোমরা ভালোই আছো তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর পঠন সেতু বিষয়ের নমুনা প্রশ্নোত্তর তোমাদের যে সপ্তম শ্রেণীর অধ্যায়- প্রথম তাপ এই চ্যাপ্টারের প্রশ্ন গুলো এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব ।

তো চলো নিচে সপ্তম শ্রেণীর পাঠান সেতুর প্রশ্নোত্তরগুলো আমরা দেখিনিয় ।
আরো পড়ুনঃ- 

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)

১. সংক্ষিপ্ত উত্তর দাও:

💦 ১.১  যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় তার  নাম থেকে গৃহীত হয়েছে তার চিহ্ন হল  —-  

ক) Po   খ) Pu  গ) U  ঘ) Hg ।

✅ উত্তরঃ-   (ঘ) Hg । 

💦১.২একটি কার্বন পরমাণুতে 6 প্রোটিন , 6 নিউট্রন ও 6 টি ইলেকট্রন আছে । এর মোটভর মোটামুটিভাবে ধরলে —-    

ক)  6 টা প্রোটনের ভর

খ)  6 টা প্রোটনের ভর + 6 টা নিউট্রনের ভর 

গ) 6 টা প্রোটনের ভর + 6 টা ইলেকট্রনের ভর  

ঘ) 6 টা ইলেকট্রনের ভর + 6 টা নিউট্রনের ভর ।

✅ উত্তরঃ-   খ)  6 টা প্রোটনের ভর + 6 টা নিউট্রনের ভর ।

💦 ১. ৩ সোডিয়াম ব্রোমাইডের এর সংকেত হলো——     

ক)Na2 Br2     খ)Na2 Br গ))    NaBr2    ঘ) NaBr ।

✅ উত্তরঃ-  ঘ) NaBr ।

💦 ১. ৪ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো ——  

ক) Alo     খ)  Al2O    গ) Al2O2     ঘ) Al2O3 ।

✅ উত্তরঃ-  ঘ) Al2O3 । 

💦 ১. ৫ একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণের উদাহরণ হলো ——– 

ক) CaO+2HCI → CaCl2+H2O 

খ) Mgco3  →   Mgo + Co2 

গ) KCl+AgNo3    →   KNo3 +AgCl    

ঘ) Mgo +2HCl → MgCl2 +H2o  

✅ উত্তরঃ- খ) Mgco3  →   Mgo + Co2 । 

আরো পড়ুনঃ-


২. ঠিক বাক্যের পাশে    ‘✓’আর ভুল  বাক্যের পাশে ‘×’  চিহ্ন দাও :

💦 ২.১  কঠিন এবং গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na+ ও CI আয়ন উপস্থিত।

উত্তরঃ- ‘✓’ । ✅

💦 ২.২  ফেরাস যৌগের চেয়ে ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা কম। 

উত্তরঃ- ‘×’ । ✅

💦 ২.৩ সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো নমুনায় বহু লক্ষ কোটি Na+` ও Cl- আয়ন থাকে ।

উত্তরঃ-  ‘✓’ । ✅

আরো পড়ুনঃ-



৩.  একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

💦  ৩.১ একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার সমীকরণ লেখো।

✅ উত্তরঃ-  প্রত্যক্ষ সংযোগ : যে ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দুটি মৌলের মধ্যে বিক্রিয়ার ফলে যৌগ গঠিত হয় তাকে প্রত্যক্ষ সংযোগ বলা হয়।  

  বিক্রিয়ার সমীকরণঃ- 2Mg+O2—–> 2Mgo ।

💦 ৩.২ একটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ লেখো।

✅ উত্তরঃ- বিনিময় বিক্রিয়া : জলে খানিকটা সোডিয়াম ক্লোরাইড (NaCl) দ্রবীভূত করার পরে তার সঙ্গে সিলভার নাইট্রেট (AgNO3) দ্রবণ মেশালে সিলভার ক্লোরাইডের (AgC1) সাদা অধঃক্ষেপ পড়ে।
বিক্রিয়ার সমীকরণঃ- NaCl+ AgNo3 ——> AgCl+NAno3।
💦 ৩.৩ একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণ লেখো।
✅ উত্তরঃ- বিয়োজন : বিয়োজন বিক্রিয়া হলো সেই ধরনের বিক্রিয়া যেখানে সাধারণত তাপ, তড়িৎ অথবা আলোর প্রভাবে অপেক্ষাকৃত জটিল যৌগ বিশ্লিষ্ট হয়ে তার উপাদান মৌলে অথবা সরলতর যৌগে পরিণত হয়।
বিক্রিয়ার সমীকরণ ঃ- 2H2O ——> 2H2+O2 ।
💦 ৩.৪ সমীকরণটি সমিত করো: KCIO, KCHO→       ।
✅ উত্তরঃ- 2KClo3 —–> 2Kcl+ 302 ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button