সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat)
প্রিয় বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । যেটা তোমরা ইংরেজিতে ভুলে থাকো Class-7 Paṭhan setu Poribesh o Biggan Chapter-1 Tap(heat) ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
👉 মেঘ কাকে বলে | বিভিন্ন প্রকার মেঘের বৈশিষ্ট্য ও ছবি
👉 অষ্টম শ্রেণীর ভূগোল মেঘ বৃষ্টি থেকে প্রশ্ন উত্তর
তো চলো বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণির পঠন সেতুর তাপ বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর গুলো নিচে দেখে নিয় ।
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ-
১.১) কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয়——(ক) গলন (খ)বাষ্পীভবন (গ) উর্ধ্বপাতন (ঘ) ঘনীভবন ।
উত্তরঃ- (ক) গলন ।
১.২) বরফ গলনের লীন তাপ 80 cal/গ্রাম কথার অর্থ হলাে –
(ক) 1 গ্রাম বরফ গলে সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে হলে পরিবেশ থেকে 80 cal তাপ গ্রহণ করবে।
(খ) 1 গ্রাম বরফ গলে সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে হলে পরিবেশে 80 cal তাপ বর্জন করবে।
(গ) 1 গ্রাম বরফ থেকে 25°C উষ্ণতার 1 গ্রাম জল পেতে হলে বরফে 80 cal তাপ দিতে হবে।
(ঘ) 1 গ্রাম বরফ থেকে 25°C উষ্ণতার 1 গ্রাম জল পেতে হলে বরফ থেকে 80 cal তাপস নিষ্কাশন করতে হবে।
✅ উত্তরঃ- (ক) 1 গ্রাম বরফ গলে সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে হলে পরিবেশ থেকে 80 cal তাপ গ্রহণ করবে।
ফ্রিল্যান্সিং কোথায় শিখব ২০২২ ও ২০২৩
শিলা কাকে বলে | বিভিন্ন শিলার বৈশিষ্ট্য | শিলা ছবি
২. ঠিক বাক্যের পাশে (ঠিক) আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :-
২.১ হাতে স্পিরিট ঢাললে হাতে ঠাণ্ডা লাগে কারণ স্পিরিট হাতকে বাষ্পীভবনের লীনতাপ দিয়ে দেয়।
উত্তরঃ- ভুল । ❌
২.২ সমান ভরের জল ও দুধের উম্নতা সমান পরিমাণে বৃদ্ধি করতে হলে সমান পরিমাণে তাপ লাগবে।
উত্তরঃ- ভুল । ❌
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ-
৩.১ হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন?
✅ উত্তরঃ- – হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটায় ঠান্ডা অনুভূত হয়। আসলে, স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ (এই ধরনের পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়)। বাষ্পীভবনের জন্য দরকার লীন তাপ। স্পিরিট ওই লীন তাপ কোথা থেকে নেবে? স্পিরিট তখন আশপাশের পরিবেশ ও হাত থেকেই সেই লীন তাপ সংগ্রহ করে। ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উত্মতা কমে যায়। ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়।
৩.২ দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান হওয়া মধ্যেও উন্নতা বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে কি? উদাহরণ দাও ।
✅ উত্তরঃ- হ্যাঁ এটা অবশ্যই হতে পারে আর এটা হবে লীন তাপ এর জন্য ।
উদাহরণ হলঃ- 0°C উষ্ণুতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ 0°C তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত হওয়ার জন্য 80 ক্যালােরি তাপ গ্রহণ করে। এক্ষেত্রে উষ্ণতার কোন পরিবর্তন হয় না ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
👉 ফ্রিতে শিখুন ফ্রিল্যান্সিং ২০২২ ও ২০২৩