সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-৫৫ নমুনা প্রশ্নোত্তর-২ || Class-7 Paton Seto/path setu Poribesh Biggan Page-55 Numuna Proshno uttor-2
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-৫৫ নমুনা প্রশ্নোত্তর-২ || Class-7 Paton Seto/path setu Poribesh Biggan Page-55 Numuna Proshno uttor-2
ক্লাস সেভেন পাঠান সেতু পরিবেশ বিজ্ঞান উদ্ভিদের গঠনগত বৈচিত্র নমুনা প্রশ্নোত্তর-২ পেজ-৫৫
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো তা হলো –
(ক) প্রোটিন
(খ) কার্বোহাইড্রেট
(গ) ভিটামিন
(ঘ) লিপিড।
উত্তরঃ- (গ) ভিটামিন ।
১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো –
(ক) সোডিয়াম
(খ) আয়রন
(গ) আয়োডিন
(ঘ) ক্যালশিয়াম।
উত্তরঃ- (গ) আয়োডিন ।
১.৩ কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটা হলো—
(ক) পর্ব
(খ) কক্ষ
(গ) পর্বমধ্য
(ঘ) পত্রমূল।
উত্তরঃ- (ক) পর্ব ।
১.৪ রূপান্তরিত মৃদগত কাণ্ড দেখা যায় যে গাছে সেটি হলো—
(ক) বেল গাছ
(খ) আম গাছ
(গ) আলু গাছ
(ঘ) নারকেল গাছ।
উত্তরঃ- (গ) আলু গাছ ।
১.৫ ছোটো মাছ খেলে শরীর হাড় তৈরিতে অপরিহার্য একটি ধাতুর ফসফেট যৌগ পায়। ধাতুটি হলো–
(ক) সোডিয়াম
(খ) লোহা
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) ক্যালসিয়াম
উত্তরঃ- (ঘ) ক্যালসিয়াম ।
১.৬ প্রোটিনের অণুতে কোন মৌলটির পরমাণু থাকতেই হবে –
(ক) ম্যাগনেশিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ক্যালশিয়াম
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ- (ঘ) নাইট্রোজেন ।
আরো পড়ুনঃ-
কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী
পঠন সেতু class 7 পরিবেশ ও বিজ্ঞান
২.শূন্যস্থান পূরণ করো :
২.১ ভিটামিন D_____________ দ্রাব্য।
উত্তরঃ- ফ্যাটে ।
২.২ পরাগধানীতে থাকে_______________।
উত্তরঃ- পরাগরেণু ।
২.৩ আমের____________________________অংশ আমরা খেয়ে থাকি।
উত্তরঃ- মধ্যফলত্বক ।
২.৪ ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের রং হবে________________________।
উত্তরঃ- হলুদ ।
৩. ঠিক বাক্যের ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :
৩.১ একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে।
উত্তরঃ- ‘✓’ ।
৩.২ উদ্ভিদের মূলে কোনো পর্ব নেই।
উত্তরঃ- ‘✓’ ।
৩.৩ পাতা ও কাণ্ডের মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলা হয় ।
উত্তরঃ- ‘✓’ ।
৩.৪ আয়রন ট্যাবলেটে ধাতব আয়রন নেই, আছে তার যৌগ।
উত্তরঃ- ‘✓’ ।
৩.৫ জলীয় দ্রবণে H+ আয়ন মুক্ত অবস্থায় থাকতে পারে না।
উত্তরঃ- ‘✓’ ।
৩.৬ লাল লিটমাস কাগজ দিয়ে NaOH ও KOH দ্রবণের পার্থক্য নির্ণয় করা যায় না ।
উত্তরঃ- ‘×’ ।
৪.সংক্ষিপ্ত উত্তর দাও :
৪.১ মানুষের দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।
উত্তরঃ- আয়োডিনের কাজ মানব মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ।
৪.২ জলে দ্রবণীয় এমন একটি ভিটামিনের নাম উল্লেখ করো। ?
উত্তরঃ- জলে দ্রবণীয় একটি ভিটামিন হল ভিটামিন-সি ।
৪.৩ একটি গুল্ম শ্রেণির উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তরঃ- একটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম জবা ।
৪.৪ জবাপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় ।
উত্তরঃ- জবাপাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায় ।
৪.৫ একটি খনিজ অ্যাসিডের নাম অথবা সংকেত লেখো।
উত্তরঃ- একটি খনিজ অ্যাসিড এর নাম হলো সালফিউরিক অ্যাসিড ( H2SO4) ।
আরো পড়ুন:-
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর জীবন ও তার বৈচিত্র্য
অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন ,ও অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি কি
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ ফাইটোকেমিক্যালস আছে এমন দুটি খাবারের নাম লেখো।
উত্তরঃ- ফাইটোকেমিক্যালস আছে এমন দুটি খাবারের নাম হল গাজর , বিট, টমেটো, কমলালেবু, ইত্যাদি ।
৫.২ স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের পার্থক্য লেখো।
উত্তরঃ-
৫.৩ জলকে প্রাথমিকভাবে প্রশম প্রকৃতির দ্রাবক বলার স্বপক্ষে যুক্তি দাও।
উত্তরঃ- যেসব পদার্থের জলীয় দ্রবণে আম্লীকতা অথবা ক্ষারকীয়তা কোন নির্দেশকই ধরা যায় না তাদের প্রশম পদার্থ বলে । তেমনই কোন নির্দেশক দিয়েই জলের আম্লিক না ক্ষারীয় ধর্ম ধরা যায়না তাই জলকে প্রাথমিকভাবে প্রশম প্রকৃতির দ্রাবক বলে ।
৫.৪ নীল লিটমাসের বর্ণ পরিবর্তন করা ছাড়া আর কোন পরীক্ষায় HCl ও HNO, দ্রবণের মিল পাওয়া যাবে?
উত্তরঃ- HCL ও HNO3 উভয় অ্যাসিডই ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে
HCl + NaOH ——> NaCl + H20 ( অ্যাসিড + ক্ষার —-> লবণ + জল )
HNo3 + KoH —–> KNo3 + H2o ( অ্যাসিড + ক্ষার ——> লবণ + জল ) .
৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৬.১ বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে?
উত্তরঃ- i) ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানবদেহের সজীব ও কর্মক্ষম করে তুলে ।
ii) হাড় শক্ত ও মজবুত করে এবং হৃদপিন্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে ।
৬.২ পত্রফলকের কাজ কী কী?
উত্তরঃ- i) পত্রফলকে ক্লোরোফিল থাকায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জৈব শর্করা তৈরি হয় ।
ii) পত্রফলকএর মধ্য দিয়ে অতিরিক্ত জল গাছ বাষ্পমোচন করে দেহের বাইরে বের করে দেয় ।
iii) পত্রফলক সবুজ বলে খাদ্য তৈরি করতে পারে ।
iv) পত্রফলকে পত্ররন্ধ্র থাকায় গ্যাসের আদান-প্রদানে সাহায্য করে ।
৬.৩ কাণ্ডের দুটি কাজ উল্লেখ করো।
উত্তরঃ- i) কান্ড শাখা-প্রশাখা পাতা ফুল ও ফল ধারণ করে
ii) কান্ড মূলের মাধ্যমে শোষিত জল কে পাতায় পৌঁছে দিতে সাহায্য করে ।
৬.৪ প্রাণীদেহে লিপিডের বিভিন্ন প্রকার কাজের কথা উল্লেখ করো।
উত্তরঃ-
(i) শক্তি উৎপাদনঃ-স্নেহ পদার্থ থেকে বেশি শক্তি উৎপন্ন হয় প্রতি গ্রাম লিপিড এর সম্পূর্ণ জারণের ফলে প্রায় 9.3 ক্যালরি তাপ শক্তি উৎপন্ন হয় ।
(ii) মানসিক বিকাশে সহায়তা:- আমাদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি এসিড এর প্রয়োজন হয় ।
(iii) ভিটামিন সরবরাহ:- লিপিড ভিটামিন A, D, E, K-দ্রবীভূত করে এবং তাদের শোষণ ও পরিবহনের সাহায্য করে ।
৬.৫ জীবদেহে জলের দ্রাবক ধর্ম কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তরঃ- (I) জল বিভিন্ন ধাতব আয়ন গ্যাসীয় পদার্থ বিভিন্ন জৈব যৌগের ছোট-বড় অনুকে দ্রবীভূত করতে পারে এরা দ্রবীভূত অবস্থাতে সবচেয়ে বেশি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নাই ।
(II) দ্রবীভূত অবস্থাতেই প্রয়োজনীয় যৌগ দেহে সারা জায়গায় ছড়িয়ে পড়ে এবং দূষিত পদার্থ দেহ থেকে বেরিয়ে যায় ।
তো প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের এই আর্টিকেলের মাধ্যমে সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-৫৫ নমুনা প্রশ্নোত্তর-২ এর প্রশ্ন উত্তর গুলো আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নির্ভুল ভাবে আলোচনা করলাম আমি আশা করবো তোমাদের সম্পূর্ণভাবে হেল্প হয়েছে এছাড়াও তোমাদের আরো অন্যান্য অনুশীলনী প্রশ্ন উত্তর গুলো আমার এই ওয়েবসাইটে সলভ করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো