Life Science

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় পেজ-৪২ মানুষের খাদ্য বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class 7 Paton Setu Poribesh Biggan page 42 solve

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য বিষয় এর নমুনা প্রশ্নোত্তর  । Class 7 Paton Setu Poribesh Biggan page 42 solve– প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো । আজ আমি তোমাদের সঙ্গে এই আর্টিকেলের মাধ্যমে তোমাদের যে সপ্তম শ্রেণীর পঠন সেতু//পাঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মানুষের খাদ্য নমুনা প্রশ্ন উত্তর গুলো এই আর্টিকেলের মাধ্যমে স্বল্প করার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক হেল্প হবে ।

আরো পড়ুনঃ- 
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য বিষয় এর নমুনা প্রশ্নোত্তর । Class 7 Paton Setu Poribesh Biggan page 42 solve

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় পেজ-৪২ মানুষের খাদ্য বিষয় এর নমুনা প্রশ্নোত্তর  । Class 7 Paton Setu Poribesh Biggan page 42 solve

১. ঠিক উত্তর নির্বাচন করো :

 ১. রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো –
(ক) ভিটামিন A 
(খ) ভিটামিন B 
(গ ) ভিটামিন C 
(ঘ) ভিটামিন D
উত্তরঃ- (ক) ভিটামিন A ।
২.  শূন্যস্থান পূরণ করো :
২.১ দৌড়োতে গেলে  __________     প্রয়োজন হয়।
উত্তরঃ-  শক্তির ।
২.২ মাড়ি ফোলা ও রক্ত পড়া      ___________      অভাবে হয়।
উত্তরঃ-  ভিটামিন C ।
৩.  ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :
৩. কমলালেবু থেকে পাওয়া যায় ভিটামিন B কমপ্লেক্স।
উত্তরঃ- ‘✓’ ।
আরো পড়ুনঃ-



৪. সংক্ষিপ্ত উত্তর দাও :

৪.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাবারের নাম লেখো।
উত্তরঃ- খাদ্য তন্তু পাওয়া যায় এমন একটি খাবারের নাম  সজনে ডাঁটা ।
৪.২ কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না? 
উত্তরঃ-  ভিটামিন K  এর অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না । 
আরো পড়ুনঃ-



৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ?
উত্তরঃ- হাড়ের স্বাভাবিক গঠন ও হাড় বেঁকে যাওয়া থেকে রক্ষা করে ভিটামিন D এবং দাঁতের গঠন ঠিক রাখতে আমাদের সাহায্য করে ভিটামিন C ।
৫.২ ভিটামিন B কমপ্লেক্সের অভাবে কী কী উপসর্গ দেখা দিতে পারে?
উত্তরঃ-  i) জিভে , মুখে  ,  ঘা মাড়ি ফুলে যাওয়া এবং
ii)  ঠোঁট ফেটে যাওয়া চোখ ও  নখ ফ্যাকাশে হয়ে যায়
সুপ্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় পেজ-৪২ মানুষের খাদ্য বিষয় এর নমুনা প্রশ্নোত্তর  সম্পূর্ণ প্রশ্ন-উত্তর করে দিলাম এবং কেমন লাগলো তোমাদের এই আর্টিকেলটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং তোমাদের পাঠ্য বিষয়ের কোন কোন চ্যাপ্টার গুলো সলভ করে দিতে হবে তা কমেন্টে লিখে দেবে ধন্যবাদ ।
আরো পড়ুনঃ-



NEXT POST

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button