Life Science
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা বিষয় এর নমুনা প্রশ্নোত্তর | Class-7 Pathun setu Lesson-4
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা বিষয় এর নমুনা প্রশ্নোত্তর– প্রিয় শিক্ষার্থী তুমি কি তোমাদের পঠন সেতু বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুজে পাচ্ছো না তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এই ওয়েবসাইটে আমি তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর সলভ করে দিয়েছি এছাড়াও এই আর্টিকেলের মধ্যে ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-৩৩ চতুর্থ অধ্যায় সমস্ত প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি তোমরা নিচে আর্টিকেলটি পড়ে দেখে নাও ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা বিষয় এর নমুনা প্রশ্নোত্তর ১. ঠিক উত্তর নির্বাচন করো :
💦 ১.১ নীচের যে খাবারে দেহে রক্ত তৈরিতে শরীর কাজে লাগাতে পারবে লোহার এমন যৌগ আছে তা হলো—
(ক) ভাত (খ) ঘি
(গ) দুধ থেকে তৈরি ছানা (ঘ) মেটে বা লিভার
✅ উত্তরঃ- (ঘ) মেটে বা লিভার
💦 ১.২ প্রোটিনের অণুতে কোন মৌলটির পরমাণু থাকতেই হবে——–
ক) সোডিয়াম (খ) পটাশিয়াম
(গ) ক্যালশিয়াম (ঘ) কার্বন
✅ উত্তরঃ- (ঘ) কার্বন ।
💦 ২.> ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :
💦 ২.১ ক্যালসিয়াম ট্যাবলেটে ধাতব ক্যালশিয়াম নেই, আছে তার যৌগ।
✅ উত্তরঃ- ‘✓’ ।
💦 ২.২ মেরু অঞ্চলের প্রাণীদের প্রবল ঠাণ্ডা থেকে বাঁচায় চামড়ার নীচে লিপিডের স্তর।
✅ উত্তরঃ- ‘✓’ ।
💦 ২.৩ অ্যাসিড লাল লিটমাসকে নীল করে।
✅ উত্তরঃ- ‘×’ ।
💦 ২.৪ অ্যাসিড এবং ক্ষার চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
✅ উত্তরঃ- ‘✓’ ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
💦 ৩.> একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
💦 ৩.১ দুরকম অ্যাসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ দাও।
✅ উত্তরঃ- দুরকম অ্যাসিড-ক্ষার নির্দেশকের উদাহরণ হল,–
i) মিথাইল অরেঞ্জ আর
ii) ফেনল থ্যালিন
💦 ৩.২ জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াটির সমীকরণ লেখো।
✅ উত্তরঃ– জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াটির সমীকরণ হল,– HCL—–>H+ +Cl- ।
💦 ৩.৩ জলীয় দ্রবণে কস্টিক সোডার বিয়োজন বিক্রিয়াটির সমীকরণ লেখো।
✅ উত্তরঃ- জলীয় দ্রবণে কস্টিক সোডার বিয়োজন বিক্রিয়াটির সমীকরণ হল,– NaOH—->Na+ +OH ।
💦 ৩.৪ একটি দ্রবণ লিটমাস সাপেক্ষে আম্লিক। এই থেকে দ্রবণে উপস্থিত অ্যাসিডটিকে শনাক্ত করা যায় কি না লেখো ।
✅ উত্তরঃ- একটি দ্রবণ লিটমাস সাপেক্ষে আম্লিক। এই থেকে দ্রবণে উপস্থিত অ্যাসিডটিকে শনাক্ত করা যায়। যথা , নীল লিটমাস দ্রবণের ফিল্টার কাগজের টুকরো ডুবিয়ে শুকিয়ে নিলেও সেই কাগজ দিয়ে এই পরীক্ষা করা যায়।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
💦 ৪.> তিন-চারটি বাক্যে উত্তর দাও :
💦 ৪.১ প্রাণীদেহে প্রোটিনের তিন রকমের কাজের কথা উল্লেখ করো।
✅ উত্তরঃ- প্রাণীদেহে প্রোটিনের তিন রকমের কাজ হল—
i) প্রাণীদেহের যেসব জীবাণুগুলো থাকে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রোটিন অত্যন্ত ভূমিকা পালন করে ।
ii) তোমার হাত পায়ের পেশি তৈরির বিশেষ কারণ প্রোটিন ।
iii) প্রোটিন জাতীয় খাবার যেমন ,মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়ার কারণে প্রাণের বৃদ্ধি হচ্ছে ।
💦 ৪.২ অ্যাসিড ও ক্ষারের ধর্মের তিনটি পার্থক্য উল্লেখ করো।
✅ উত্তরঃ- অ্যাসিড ও ক্ষারের ধর্মের পার্থক্য গুলি হল ,
i) অ্যাসিড টক যুক্ত পদার্থ আর ক্ষার সাধারণত পিচ্ছিল ধরনের হয় ।
ii) অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষার লাল লিটমাসকে নীল করে ।
💦 ৪.৩ অ্যাসিড ও ক্ষারের দ্রবণ নিয়ে কাজ করার সময় কী কী সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন?
✅ উত্তরঃ- i) অ্যাসিড ও ক্ষার নিয়ে কাজ করার সময় ভালো করে দেখতে হবে যে এগুলি কোন জায়গায় বা দেহের কোন অংশে না পরে ।
ii) আর যদি এই এসিড ও ক্ষার কোন সময়ে চোখে পড়ে তাহলে ভালো করে জল দিয়ে ধুয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত ।
গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন