ভিটামিন কে নামকরণ করেন? ভিটামিন চ্যাপ্টার ১
হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিটামিন সম্পর্কে।
1. ভিটামিন কে নামকরণ করেন?
উত্তর:-ক্যাসিমির ফাঙ্ক।
2. জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?
উত্তর:-ভিটামিন B1,B2,B3,B5,B6,B7,B9,B12,AND –C .
3. ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি?
উত্তর:-ভিটামিনA,D,E,K.
4. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
উত্তর:-অ্যাসকরবিক অ্যাসিড।
5. ভিটামিন সি এর উৎস গুলি কি কি?
উত্তর:-আমলকি ,লেবু, পেয়ারা ,মাতৃদুগ্ধ ।
6. লেবু খাওয়ার পর জল খাওয়া উচিত নয় কেন?
উত্তর:-লেবুতে ভিটামিন সি থাকে, যা জলে দ্রবণীয়। তাই প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় ।তাই লেবু খাওয়ার পর জল খাওয়া উচিত নয়।
Read Also: Which Disease is Caused by Deficiency of Vitamin E?
7. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর:-ভিটামিন সি।
8. ভিটামিন A এর রাসায়নিক নাম কি?
উত্তর:-রেটিনল।
9. ভিটামিন A এর অভাবে কি রোগ হয়?
উত্তর:-রাতকানা।
10. ভিটামিন A এর উৎস গুলি কি কি?
উত্তর:-বাঁধাকপি, পাকা আম ,টমেটো ,গাজর ,হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল।
11. সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়?
উত্তর:-ভিটামিন D//D3.
12. ভিটামিন D এর রাসায়নিক নাম কি?
উত্তর:-ক্যালসিফেরোল।
13. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর:-ভিটামিন D।
14. ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
উত্তর:-টোকোফেরল।
15. রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর:-ভিটামিন K।
16. ভিটামিন k এর রাসায়নিক নাম কি?
উত্তর:-ফাইলোকুইনোন।
17. ভিটামিন K এর উৎস কি?
উত্তর:-লেটুস শাক, মটরশুঁটি, মাছ ,ডিম, মাংস।
18. চুল পড়ে যায় কোন ভিটামিনের অভাবে?
উত্তর:- vitamin B7,B9।
19. কোন ভিটামিন খুব সহজে মানুষের দেহে সঞ্চিত হয়?
উত্তর:-ভিটামিন D।
20. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়?
উত্তর:-ভিটামিন C।