GK

বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব//West Bengal police GK question previous year .

 

আজ আমরা আলোচনা করব বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ও কিছু গ্রুপ ডি এর কোশ্চেন নিয়ে।

বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব

 

1. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন?

উত্তর:-হরভজন সিং।

2. প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?

উত্তর:-অমৃতা প্রীতম।

3. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন?

উত্তর:-লাক্ষাদ্বীপ।

4. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?

উত্তর:-অরুনিমা সিনহা।

5. পৃথিবীর সবচেয়ে পুরনো এবং গভীরতম স্বাদু জলের হদ্র কি?

উত্তর:-বৈকাল।

6. গ্রেট ব্যারিয়ার রিফ কি ধরনের সংগঠন?

উত্তর:-প্রবাল সংগঠন।

7. বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি?

উত্তর:-টাকা।

8. ব্রাজিলের রাজধানীর নাম কি?

উত্তর:-ব্রাসিলিয়া।

9. কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক?

উত্তর:-চীন।

10. ভারতের সবচেয়ে পুরনো পত্রিকার নাম কি?

উত্তর:-ক্যালকাটা রিভিউ।

11. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিট প্রকাশ পায়?

উত্তর:-মীরাবাঈ ।

12. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি?

উত্তর:-ক্যাম্পিয়ান সাগর।

13. ফ্রান্সের রাজধানী কি?

উত্তর:-প্যারিস।

14. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে?

উত্তর:-সরোজিনী নাইডু।

15. প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হয়?

উত্তর:-আরতি সাহা।

16. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি?

উত্তর:-সাল্টো এঞ্জেল।

17. কানাডার রাজধানী কি?

উত্তর:-ওটা ওয়া।

18. এশিয়ার আলো কাকে বলা হয়?

উত্তর:-বুদ্ধ কে।

19. অশ্রুর দ্বার কাকে বলা হয়?

উত্তর:-বাব -এল -মান্দেব (জেরুজালেম)।

20 আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি?

উত্তর:-চৈত্র মাস।

21. সাহিত্য একাডেমী কোথায় অবস্থিত?

উত্তর:-নিউ দিল্লি।

22. প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?

উত্তর:-বাচেন্দ্রী পাল।

23. পাকিস্তান এবং ভারতের বিভাজন কারী রেখাটি কি?

উত্তর:-র্্যাডক্লিফ  লাইন।

******বর্তমানে পৃথিবীর সর্বাপেক্ষা স্বাধীন রাষ্ট্র হলো মোনাকো।*******””**************

24. পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?

উত্তর:-ভ্যাটিকান সিটি।


25. চীন দেশের রাজধানী কি?

উত্তর:-বেজিং।


26. পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর নাম কি?

উত্তর:-বুর্জ খলিফা।


27. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?

উত্তর:-আমাজন।


28. বজ্রপাতের দেশ কাকে বলা হয়?

উত্তর:-ভুটানকে।


29. আফগানিস্তানের রাজধানীর নাম কি?

উত্তর:-কাবুল।


30. জাপানের বৃহত্তম মুদ্রা কি?

উত্তর:-ইয়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button