History

বিগত বছরের ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তর ।

বিগত বছরের ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তরবিগত বছরের ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তর

 

বিগত বছরের ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তর ।

1.আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন ?

উত্তরঃ- 326 খ্রি: পূ.৷

২.কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরে লুন্ঠন করেন ?

উত্তরঃ-নাদির শাহ ৷

3.কলকাতার এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?’

উত্তরঃ-1784 খ্রি: ৷

4.পান্ড্য বংশের রাজধানীর নাম কী?

উত্তরঃ-মাদুরাই ৷

5.আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন ?

উত্তরঃ-অরবিন্দ ঘোষ ৷

6.কে 1930 সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন ?

উত্তরঃ-স্বামী সহজানন্দ ৷

7.কোন বিখ্যাত জৈন পন্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন ?

 উত্তরঃ- হরিবিজয় ৷

৪.কোন সুলতান নিজেকে  দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে বর্ণনা করেছেন ?

উত্তরঃ-আলাউদ্দিন খলজি ৷

9.ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ?

উত্তরঃ-রাজা রামমোহন রায় ৷

10.নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেন ?

উত্তরঃ-দ্বিতীয় পুলকেশী ৷

11.চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হল -?

উত্তরঃ-দিল্লি এবং মেবার ৷

12 .জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন  ?

উত্তরঃ-গোপাল কৃষ্ণ গোখলে ৷ 

13.প্রথম কারা ভারতের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক স্থাপন করে  ?

উত্তরঃ- পোর্তুগিজ ৷

14. বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন ?

উত্তরঃ-  অশোক ৷

15 .কোন মন্দির চোল দ্বারা নির্মিত ?

উত্তরঃ-  বৃহদেশ্বর মন্দির ৷ এটি তাঞ্জাভুর অবস্থিত ৷

16.সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদের তীরে অবস্থিত ?

উত্তরঃ-  মহেন – জো- দারো ৷

17.চম্পারণ  নীল আন্দোলনের নেতা কে  ছিলেন ?

উত্তরঃ- মহাত্মা গান্ধী ৷

18.কোন সুলতান ‘ জিলিল্লাহ ‘ উপাধি ধারণ করেন ?

উত্তর :-বলবন ৷

19.আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন ?

উত্তর :-আলাউদ্দিন খলজির ৷

২০.কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় ?

উত্তর :- 1911 খ্রি.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button