বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে
বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে 2022,2023
বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে |
1.কোন মুঘল সম্রাট ‘ঝারোখা দর্শন ‘প্রথার প্রবর্তন করেন ?
উত্তর :-আকবর ৷
2.কোথায় 1857 এর মহাবিদ্রোহের কোন প্রভাব পড়েনি ?
উত্তর:-চেন্নাই তে ৷
3.কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে?
উত্তর:-আমির খসরু ?
4.1942 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন ?
উত্তর:-ভারত ছাড়ো আন্দোলন ৷
5.কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর:- জইনুল আবেদিন ৷
6.কে ভক্তি আন্দোলনের সূচনা করেন ?
উত্তর:-রামানুজ ৷
7.কোন আইনের বিরুদ্ধে গান্ধীজী 1919 সালের সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?
উত্তর:-রাওলাট আইন |
8.খান আবদুল গফ্ফর খান এর কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল ?
উত্তর:-লাল কুর্তা বাহিনী গঠন ৷
9.টোডরমল কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত?
উত্তর:-ভূমি সংস্কার ৷
10.বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর:-আলাউদ্দিন খলজী ।
11.কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় ?
উত্তর:- 1940 খ্রিঃ।
12.কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় ?
উত্তর:-লর্ড ওয়েলেসলি ৷
13.1857সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:-ক্যানিং |
14.হর্ষবর্ধন রচিত নাটকের নাম কি ?
উত্তর:-রত্নাবলী ৷
15 .লালা লাজপত রায় কিসের বিরোধী করার সময় গুরুতরভাবে জখম হয় ?
উত্তর:-সাইমন কমিশন গঠনের সময় ৷
16.কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত?
উত্তর:-মুহাম্মদ বিন তুঘলক ৷
17.কে জাবতি প্রথা প্রবর্তন করেন ?
উত্তর:-আকবর।
18.গান্ধীজী কোথায় থেকে ডান্ডি যাত্রা শুরু করে ?
উত্তর:-সবরমতী আশ্রম থেকে ৷
19.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় ?
উত্তর:-সুরাট ৷
২০.ভারতে কে হরিজন সংঘ গঠন কর ?
উত্তর:-মহাত্মা গান্ধী ৷