History

বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে

 বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে 2022,2023

বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে
বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তর ইতিহাস থেকে 

1.কোন মুঘল সম্রাট ‘ঝারোখা দর্শন ‘প্রথার প্রবর্তন করেন ?

উত্তর :-আকবর ৷

2.কোথায় 1857 এর মহাবিদ্রোহের কোন প্রভাব পড়েনি ?

উত্তর:-চেন্নাই তে ৷

3.কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে?

উত্তর:-আমির খসরু ?

4.1942 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন ?

উত্তর:-ভারত ছাড়ো আন্দোলন ৷

5.কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

উত্তর:- জইনুল আবেদিন ৷

6.কে ভক্তি আন্দোলনের সূচনা করেন ?

উত্তর:-রামানুজ ৷

7.কোন আইনের বিরুদ্ধে গান্ধীজী 1919 সালের সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?

উত্তর:-রাওলাট আইন |

8.খান আবদুল গফ্ফর খান এর কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল ?

উত্তর:-লাল কুর্তা বাহিনী গঠন ৷

9.টোডরমল কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত?

উত্তর:-ভূমি সংস্কার ৷

10.বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?

উত্তর:-আলাউদ্দিন খলজী ।

11.কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় ?

উত্তর:- 1940 খ্রিঃ।

12.কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় ?

উত্তর:-লর্ড ওয়েলেসলি ৷

13.1857সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:-ক্যানিং |

14.হর্ষবর্ধন রচিত নাটকের নাম কি ?

উত্তর:-রত্নাবলী ৷

15 .লালা লাজপত রায় কিসের বিরোধী করার সময় গুরুতরভাবে জখম হয় ?

উত্তর:-সাইমন কমিশন গঠনের সময় ৷

16.কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত?

উত্তর:-মুহাম্মদ বিন তুঘলক ৷

17.কে জাবতি প্রথা প্রবর্তন করেন ?

উত্তর:-আকবর।

18.গান্ধীজী কোথায় থেকে ডান্ডি যাত্রা শুরু করে ?

উত্তর:-সবরমতী আশ্রম থেকে ৷

19.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় ?

উত্তর:-সুরাট ৷

২০.ভারতে কে হরিজন সংঘ গঠন কর ?

উত্তর:-মহাত্মা গান্ধী ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button