History

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর

 পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর জেনারেল নলেজ থেকে|

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর

                           পার্ট –১
1.কলকাতায় কবে পাতাল রেল চালু হয়?
Ans:-1984 খ্রিস্টাব্দে|
2.কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ?
Ans:-ক্যান্টিলিভার ব্রিজ|
3.শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ?
Ans:-স্যার ডেভিড অক্টারলোনি|
4.বর্তমান ভারত কে রচনা করেন?
Ans:-স্বামী বিবেকানন্দ|
5.জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?
Ans:-বোম্বে |
6.প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হয়?
Ans:-আরতি সাহা|
7.মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন?
Ans:-সুভাষচন্দ্র বোস|
8.বিধান সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans:-1935 খ্রিস্টাব্দে|
9.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
Ans:-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়|
10.কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
Ans:-শ্রীমতি পদ্মা খাস্তগীর|
11. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশি বার নির্বাচিত হয়েছিল?
Ans:-দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ।
12. ৩৪ তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে?
Ans:-উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
13. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
Ans:-দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
14. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans:-1876 খ্রিস্টাব্দে।
15. পৃথিবীর নবীনতম রাষ্ট্র নাম কি?
Ans:-সাউথ সুদান।
16. ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত?
Ans:-রাজা  তৃতীয় উইলিয়াম।
17. কলকাতা ,মুম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Ans:-1857 খ্রিস্টাব্দে।
18. লেভ কোন দেশের মুদ্রা।
Ans:-বুলগেরিয়া।
19. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
Ans:- আটলান্টা।
20. পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে?
Ans:-শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়।
👉👉👉👉 Coming soon part 2 .


Please share this questions and answers with your friends.




            Thank you so much.



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button