পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর //ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়-১ …
হ্যালো বন্ধুরা ,,আজ আমি ক্লাস সিক্সের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে আলোচনাকরতে চলেছি। ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা এইসব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলুন শুরু করা যাক…
১.আমরা খাদ্যের জন্য নির্ভর করে কিসের উপর?
উত্তরঃ-সবুজ উদ্ভিদের উপর।
২.গাজরের কোন অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তরঃ-মূল।
৩.আমের কোন অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তরঃ- ফল ত্বক।
৪.ভুট্টার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তরঃ-বীজ।
৫.পাহাড়ি অঞ্চলে বা ভূমিকম্প প্রবণ এলাকায় মানুষ বাড়ি তৈরি করে কি দিয়ে?
উত্তরঃ-কাঠ দ্বারা।
৬.গঁদের আঠা পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তরঃ-বাবলা গাছ থেকে।
৭.রজন ব্যবহৃত হয় কিসে?
উত্তরঃ-কাঠ পালিশ করতে।
৮.রবার গাছ থেকে যে বর্জ্য পদার্থ বের হয় তাকে কি বলে?
উত্তরঃ-তরুক্ষীর।
৯.কুইনাইন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?
উত্তরঃ-সিঙ্কোনা গাছ থেকে।
১০.সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন নিষ্কাশিত বা বার হয়?
উত্তরঃ-কান্ডের ছাল থেকে।
১১.ম্যালেরিয়া রোগের ঔষধের নাম কি?
উত্তরঃ-কুইনাইন।
১২.আমরা শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করি?
উত্তরঃ-অক্সিজেন(O2)।
১৩.আমরা শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস বর্জন করি বা ছেড়ে দিই?
উত্তরঃ-কার্বন ডাই অক্সাইড(CO2)।
১৪.উদ্ভিদ খাদ্য তৈরীর সময় কোন গ্যাস গ্রহণ করে?
উত্তরঃ-কার্বন ডাই অক্সাইড(CO2)।
১৫.উদ্ভিদ খাদ্য তৈরীর সময় কোন গ্যাস ছেড়ে দেয় বা ত্যাগ করে?
উত্তরঃ-অক্সিজেন(O2)।
১৬.পরাগ মিলনের সময় পরাগরেণু সেই ফুলের কোন অংশে এসে পরে?
উত্তরঃ-গর্ভমুণ্ডে ।
১৭.কোন গাছের পাতায় নাইট্রোজেন বন্ধন কারী ব্যাকটেরিয়া থাকে?
উত্তরঃ-অ্যাজোলা গাছের পাতায় ।
১৮.মানুষের দেহের ভিতর বসবাসকারী একটি পরজীবী প্রাণীর নাম কি?
উত্তরঃ-ফিতাকৃমি ।
১৯.মানুষের মাথায় বসবাসকারী একটি পরজীবী প্রাণীর নাম কি?
উত্তরঃ-উকুন ।
২০.কোন প্রকার মৌমাছি মধু তৈরিতে অংশগ্রহণ করে?
উত্তরঃ-শ্রমিক মৌমাছি ।
২১.রেশম মথের থেকে আমরা কি পাই
উত্তরঃ- সিল্ক ।
২২.কোন ভিটামিন হাড়কে মজবুত করে এবং রিকেট রোগ প্রতিরোধ করে?
উত্তরঃ- ভিটামিন ডি ।
২৩.কোন অনুজীবি বা ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে?
উত্তরঃ- ল্যাকটোব্যাসিলাস ।
২৪.দই-এ কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তরঃ- ল্যাকটিক অ্যাসিড ।
২৫.ইস্ট হল একপ্রকার কি?
উত্তরঃ- এককোষী ছত্রাক ।
২৬.পাউরুটি কে ফুলে-ফেঁপে উঠতে সাহায্য করে কে?
উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড ।
২৭.স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়াকে উপকারী ব্যাকটেরিয়া বলা হয় কেন?
উত্তরঃ- এন্টিবায়োটিক ঔষধ তৈরিতে সাহায্য করে ।
২৮.ঝাড়ুদার পাখি নামে পরিচিত কে?
উত্তরঃ- কাক ।
২৯.ভালো ব্যাকটেরিয়া মানুষের কোথায় বাস করে?
উত্তরঃ- অন্তে।
৩০.মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে পরিবহনের সাহায্য করে কে?
উত্তরঃ- উট ও খচ্চর ।
৩১.সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে?
উত্তরঃ-সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে ।
৩২.আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তরঃ-কান্ড ।
৩৩.আমরা কোথায় থেকে অধিকাংশ ভিটামিন পাই
উত্তরঃ-শাকসবজি থেকে ।
৩৪.মৌমাছি ফুলের কোন অংশ সংগ্রহ করে মধু তৈরি করে?
উত্তরঃ-মকরন্দ ।
৩৫.ইস্ট এর বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তরঃ-স্যাকারোমাইসেস সেরেভিসি ।
৩৬.যখন দুটি জীব পারস্পারিক সহচর্যে বেঁচে থাকে তাকে কি বলে ?
উত্তরঃ-মিথোজীবিতা ।
৩৭.দড়ি কি দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ-্তন্তু দিয়ে ।
৩৮.চোখ ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে ?
উত্তরঃ-ভিটামিন-এ ।
৩৯.ভিটামিন এ প্রচুর পরিমাণে কিসের থেকে পাওয়া যায় ?
উত্তরঃ-কড মাছের যকৃতের তেল থেকে ।
৪০.পাউরুটি তৈরি করতে কোন কোন উপাদান লাগে ?
উত্তরঃ-জল, আটা বা ময়দা ,আর লাগে ইস্ট ।
তো বন্ধুরা ,
কেমন লাগলো তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতার প্রশ্নের উত্তরগুলো । যদি একটুও ভালো লেগে থাকে এবং যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ , এবং কমেন্ট বক্সে তোমার মতামত জানাও …