Life Science
পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. একটি উড়ন্ত বিমানের কোন শক্তি থাকে ?
✅ উত্তর :- স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই ৷
2. স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কি থাকে ?
✅ উত্তর :- শক্তি ৷
3.শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন সময়?
✅ উত্তর :- শীতকালে ৷
4. ঘাত কোন রাশি?
✅ উত্তর :- ভেক্টর রাশি ৷
5. ‘বার ‘ কোন রাশির একক ?
✅ উত্তর :- বায়ুমণ্ডলীয় চাপ ৷
6.কোন্ তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় ?
✅ উত্তর :- 0 ডিগ্রি C.
7. ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্স ?
✅ উত্তর : – উত্তল লেন্স ৷
৪. ক্ষমতার একক হল কী?
✅ উত্তর :- ওয়াট ৷
9. একটি কাঠের ব্লক জলে ভাসছে ৷ জলের পরিবর্তে অ্যালকোহল এর ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে ?
✅ উত্তর :- সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভাসতে থাকবে ৷
10. ত্বরণের একক হল কী?
✅ উত্তর :- মিটার/ সেকেন্ড স্কয়ার ৷
11. কোন ধরনের লেন্স হ্রস্বদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয় ?
✅ উত্তর :- অবতল লেন্স ৷
12 . একটি হাতুড়িকে ওপরে তুললে কী হয়?
✅ উত্তর : – অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায় ৷
13. ফিউজ এর প্রাথমিক কাজ কি ?
✅ উত্তর :- উচ্চ তড়িৎপ্রবাহকে বাধা দেওয়া ৷
14. যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় ,তা হল – ?
✅ উত্তর :- তাপমাত্রা ৷
15 .কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান ?
✅ উত্তর :- (-40ডিগ্রি) ৷
16. একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে ?
✅ উত্তর : – অবতল লেন্সের ন্যায় ৷
17. আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় ,তা হল ?
✅ উত্তর :- মহাজাগতিক দূরত্ব ৷
18. সেলসিয়াস স্কেলে 300k -এর মান কত?
✅ উত্তর :- 27 ডিগ্রি (C ) ৷
19. ঘনীভবন কি ?
✅ উত্তর :- বাষ্প থেকে তরলে রূপান্তর ৷
20. জলে জমে বরফ হলে কী কারনে?
✅ উত্তর :- তাপ নির্গত হয় ৷
21.আপেক্ষিক রোধের SI একক কি?
✅ উত্তর :-ওহম- মিটার ৷
22.কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
✅ উত্তর :- 310.
23.গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে ?
✅ উত্তর :-কেপলার ৷
24.মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কী?
✅ উত্তর :-তড়িৎ আবেশ ৷
25.ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয় ?
✅ উত্তর :-সমুদ্রের গভীরতা ৷
26.ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কি ?
✅ উত্তর :-টিন ও সীসা ৷
27.ডাক্তারি থার্মোমিটার কে আবিস্কার করেন ?
✅ উত্তর :-ফারেনহাইট ৷
২৪.ডেসিবল কিসের একক ?
✅ উত্তর :-শব্দের তীব্রতা মাপার একক ৷
25.বৈদ্যুতিক জেনারেটর এ রূপান্তরিত হয়ে কোন শক্তি ?
✅ উত্তর :-যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি ৷
26.বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
✅ উত্তর :-ব্যারোমিটার ৷
27.তাপ শক্তির মূল উৎস কি?
✅ উত্তর :-সূর্যের আলো৷
28.শব্দ হলো এক ধরনের কি?
✅ উত্তর :-শক্তি ৷
29.তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
✅ উত্তর :- অ্যামিটার ৷
30.মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ভিত্তিতে তৈরি হয়?
✅ উত্তর :- পাস্কালের সূত্রের ভিত্তিতে ৷
Hi
Nice