GK

জেনারেল অ্যাওয়ারনেস

জেনারেল অ্যাওয়ারনেস

1. ‘life of Pi ‘ -শীর্ষক বইটির লেখক কে ?

উত্তর :-ইয়ান মার্টেল ৷

2.1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় 395 টি আর্টিকেল এবং মোট কতগুলি তপশীল নিয়ে গৃহীত হয়েছিল?

উত্তর :- 8 টি |

3.পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?

উত্তর :-ভ্যাটিকান সিটি ।

4.কত সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী করা হয়েছিল ?

উত্তর :- 1951 সালে ৷

5. ‘দি আরগুমেনটেটিভ ইন্ডিয়া’ পুস্তকটি লেখক কে ?

উত্তর :-অমর্ত্য সেন ৷

6.বায়ুমন্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে?

উত্তর :- ওজন গ্যাস ৷

7.পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর নাম কি ?

উত্তর :-বুর্জ খলিফা ৷

8.সম্প্রতি প্রকাশিত ‘ ‘গ্লোবাল ইনোভেশন সূচক 2020 ‘শীর্ষে কোন দেশ?

উত্তর :-সুইজারল্যান্ড ৷

9.জাতীয় আইন দিবস কবে পালিত হয় ?

উত্তর :-26 শে নভেম্বর ৷

10.ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ?

উত্তর :-সুকুমার সেন ৷

11. ‘আম্ফান ‘ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ?

উত্তর :-থাইল্যান্ড ।

12. ‘ফনি ‘ঝড়ের নামকরণ করেছে কোন দেশ?

উত্তর :-বাংলাদেশ ৷

13. ‘বুলবুল ‘ ঝড়ের নামকরণ করেছে কোন দেশ?

উত্তর :-পাকিস্তান ৷

14.স্বাধীন ভারতের প্রথম বাজেট উপস্থাপন করা হয়েছিল কত সালে?

উত্তর :- 1947 সালে ৷

15 .স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে করা হয়েছিল?

উত্তর :-1951 সালে ৷

16. “সাতবাহন রাজবংশের “প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- সিমুক ৷

17.নাসিক প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর :- গৌতমী বলশ্রী।

18.তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?

উত্তর :-ভাগীরথী ৷

19.শিক্ষার অধিকার কে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে?

উত্তর :- 86 তম সংশোধনীর মাধ্যমে।

20.প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 8th  September.

21. “এশিয়ার ” আলো কাকে বলা হয় ?

উত্তর :- বুদ্ধকে ৷

22.প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন ?

উত্তর :-নীল আমস্ট্রং।

23.মনিপুর কে ভারতের মনিকে বলতেন ?

উত্তর :-জহরলাল নেহেরু ৷

24.ভারতের দুধের বালতি  কাকে বলা হয় ?

উত্তর :-হরিয়ানা কে ৷

25.ভারতের জাতীয় পশু কি ?

উত্তর :-বাঘ ৷

26.বন্দেমাতরম রচনা করেছেন কে ?

উত্তর :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷

27.ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?

উত্তর :-আর্য ভট্ট ৷

29.ভারতের রূঢ় কাকে বলা হয় ?

উত্তর :-দুর্গাপুর কে ৷

30. “জন- গন-মন” কে ভারতের জাতীয় সংগীত হিসেবে গণ্য করেছে কত সালে?

উত্তর :-24 শে জানুয়ারি 1950 |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button