Life Science

জীবন বিজ্ঞান থেকে আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর।

জীবন বিজ্ঞান থেকে আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর।

1. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তার নাম কি?

উত্তর:-রাইবোফ্ল্যাভিন।

2. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য?

ক)A

খ)D

গ)B

গ)E

উত্তর:-গ)B

3. চিংড়ির রক্ত রঞ্জক কি?

উত্তর:-হিমোসায়ানিন।

4. মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উত্তর:-রাইজোবিয়াম।

5. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত?

উত্তর:-300 গ্রাম।

6. প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি?

উত্তর:-সিলিয়া।

7. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন এর নাম কি?

উত্তর:-অক্সিন।

8. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কি বলা হয়?

উত্তর:-জুভেনাইল হরমোন।

9. মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়?

উত্তর:-পিটুইটারি গ্রন্থিকে।

10. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি?

উত্তর:-ইনসুলিন ও গ্লুকাগন।

11. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়?

উত্তর:-ইনসুলিন।

12. বংশগতিবিদ্যার জনক কে?

উত্তর:-মেন্ডেল।

13. ‘The origin of species by means of natural selection’–বইটির লেখক কে?

উত্তর:-ডারউইন।

14. জীব বিদ্যার নিউটন কাকে বলে?

উত্তর:-ডারউইন।

15. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত?

উত্তর:-1.36 কিলোগ্রাম।

16. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?

উত্তর:-ডাক্তার খোরানা।

17. কপি প্রস্তুত হয় কি থেকে?

উত্তর:-বীজ থেকে।

18. যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে?

উত্তর:-ক্রায়োফাইট।

19. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোন টির নাম কি?

উত্তর:-ইথিলিন।

20. মানব দেহের সমস্ত কাজকর্ম যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলা হয়?

উত্তর:-স্নায়ুতন্ত্র।

21. কোন প্রক্রিয়ায় জীব দেহের শক্তির মুক্তি ঘটে?

উত্তর:-শ্বসন।

23. ক্লোরোমাইসেটিন ওষধ যে রোগের জন্য ব্যবহৃত হয়?

উত্তর:-টাইফয়েড।

24. ফুসফুসের আবরণ কে কি বলা হয়?

উত্তর:-প্লুরা।

25. হৃদপিন্ডের আবরণ কে কি বলা হয়?

উত্তর:-পেরিকার্ডিয়াম।

26. বি এম আর বাড়ায় যে হরমোনটি তার নাম কি?

উত্তর:-থাইরক্সিন।

27. সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় কোন খাদ্য থেকে?

উত্তর:-স্নেহ জাতীয় খাদ্য থেকে।(সোয়াবিন ,ঘি, ডালডা, চর্বি।

28. ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়?

উত্তর:-অস্টিওম্যালেসিয়া।

29. পীতজ্বর রোগ সংক্রামণের বাহক কোনটি?

উত্তর:-ইডিস মশা ।

30. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর:-অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।

পিডিএফ ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

👇👇👇👇👇👇👇👇

Click here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button