জীবন বিজ্ঞান থেকে আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর।
1. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তার নাম কি?
উত্তর:-রাইবোফ্ল্যাভিন।
2. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য?
ক)A
খ)D
গ)B
গ)E
উত্তর:-গ)B
3. চিংড়ির রক্ত রঞ্জক কি?
উত্তর:-হিমোসায়ানিন।
4. মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি?
উত্তর:-রাইজোবিয়াম।
5. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত?
উত্তর:-300 গ্রাম।
6. প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি?
উত্তর:-সিলিয়া।
7. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন এর নাম কি?
উত্তর:-অক্সিন।
8. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কি বলা হয়?
উত্তর:-জুভেনাইল হরমোন।
9. মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়?
উত্তর:-পিটুইটারি গ্রন্থিকে।
10. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি?
উত্তর:-ইনসুলিন ও গ্লুকাগন।
11. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়?
উত্তর:-ইনসুলিন।
12. বংশগতিবিদ্যার জনক কে?
উত্তর:-মেন্ডেল।
13. ‘The origin of species by means of natural selection’–বইটির লেখক কে?
উত্তর:-ডারউইন।
14. জীব বিদ্যার নিউটন কাকে বলে?
উত্তর:-ডারউইন।
15. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত?
উত্তর:-1.36 কিলোগ্রাম।
16. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
উত্তর:-ডাক্তার খোরানা।
17. কপি প্রস্তুত হয় কি থেকে?
উত্তর:-বীজ থেকে।
18. যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে?
উত্তর:-ক্রায়োফাইট।
19. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোন টির নাম কি?
উত্তর:-ইথিলিন।
20. মানব দেহের সমস্ত কাজকর্ম যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলা হয়?
উত্তর:-স্নায়ুতন্ত্র।
21. কোন প্রক্রিয়ায় জীব দেহের শক্তির মুক্তি ঘটে?
উত্তর:-শ্বসন।
23. ক্লোরোমাইসেটিন ওষধ যে রোগের জন্য ব্যবহৃত হয়?
উত্তর:-টাইফয়েড।
24. ফুসফুসের আবরণ কে কি বলা হয়?
উত্তর:-প্লুরা।
25. হৃদপিন্ডের আবরণ কে কি বলা হয়?
উত্তর:-পেরিকার্ডিয়াম।
26. বি এম আর বাড়ায় যে হরমোনটি তার নাম কি?
উত্তর:-থাইরক্সিন।
27. সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় কোন খাদ্য থেকে?
উত্তর:-স্নেহ জাতীয় খাদ্য থেকে।(সোয়াবিন ,ঘি, ডালডা, চর্বি।
28. ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়?
উত্তর:-অস্টিওম্যালেসিয়া।
29. পীতজ্বর রোগ সংক্রামণের বাহক কোনটি?
উত্তর:-ইডিস মশা ।
30. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?
উত্তর:-অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।
পিডিএফ ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।
👇👇👇👇👇👇👇👇
Nice
Good