Life Science
জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য
জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য
1.জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য ?
জাইলেম | ফ্লোয়েম |
1. জাইলেমের প্রধান উপাদান ট্র্যাকীয়া ও ট্র্যাকীড, এরা মৃত। 2. জাইলেমের মাধ্যমে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন ” (সংবহন) সম্পন্ন হয়। 3. জাইলেমের মাধ্যমে জল ও জলে দ্রবীভূত | খনিজ লবণ পরিবাহিত হয়। 4. জাইলেমের উপাদানগুলি হল : ট্র্যাকীয়া, ট্র্যাকীড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলে তন্তু।
| 1. ফ্লোয়েমের প্রধান উপাদান সীভনল ও সীভ কোষ, এরা সজীব। 2. ফ্লোয়েমের মাধ্যমে প্রধানত নিম্নমুখী পরিবহন (সংবহন) সম্পন্ন হয়। 3. ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য পরিবাহিত হয়। | 4. ফ্লোয়েমের উপাদানগুলি হল : সীভনল বা সীভ কোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু।।
|
_