ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার নমুনা প্রশ্নোত্তর/ class seven pothon setu poribesh biggan poramanu and rasanic becreay page 23,24 solve
সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ গঠনের পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার ভূমিকা বিষয় এর নমুনা প্রশ্নোত্তর
—প্রিয় শিক্ষার্থী তুমি কি তোমাদের পঠন সেতু বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুজে পাচ্ছো না তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এই ওয়েবসাইটে আমি তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর সলভ করে দিয়েছি
এছাড়াও এই আর্টিকেলের মধ্যে ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-23 24 পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ারসমস্ত প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি তোমরা নিচে আর্টিকেলটি পড়ে দেখে নাও ।
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার নমুনা প্রশ্নোত্তর/ class seven pothon setu poribes biggan poramanu and rasanic becreay page -23,24 solve
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয়—
উত্তরঃ- ফারেনহাইট স্কেলের 1° সেলসিয়াস স্কেলের ৩৩.৮° F ডিগ্রির সমান।
৪.৩ SI পদ্ধতিতে তাপের একক কী?
উত্তরঃ- SI পদ্ধতিতে তাপের একক হল কেল্ভিন।
৪.৪ কোনো পরমাণুর ক্রমাঙ্ক বলতে কী বোঝায়?
উত্তরঃ- কোনো পরমাণুর ক্রমাঙ্ক বলতে বোঝায় একটি পরমাণুতে উপস্থিত প্রোটিন সংখ্যাকে ।
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তরঃ- হাতে স্পিরিট হলে স্পিরিট বাষ্পীভূত হতে শুরু করে এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে তাই হাতে তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা লাগে।
৫.২ দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান হওয়া মধ্যেও উয়তা বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে কি?উদাহরণ দাও?
উত্তরঃ- তাপ গ্রহণ বা বর্জন করা সত্বেও পদার্থটির উষ্ণতার কোন পরিবর্তন হয় না এমনটা হল অবস্থান্তরের লিনতাপ, যেমন জল দিয়ে ঘর মোছার পর ঘর ঠান্ডা থাকে ।
উত্তরঃ- নিউক্লিয়াসের পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে এই কারণে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎ গ্রস্ত নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করে ইলেকট্রন ইলেকট্রনের ভর একটি ইলেকট্রনের ভরের 1839 ভাগের এক ভাগ এবং প্রোটনের ভর 1837 ভাগের একভাগ মাত্র তাই পরমাণুর নিউক্লিয়াসের ভরকেই পরামানু হিসাবে ধরা হয় ।
উত্তরঃ- স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে গায়ে থাকা জল বাষ্পীভূত হতে শুরু করে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ শরীর থেকে নেয় ফলে দেহে তাপমাত্রা কমে যায় ফলে স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে দাঁড়ালে আমাদের ঠান্ডা লাগে ।
৬.২ প্রতিফলনের দ্বিতীয় সূত্রটিতে যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ- গ্রিক জ্যোতি বিজ্ঞানের টলেমির দ্বারা আবিষ্কৃত হওয়া এই দ্বিতীয় সূত্রটি তিনি বলেছেন যে আপাতন কোন প্রতিফলন কোণের মান সর্বদায় সমান ।
৬.৩ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অসমান তলে প্রতিফলনের পরে সমান্তরাল থাকে না কেন?
উত্তরঃ- সমান্তরাল রশ্মিরগুচ্ছ কোন অসমান তলে আপতিত হলে চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎবিক্ষিপ্ত প্রতিফলন ঘটে আবর্তন ও প্রতিফলন কোণের সমতা বজায় রাখার জন্য বিভিন্ন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব গুলি পরস্পর সমান্তরাল হয় না ফলে প্রতিফলিত রশ্মি গুলো পরস্পর সমান্তরাল থাকে না।
তো বন্ধুরা আমাদের এই প্রশ্ন উত্তর গুলো পড়ে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের জানাবেন এছাড়া বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমার এই ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে তোমরা সেখানে থেকে সব প্রশ্ন উত্তর দেখে নিতে পারো ।