Life Science

ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার নমুনা প্রশ্নোত্তর/ class seven pothon setu poribesh biggan poramanu and rasanic becreay page 23,24 solve

সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান  পরিবেশ গঠনের পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার  ভূমিকা বিষয় এর নমুনা প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী তুমি কি তোমাদের পঠন সেতু বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুজে পাচ্ছো না তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এই ওয়েবসাইটে আমি তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর সলভ করে দিয়েছি

এছাড়াও এই আর্টিকেলের মধ্যে ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ-23  24  পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার সমস্ত প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি তোমরা নিচে আর্টিকেলটি পড়ে দেখে নাও ।

আরো পড়ুনঃ- 
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার নমুনা প্রশ্নোত্তর/ class seven pothon setu poribes biggan poramanu and rasanic becreay page- 23,24 solve

ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার নমুনা প্রশ্নোত্তর/ class seven pothon setu poribes biggan poramanu and rasanic becreay page -23,24 solve

 ১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় —  

(ক) 100°, 212º (খ) 212º , 0° (গ) 32°, 0° (ঘ) 0°, 32°।

উত্তরঃ-  (ঘ) 0°, 32° ।

১.২ ফারেনহাইট স্কেলের উর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে—  

(ক)  100°, 0° (খ)  0° ,100° (গ) 212º, 32° (ঘ) 32°, 212º, ।

উত্তরঃ- (ঘ)32°, 212º, ।

১.৩ একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উন্নতা (−1°) ও সবচেয়ে বেশি উষ্ণতা (99°) মাপা যায়। ঐ থার্মোমিটারে 1° করে মোট ঘর পাওয়া যাবে— 

(ক) 100 (খ) 99 (গ) 101 (ঘ) 98 ।

উত্তরঃ- (ক) 100 ।

১.৪ নীচের যেটি অপ্রভ বস্তু সেটি হলো  —    (ক) সূর্য (খ) জ্বলন্ত বাল্ব (গ) জ্বলন্ত কয়লা (ঘ) চাঁদ । 

উত্তরঃ- (ঘ) চাঁদ ।

১.৫ সোডিয়ামের ক্রমাঙ্ক 11 ও ভর সংখ্যা 23 হলে একটি সোডিয়াম পরমাণুতে— 

 (ক) 11 টি প্রোটন ও 11 টি নিউট্রন আছে 

(খ) 11 টি প্রোটন ও 23 টি ইলেকট্রন আছে 

(গ) 11 টি প্রোটন ও 23 টি নিউট্রন আছে 

(ঘ) 11 টি প্রোটন ও 11 টি ইলেকট্রন আছে ।

উত্তরঃ-  (ঘ) 11 টি প্রোটন ও 11 টি ইলেকট্রন আছে ।

২.  শূন্যস্থান পূরণ করো :

২.১ মোমবাতি একটি————-বস্তুর উদাহরণ।
উত্তরঃ- স্বপ্রভ।
২.২ ——— উৎস ও বিস্তৃত বস্তু হলে উপচ্ছায়া গঠিত হয় না।
উত্তরঃ- বিন্দু।
২.৩ ——– উৎস ও ———বস্তু হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে।
উত্তরঃ-    বৃস্তিত  উৎস ও   বৃস্তিত বস্তু ।
২.৪  যেকোনো বাস্তব আলোকউৎসকে অসংখ্য ——– এর সমষ্টি বলে ভাবা যায় ।
উত্তরঃ- বিন্দু উৎস।
২.৫ সূচিছিদ্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি ——– হয় ।
উত্তরঃ- বড়।
২.৬  একটা প্রোটন একটা ইলেকট্রনের চেয়ে প্রায় ———– গুণ ভারী ।
উত্তরঃ- ১৮৩৭।
৩. ঠিক বাক্যের পাশে    ‘✓’আর ভুল  বাক্যের পাশে ‘×’  চিহ্ন দাও :

৩.১ সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ পৃথক হবে।
সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ পৃথক হবে


৩.২ সেলসিয়াস স্কেলে 1° উষ্ণতার পার্থক্য আর ফারেনহাইট স্কেলে 1° উষ্ণতার পার্থক্য সমান। 
উত্তরঃ-  ‘✓’ ।

৩.৩ দুটি সমান উষ্ণতার তামার টুকরো পরস্পরের সংস্পর্শে থাকলে সামগ্রিকভাবে কোনো  তাপ বিনিময় ঘটবে না ।
উত্তরঃ-  ‘✓’ ।

৩.৪  সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো নমুনায় বহু লক্ষ কোটি অণু থাকে।
উত্তরঃ-  ‘✓’ ।

৩.৫  CaCl2 + Na2SO4 → CaSO4 + 2NaCl বিক্রিয়াটি বিনিময় বিক্রিয়া।
উত্তরঃ-  ‘✓’ ।





৪.সংক্ষিপ্ত উত্তর দাও :



৪.১  সেলসিয়াস স্কেলের C সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলে কত ঘরের সমান হবে?
উত্তরঃ- সেলসিয়াস স্কেলের C সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলে ১৮০° ঘরের সমান।
৪.২ ফারেনহাইট স্কেলের 1° সেলসিয়াস স্কেলের কত ডিগ্রির সমান?
উত্তরঃ- ফারেনহাইট স্কেলের 1° সেলসিয়াস স্কেলের ৩৩.৮°  F ডিগ্রির সমান।
৪.৩ SI পদ্ধতিতে তাপের একক কী?
উত্তরঃ-  SI পদ্ধতিতে তাপের একক  হল কেল্ভিন।
৪.৪ কোনো পরমাণুর ক্রমাঙ্ক বলতে কী বোঝায়?
উত্তরঃ- কোনো পরমাণুর ক্রমাঙ্ক বলতে  বোঝায় একটি পরমাণুতে উপস্থিত প্রোটিন সংখ্যাকে ।
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তরঃ- হাতে স্পিরিট হলে স্পিরিট বাষ্পীভূত হতে শুরু করে এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে তাই হাতে তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা লাগে।
৫.২ দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান হওয়া মধ্যেও উয়তা বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে কি?উদাহরণ দাও?
উত্তরঃ- তাপ গ্রহণ বা বর্জন করা সত্বেও পদার্থটির উষ্ণতার কোন পরিবর্তন হয় না এমনটা হল অবস্থান্তরের লিনতাপ,  যেমন জল দিয়ে ঘর মোছার পর ঘর ঠান্ডা থাকে ।
৫.৩ “পরমাণুর ভর মোটামুটিভাবে তার নিউক্লিয়াসের ভরের সমান” কথাটির স্বপক্ষে যুক্তি দাও ।
উত্তরঃ- নিউক্লিয়াসের পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে এই কারণে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎ গ্রস্ত নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করে ইলেকট্রন ইলেকট্রনের ভর একটি ইলেকট্রনের ভরের 1839 ভাগের এক ভাগ এবং প্রোটনের ভর 1837 ভাগের একভাগ মাত্র তাই পরমাণুর নিউক্লিয়াসের ভরকেই  পরামানু হিসাবে ধরা হয় ।
৫.৪ সমীকরণটি সমিত করো : P4  + I2 → PI3?
উত্তরঃ- P4+ 6i2 = 4PI3 ।
৬.তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৬.১ স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নীচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন?
উত্তরঃ- স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে গায়ে থাকা জল বাষ্পীভূত হতে শুরু করে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ শরীর থেকে নেয় ফলে দেহে তাপমাত্রা কমে যায় ফলে স্নান করে ভিজে গায়ে  চলন্ত পাখার নিচে দাঁড়ালে  দাঁড়ালে আমাদের ঠান্ডা লাগে ।
৬.২ প্রতিফলনের দ্বিতীয় সূত্রটিতে যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ-  গ্রিক জ্যোতি বিজ্ঞানের টলেমির দ্বারা আবিষ্কৃত হওয়া এই দ্বিতীয় সূত্রটি   তিনি বলেছেন যে আপাতন কোন প্রতিফলন কোণের মান সর্বদায় সমান ।
৬.৩ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অসমান তলে প্রতিফলনের পরে সমান্তরাল থাকে না কেন?
উত্তরঃ- সমান্তরাল রশ্মিরগুচ্ছ কোন অসমান তলে আপতিত হলে চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎবিক্ষিপ্ত প্রতিফলন ঘটে আবর্তন ও প্রতিফলন কোণের সমতা বজায় রাখার জন্য বিভিন্ন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব গুলি পরস্পর সমান্তরাল হয় না ফলে প্রতিফলিত রশ্মি গুলো পরস্পর সমান্তরাল থাকে না।
তো বন্ধুরা আমাদের এই প্রশ্ন উত্তর গুলো পড়ে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের জানাবেন এছাড়া বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমার এই ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে তোমরা সেখানে থেকে সব প্রশ্ন উত্তর দেখে নিতে পারো ।

NEXT POST

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button