History
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস সাম্রাজ্য বিস্তার ও শাসন পঞ্চম অধ্যায় নমুনা প্রশ্নোত্তর । Class-7 Pathon Setu History Addhoy-5 Page-16,17 Solve
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস সাম্রাজ্য বিস্তার ও শাসন পঞ্চম অধ্যায় নমুনা প্রশ্নোত্তর— প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি তোমাদের পঠন সেতু বইয়ের প্রশ্ন উত্তর গুলো খুঁজে পাচ্ছো না তাহলে আর চিন্তা করার কোনো বিষয়ই নাই কারন আমি আমার ওয়েবসাইটে তোমাদের সমস্ত বিষয়ের পাঠান সেতুর প্রশ্ন উত্তর গুলো সল্ভ করে দিয়েছি
তো আমি এই আর্টিকেল এর মধ্যে ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণির পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পঞ্চম অধ্যায় নমুনা প্রশ্ন সলভ করব নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নিয় ।
আরো পড়ুন:-
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস সাম্রাজ্য বিস্তার ও শাসন পঞ্চম অধ্যায় নমুনা প্রশ্নোত্তর । Class-7 Pathon Setu History Addhoy-5 Page-16,17 Solve
সপ্তম শ্রেণির পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ-১৬ ও পেজ-১৭ সম্পূর্ণ উত্তর করে দেওয়া শুরু হলো ।
১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :
(ক) মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- মৌর্য সাম্রাজ্য রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ।
(খ) সম্রাট অশোকের পিতার নাম কি?
উত্তরঃ- সম্রাট অশোকের পিতার নাম বিন্দুসার ।
(গ) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কোদফিসেস ।
(ঘ) কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু ?
উত্তরঃ- ৭৮ খ্রিস্টাব্দে থেকে শকাব্দ গণনা করা শুরু হয় ।
(ঙ) কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন?
উত্তরঃ- স্কন্দগুপ্ত হন আক্রমণ প্রতিহত করেন ।
(চ) শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন?
উত্তরঃ- হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন ।
আরো পড়ুনঃ-
২. শূন্যস্থান পূরণ কর :
(ক) সম্রাট অশোকের জীবনকে প্রভাবিত করেছিল _______________ যুদ্ধ।
উত্তরঃ- কলিঙ্গ ।
(খ) কণিষ্কের রাজধানী ছিল _______________ ।
উত্তরঃ- পুরুষপুর ।
(গ) সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন _________________ ।
উত্তরঃ- গৌতমীপুত্র সাতকর্ণী ।
(ঘ) জুনাগড় শিলালেখ থেকে __________________ কৃতিত্বের কথা জানা যায়।
উত্তরঃ- শক ক্ষত্রপ নেতা রুদ্রদমন ।
(ঙ) রবিকীর্তির _________________ থেকে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর যুদ্ধের কথা জানা যায় ।
উত্তরঃ- আইহোল প্রশস্তি ।
৩. স্তম্ভ মেলাও :
প্রিয় বন্ধুরা তাহলে তোমাদের ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস সাম্রাজ্য বিস্তার ও শাসন পঞ্চম অধ্যায় নমুনা প্রশ্নোত্তর সম্পূর্ণ সলভ করে দিলাম এছাড়াও তোমরা তোমাদের অন্য কোন অধ্যায়ের প্রশ্ন উত্তর যদি সলভ করতে চাও তাহলে আমাদের এই অফিসের ওয়েবসাইট ভিজিট করো .