History

ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রথম অধ্যায়-1/ Class-7 Pathon Setu History Addhoy-1 Page- 3 Solve

প্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-1 প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান  বিষয়ের প্রশ্ন উত্তর গুলো এই আর্টিকেলের মধ্যে আমি সলভ করে দেখিয়েছি । আমি আশা করব এই আর্টিকেলটি তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো আমরা নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নিয়।

আরো পড়ুনঃ- 
ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রথম অধ্যায়-1/ Class-7 Pathon Setu History Addhoy-1 Page- 3 Solve

 ক্লাস সেভেন পঠন সেতু পরিবেশ ও  ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রথম অধ্যায়-1/ Class-7 Pathon Setu History Addhoy-1 Page- 3 Solve

 ১. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

(ক)  ভারতের দুটি মহাকাব্য কী কী? 
উত্তরঃ- ভারতের দুটি মহাকাব্য রামায়ন ও মহাভারত ।
(খ) ‘রামচরিত’ কার লেখা? 
উত্তরঃ- ‘রামচরিত’র  সন্ধ্যাকর নন্দীর লেখা ।
(গ) কলহনের রাজতরঙ্গিনি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
উত্তরঃ-  কলহনের রাজতরঙ্গিনি থেকে কাশ্মীর অঞ্চলের ইতিহাস জানা যায় ।
২. ঠিক বা ভুল নির্ণয় করো :
(ক) মেগাস্থিনিসের ইণ্ডিকা থেকে গুপ্তযুগের ইতিহাস জানা যায়।
উত্তরঃ- ভুল ।
(খ) ‘পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি’ নামক গ্রন্থ থেকে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে জানা যায়। 
উত্তরঃ- ঠিক ।
৩. শূন্যস্থান পূরণ করো :
(ক) গৌতমীপুত্র সাতকর্ণীর __________  প্রশস্তি থেকে তাঁর পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়।
উত্তরঃ- নাসিক  ।
(খ) আইহোল প্রশস্তি ছিল চালুক্যরাজ  __________________   ।
উত্তরঃ- দ্বিতীয় পুলকেশী ।
(গ) কৌটিল্যের _____________ একটি উল্লেখযোগ্য গ্রন্থ। 
উত্তরঃ- অর্থশাস্ত্র ।
(ঘ) সুয়ান জাং এর লেখা গ্রন্থটি হল ______________ ।
উত্তরঃ- সি ইউ কি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button