History

ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা তৃতীয় অধ্যায় / class -8 Pathon Setu History Addhoy-3 Page- 10 , 11 Solve

ক্লাস সেভেন-সপ্তম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চা অধ্যায় তৃতীয় , প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালোই আছো । তো আজ আমি তোমাদের এই আর্টিকেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইট পঠন সেতু অর্থাৎ অষ্টম শ্রেণীর পরিবেশ ও  ইতিহাস বিষয়ের পঠন সেতু বইয়ের প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার  অধ্যায়ের নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো নিচে প্রশ্নের উত্তর গুলো দেখে নিন                   

আরো পড়ুনঃ- 
ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা তৃতীয় অধ্যায় / class -8 Pathon Setu History Addhoy-3 Page- 10 , 11 Solve

ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও  ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা তৃতীয় অধ্যায় /  class -8  Pathon Setu History Addhoy-3 Page- 10 , 11   Solve

 ১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

(ক) মৃচ্ছকটিকম কার লেখা?

উত্তরঃ- মৃচ্ছকটিকম  শূদ্রক এর লেখা ।

(খ) পঞ্চতন্ত্রের লেখক কে?

উত্তরঃ- পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণুশর্মা ।

(গ) কে গণিতে শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন?

উত্তরঃ- আর্যভট্ট গণিতে শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন ।

(ঘ) বৌদ্ধ সাহিত্যগুলো কোন ভাষায় লেখা হতো?

উত্তরঃ-  বৌদ্ধ সাহিত্যগুলো পালি ভাষায় লেখা হতো ।

আরো পড়ুনঃ-

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর

২. ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) নালন্দা মহাবিহারে কেবল ব্রাক্ষ্মণ ছাত্ররাই পড়তো।

উত্তরঃ- ভুল ।

(খ) বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী।

উত্তরঃ- ঠিক ।

(গ) কুষাণ আমলে গন্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।

উত্তরঃ- ঠিক ।

(ঘ) মহাবলীপুরমের রথমন্দির পল্লব আমলে তৈরি হয়েছিল।

উত্তরঃ- ঠিক ।
৩. শূন্যস্থান পূরণ করো :
(ক) নাগানন্দ, রত্নাবলী লিখেছেন _________________ ।
উত্তরঃ- হর্ষবর্ধন ।
(খ) শুশ্রুত সংহিতায় চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হলো _______________ ।
উত্তরঃ- শব ব্যবচ্ছেদ বা মরাকাটা ।
(গ) অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন ________________ ।
উত্তরঃ- কালিদাস ।
(ঘ) গন্ধার ভাস্কর্যে প্রধানত ________________ ও ________________ প্রভাব দেখা যায় ।
উত্তরঃ- গ্রিক ও রোমান ।
৩. স্তম্ভ মেলাও :
ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা তৃতীয় অধ্যায় / class -8 Pathon Setu History Addhoy-3 Page- 10 , 11 Solve

প্রিয় বন্ধুরা আমরা আজ ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও  ইতিহাস প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর গুলো পড়লাম সেগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সকলেই অবশ্যই ভালো থাকবে আর এছাড়াও আমার www.classroomlive.in  এই সাইডে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পাওয়া যায় তোমরা অবশ্যই দেখবে 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button