History

ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তর আলোচনার বিষয়

ইতিহাস থেকে 2012 / 2013 / 2014 / 2015 তে আসা প্রশ্ন উত্তর আলোচনার বিষয়


1.ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি ?

উত্তরঃ-যশোধরা ৷

২.ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তরঃ-কুন্দগ্রাম ৷

3.জয় হিন্দ দ্বারা সম্ভাষণ বা অভ্যর্থনা করার প্রথা কে চালু করেন ?

উত্তরঃ-নেতাজি সুভাষচন্দ্র বসু৷

4.কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন ?

উত্তরঃ-লর্ড বেন্টিঙ্ক ।

5.কুতুবমিনারের নির্মাণকার্য কে সমাধান করেন ?

উত্তরঃ-ইলতুৎমিস ৷

6.সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন ?

উত্তরঃ-সিঙ্গাপুরে ৷

7.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ-উমেশচন্দ্র ব্যানার্জি ৷

৪.মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন ?

উত্তরঃ-আলাউদ্দিন খলজী ৷

9.লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ-সেন্ট জেমস প্যালেস ৷

10. ‘আরাম হারাম হ্যায় ‘ -উক্তিটি কার?

উত্তরঃ-জহরলাল নেহেরুর ৷

11.কোন বিখ্যাত মোগল সম্রাট দিল্লি লাল কেল্লা নির্মাণ করেন ?

উত্তরঃ-শাহজাহান ৷

12.মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন ?

উত্তরঃ- 1869 খ্রিঃ ৷

13.মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ-বাবর ৷

14.সিদ্ধার্ত নামে পরিচিত কে ছিলেন ?

উত্তরঃ-গৌতম বুদ্ধ।

15.চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ-প্রথম রাজেন্দ্র চোল ৷

16.কোন বিখ্যাত সম্রাট দিল্লির মাজা মসজিদ নির্মাণ করেন ?

উত্তরঃ-শাহজাহান ৷

17.জৈন ধর্ম মত অনুসারে তীর্থঙ্কর এর সংখ্যা কত ?

উত্তরঃ- 24 টি ৷

18.সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা বর্তমানে  কোন দেশে অবস্থিত?

উত্তরঃ-পাকিস্তানে ।

19.প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কে স্বর্ণযুগ বলা হয় ?

উত্তরঃ-গুপ্ত বংশের শাসনকাল ৷

২০.কোন বেদ চিকিৎসাশাস্ত্র নিয়ে আলোচনা করেন ?

উত্তরঃ-অথর্ববেদ ৷




Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button