আজ আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে পাট 3
আজ আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে পাট 3
1. ভারতবর্ষের প্রথম মহিলা শাসকের নাম কি যিনি দিল্লির সিংহাসনে বসে ছিলেন?
উত্তর:-রাজিয়া সুলতানা।
2. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে?
উত্তর:-তিনটি।
3. রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন?
উত্তর:-ভানুসিংহ।
4. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়?
উত্তর:-2005 সালে ।
5. প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর:-5 ই জুন।
6.’ শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত কে?
উত্তর:-লালা লাজপত রায়।
7. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
ক) শীতকালীন অধিবেশন
খ) গ্রীষ্মকালীন অধিবেশন
গ) বর্ষাকালীন অধিবেশন
গ) বাজেট অধিবেশন
উত্তর:-খ) গ্রীষ্মকালীন অধিবেশন।
8. কোন গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত?
উত্তর:-পিটুইটারি গ্রন্থি।
9. সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ রাজ্যটি হল?
উত্তর:-বিহার।
10. ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?
উত্তর:-ভারতীয় রিজার্ভ ব্যাংক।
11. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
উত্তর:-পোমোলজি।
12. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর:-অতিক্রান্ত দূরত্ব।
13.2019 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিল?
উত্তর:-সাউথ আফ্রিকার।
14. ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-সম্রাট আকবর।
15. 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
উত্তর:-লর্ড পেথিক লরেন্স।
16.বিচারপতি এস মুরালিধর নিম্নের কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:-ওড়িশা।
17. 2021 এ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?
উত্তর:-ইলন মাস্ক।
18.সাঞ্জীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিম্নের কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন?
উত্তর:-মাদ্রাজ।
19. বীরেন্দ্র কুমার পাল নিম্নের কোথায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন।
উত্তর:-সোমালিয়া।
20. পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কেমন?
উত্তর:-কালো।
Nice
K ce
Nice