আজকের আলোচনার বিষয় হলো ভারতের ভূগোলের গ্রহ রূপে পৃথিবী ।
হ্যালোো বন্ধুরা,
আজকে আমরা আলোচনা করব গ্রহরূপে পৃথিবী পৃথিবীতে বর্তমানে কয়টি গ্রহ আছে এবং কোন গ্রহ কে কি নামে ডাকা হয় তা ডিটেইলস এ আলোচনা করব।
ভূগোল পার্ট 1
1. বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি?
উত্তর:-8 (৮)টি। (বুধ ,শুক্র, পৃথিবী ,মঙ্গল ,বৃহস্পতি ,শনি ,ইউরেনাস ও নেপচুন)
2. সম্প্রতি সৌরজগতের কোন গ্রহ টি গ্রহের মর্যাদা হারায়?
উত্তর:-প্লুটো ।(2006 সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায় । তাই একে বামন গ্রহ বলা হয়)।
3. বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি?
উত্তর:-৫টি।(সেরেস ,এরিস ,হাউমেয়া , মাকেমাকে, ও প্লুটো ) এই পাঁচটি হলো সৌরজগতে বামন গ্রহ।
4. কোন গ্রহে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়?
উত্তর:-প্লুটো গ্রহে।
5. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তর:-বুধ ।
👉👉 সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ হল বুধ।
- এটি সূর্যের সর্বপেক্ষা নিকটতম গ্রহ।
- ***এর কোন উপগ্রহ নেই।
- এটি সূর্যকে প্রতি 88 (৮৮) দিনে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ বুঝে এক বছর হতে সময় লাগে মাত্র 88 দিন।
- **বুধ গ্রহের ইংরেজি নাম মার্কিউরি ।
6. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তর:-বৃহস্পতি।
- 👉 বৃহস্পতি গ্রহকে আমরা জুপিটার বলে থাকি।
- **বৃহস্পতি গ্রহের গড় তাপমাত্রা -150’C।
**বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি।
7. বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তর:-গ্যানিমেড।
8. গ্যালিলিও উপগ্রহ কাকে বলা হয়?
উত্তর:-আইয়, ইউরোপা ,গ্যানিমেড, ক্যালিস্ট্রো , এই চারটি কে একত্রে গ্যালারি উপগ্রহ বলা হয়।
9. পৃথিবীর জমজ গ্রহ কাকে বলা হয়?
উত্তর:-শুক্র ।(এই গ্রহের কোন উপগ্রহ নেই)।
10. পৃথিবীর নিকটতম গ্রহ কি।
উত্তর:-শুক্র।(এই গ্রহের কোন উপগ্রহ নেই)।
11. শুক্র গ্রহকে সকালের আকাশে এবং সন্ধ্যার আকাশে কি বলা হয়?
উত্তর:-সকালের আকাশে শুকতারা বলা হয়। এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা বলা হয়।
12. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তর:-শুক্র। (465ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা এবং এই গ্রহের প্রচুর কার্বন-ডাই-অক্সাইড থাকায় এর উষ্ণতা বেশি)।
13. সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উত্তর:-বুধ।
14. মহাকাশ থেকে পৃথিবীর রং কেমন দেখায়?
উত্তর:-নীল।
15. পৃথিবীর অপর নাম কি?
উত্তর:-নীল গ্রহ।
16. লাল গ্রহ কাকে বলা হয়?
উত্তর:-মঙ্গল গ্রহকে।
17. সবুজ গ্রহ কাকে বলা হয়?
উত্তর:-ইউরেনাসকে।
18. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর:-500 সেকেন্ড (8 মিনিট20 সেকেন্ড)।
19. পৃথিবীর উপগ্রহের নাম কি?
উত্তর:-চাঁদ।
20. চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
উত্তর:-1.3 সেকেন্ড।
21. সৌরজগতের মধ্যে কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর:-বুধ ও শুক্র গ্রহের।
22. দ্রুততম আবেদনকারী গ্রহ কি?
উত্তর:-বৃহস্পতি।
23. সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহের?
উত্তর:-বৃহস্পতির (69)।
24. কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান?
উত্তর:-মঙ্গল গ্রহের।(387 দিনে এক বছর হয়)।
25. মঙ্গল গ্রহে কত দিনে এক বছর হয়?
উত্তর:-387 দিনে।
26. গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় কোন গ্রহে?
উত্তর:-নেপচুন গ্রহের।
27. গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে?
উত্তর:-বৃহস্পতি গ্রহে।
28. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তর:-নেপচুন।
29. পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহে আছে তার নাম কি?
উত্তর:-টাইটান। (শনির সবচেয়ে বড় উপগ্রহ)।
30. সৌর জগত কোন ছায়াপথে আবর্তন করে?
উত্তর:-আকাশগঙ্গা ছায়াপথ।