Life Science
অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন ,ও অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি কি ?
অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন,ও অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি কি// Why is the adrenaline hormone called an emergency hormone, and what are the functions of the adrenaline hormone?
দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান বিষয়ের পাট 2 এর প্রশ্ন অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন । আজকে আমরা আলোচনা করব অ্যাড্রিনালিন হরমোন কে কেন আপৎকালীন বার জরুরিকালীন হরমোন বলা হয় এছাড়াও অ্যাড্রিনালিন হরমোনের কাজ গুলি নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাকঃ-
1.অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলা হয় কেন ।
Ans:– বিশ্রামকালে বা স্বাভাবিক অবস্থায় এই হরমোন খরিত হয় । তবে উত্তেজনা ,আবেগ , দুশ্চিন্তা , ভয় , রাগ , প্রভৃতি জরুরি অবস্থার সৃষ্টি হলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় । অ্যাড্রিনালিন হরমোন টি বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে জরুরিকালীন বা সংকটকালীন অবস্থার দ্রুত মোকাবেলা করে । এইজন্য অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বলে । জরুরীকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন দ্রুত ক্রিয়াশীল । তবে এর প্রভাব ক্ষণস্থায়ী । জরুরী কালীন পরিস্থিতি দূর হলে এই হরমোনের ক্ষরণ .কমে যায় |
অ্যাড্রিনালিন হরমোন এর কাজ গুলি হল :-
1.অ্যাড্রিনালিন হৃদস্পন্দন হার , হার্দ- উৎপাদন ও রক্তচাপ বাড়ায় ।
2. রক্তে গ্লুকোজের পরিমাণ এবং BMR বৃদ্ধি করে ।
3. শ্বসনের হার নিয়ন্ত্রণে অ্যাড্রিনালিন এর উল্লেখযোগ্য ভূমিকা আছে ।
4. অ্যাড্রিনালিন তারারন্ধ্র প্রসারিত করতে সাহায্য করে এই কারণে চক্ষু পরীক্ষার সময় ডাক্তাররা অনেক সময় এই হরমোন ব্যবহার করে ।
5.অ্যাড্রিনালিন এর প্রভাবে অতিরিক্ত ঘাম নিঃসৃত হয় ও ত্বকের লোম খাড়া হয় ।
6.উত্তেজনা , ক্রোধ , প্রভৃতি অবস্থায় এই হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয় এবং দেহকে মোকাবেলা করার উপযোগী করে তোলে এই কারণে অ্যাড্রিনালীণ কে জরুরিকালীন হরমোন বলা হয় ।